সিএবি আয়োজিত সিনিয়র নক আউট টুর্নামেন্টে বড় জয় পেল স্পোর্টিং ইউনিয়ন। সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তারা ৮ উইকেটে হারাল উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে তোলে ১৬৪-৯। সোহম ঘোষ তিন উইকেট পান। জবাবে গীতিময় বসুর (অপরাজিত ৭২) দাপটে জিতে যায় স্পোর্টিং। অন্য দিকে, প্রথম ডিভিশন লিগের প্লে অফ ম্যাচে বড় জয় পেল পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এ দিন তারা সুর্বাবনকে হারাল ১৬১ রানে। প্রথমে ব্যাট করে পুলিশ তুলেছিল ৩৮৯। জবাবে মাত্র ২২৮ রানে শেষ হয়ে যায় সুর্বাবন। পুলিশের সানি সৌকেন ৮১ রানে ৫ উইকেট পান।
এ দিকে, দ্বিতীয় ডিভিশন লিগের কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ক্লাব বড় রান তুলল মৌরি স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ৮৪.৩ ওভারে তারা তুলল ৩০৭। আশ্রয় ঝা ৬২। ইন্দ্রনীল সাহা ৫৯। অন্য ম্যাচে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের বিরুদ্ধে মাত্র ১৩৪ রানে শেষ হয়ে গেল জোড়াবাগান ক্লাব।
|
অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন কার্যত একাই টানলেন শ্রীলঙ্কা ব্যাটিং। টস জিতে আগে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা দিনের শেষে ২৮৯-৮। যার ভেতর দিনের তৃতীয় ওভারে চার নম্বরে ব্যাট করতে নেমে জয়বর্ধনে একাই ১৬৮ নট আউট। ২৯০ বল খেলে তিনি দলের ইনিংসকে অ্যান্ডারসন (৩-৫৬), সমিত প্যাটেল (২-২৭)-দের গোলাগুলি থেকে বাঁচিয়ে চলেছেন। জয়বর্ধনের পরে শ্রীলঙ্কা ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর চান্দিমলের ২৭। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারানোর ধাক্কা সামলে টেলএন্ডারদের নিয়ে অসাধারণ সেঞ্চুরি করেন জয়বর্ধনে। টেস্টে এটা তাঁর ৩০তম শতরান।
|
আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এগোলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে ধোনি এখন চারে। বোলারদের তালিকায় চার ধাপ উঠে এসে অশ্বিন পৌঁছে গিয়েছেন ছ’নম্বরে, এখনও পর্যন্ত তাঁর সেরা র্যাঙ্কিং। সচিন তেন্ডুলকর দু’ধাপ উঠে পৌঁছেছেন ২৭ নম্বরে। সুরেশ রায়না ৩২তম স্থানে।
|
এশিয়া কাপ ফাইনালের শেষ ওভারে তাঁদের ব্যাটসম্যানকে পাক বোলারের ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ বোর্ড যে তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি এশীয় ক্রিকেট কাউন্সিলের কাছে করেছিল, এসিসি তা বাতিল করে দিয়েছে। ফলে পাকিস্তানের দ্বিতীয় বার এশিয়া-সেরা হওয়া নিষ্কলঙ্ক থাকল।
|
মঙ্গলবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল : টালিগঞ্জ অগ্রগামী (যুবভারতী ৩-১৫) |