দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ জন |
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
বর্ধমানে ডাক্তার দেখিয়ে গাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ শহরতলির মহেশতলার একই পরিবারের তিন জনের। মারা যান গাড়িটির চালকও। জখম একটি শিশু-সহ দু’জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির চণ্ডীতলায় কাপাসহাড়িয়ার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। মৃতেরা হলেন রুনা লায়লা বিবি (২৫), তাঁর শাশুড়ি মানোয়ারা বেগম (৫২) এবং রুনার সম্পর্কিত শ্বশুর ফকরুদ্দিন জমাদার (৩৮)। গাড়িটির চালক, মৃত সুলগ্ন চট্টোপাধ্যায়ও (২৫) মহেশতলারই বাসিন্দা। |
পুলিশ সূত্রের খবর, গাড়িটি ভাড়া করা। ওই চার জন ছাড়াও গাড়িতে ছিলেন রুনার স্বামী করিমবক্স খান এবং তাঁদের ৬ বছরের মেয়ে সায়না খাতুন। সায়নাকে দেখানোর জন্যই বর্ধমানে ডাক্তারের কাছে গিয়েছিলেন সকলে। ফেরার পথে গাড়িটি দ্রুত চলছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ কাপাসহাড়িয়ার কাছে একটি বাসকে ওভারটেক করে রাস্তার অনেকটা ধারে চলে যায় গাড়িটি। সেই অবস্থাতেই রাস্তার ধারে দাঁড়ানো একটি আখের রসের ট্রলিকে পাশ কাটানোর চেষ্টা করেন চালক। সেই সময় পিছন থেকে একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কার চোটে গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। প্রচণ্ড আওয়াজে স্থানীয় লোকজন চলে আসেন। ঘটনাস্থলেই মারা যান রুনা, মানোয়ারা ও ফকরুদ্দিন। বাকিদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে আনা হয়। সেখানে মারা যান সুলগ্ন। অবস্থার অবনতি হওয়ায় সায়নাকে কলকাতার হাসপাতালে সরানো হয়।
|
অর্জুনের গ্রেফতারি এবংশান্তি চেয়ে মিছিল ফ্রন্টের |
ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের গ্রেফতার এবং ব্যারাকপুর এলাকায় খুন, রাহাজানি, সন্ত্রাস বন্ধের দাবিতে আগামী শনিবার কাঁকিনাড়া স্টেশন থেকে জগদ্দল হাসপাতাল পর্যন্ত মিছিল করবে বামফ্রন্ট। তাতে নেতৃত্ব দেবেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিল শুরু হবে বিকেল চারটেয়। বামফ্রন্টের আরও বক্তব্য, এলাকায় আইনশৃঙ্খলা ফেরানোর দাবিতে ওই মিছিলে কংগ্রেস যোগ দিলেও তাদের আপত্তি নেই। সোমবার সিপিএমের রাজারহাট জোনাল অফিসে এই কথা জানান দলের প্রাক্তন সাংসদ অমিতাভ নন্দী।
কংগ্রেস প্রসঙ্গে ফ্রন্ট নেতৃত্বের ওই বক্তব্যকে যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। কারণ, সিপিএম তথা বামফ্রন্ট সর্বদাই কংগ্রেস-তৃণমূলের দূরত্ব বাড়ানো এবং সেই সুযোগে নিজেদের ঘর গোছানোর কৌশল নিয়ে চলে। শাসক জোটের শরিক হয়েও কংগ্রেস প্রধান শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রায়ই ‘সন্ত্রাস’ এবং ‘অগণতন্ত্র’-এর অভিযোগ তোলে। সেই সব ক্ষেত্রেই সিপিএম কংগ্রেসের পাশে দাঁড়ায়। তার ফলে প্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ‘জটিল’ হয়। কাঁকিনাড়া থেকে জগদ্দল পর্যন্ত মিছিলেও কংগ্রেসের জন্য ‘দরজা খোলা’ রেখে সিপিএম সেই কৌশলই ফের প্রয়োগ করছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।
সাংবাদিক সম্মেলনে সিপিএমের আর এক প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার, জেলা কমিটির সদস্য নেপালদেব ভট্টাচার্য এবং সুভাষ মুখোপাধ্যায়ও ছিলেন। অর্জুনবাবু অভিযোগ উড়িয়ে বলেছেন, “অভিযোগ করলেই তো হবে না! তা প্রমাণ করতে হবে।”
|
ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়া-বর্ধমান মেন শাখার সিমলাগড় স্টেশনে। পুলিশ জানায়, মৃতের নাম কৃষ্ণচন্দ্র বারুই (২২)। তাঁর বাড়ি ওই এলাকারই চম্পকডাঙা কলোনিতে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল সোয়া ৭টা নাগাদ কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে প্ল্যাটফর্মে যাচ্ছিলেন যুবকটি। ডাউন প্ল্যাটফর্মে ওঠার জন্য আপ লাইন পেরচ্ছিলেন। সেই সময়েই আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঢুকে পড়ে। ট্রেনটিতে ধাক্কা খান ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ব্যান্ডেল জিআরপি-র পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়।
|
রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে ভর্তি করার নামে প্রতারণার অভিযোগে এক গৃহশিক্ষক ও তাঁর বন্ধু গ্রেফতার হলেন। রবিবার, বেলুড় থেকে। ধৃতদের নাম দীনবন্ধু সরকার ও অরিজিৎ ঘোষ। পুলিশ জানায়, বেলুড় গিরিশ ঘোষ রোডের বাসিন্দা মিঠু পালের ছেলেকে পড়াতেন দীনবন্ধু। অভিযোগ, ২০ সেপ্টেম্বর স্কুলে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে মিঠুদেবীর থেকে ৫০০০ টাকা নেন তিনি। বিনিময়ে রামকৃষ্ণ মিশনের নকল বিল দেন। পরেও কয়েক দফায় হাজারখানেক টাকা হাতান দীনবন্ধু। শেষে গত রবিবার মিঠুদেবী জানতে পারেন, পুরো বিষয়টি মিথ্যা। তার পরেই পুলিশে অভিযোগ করেন। পুলিশ জানায়, এতে জড়িত আরও ৩ জনের খোঁজ চলছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে স্বামী শুভকরানন্দ বলেন, “ওই দুই যুবকের সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পর্ক নেই। এ ভাবে টাকা দিয়ে এখানে ভর্তি হয় না।” |