সংস্কৃতি যেখানে যেমন

অশোকনগরে নাট্যমুখ-এর নাট্যোৎসব
‘মুক্তধারা’ নাটকের একটি মুহূর্ত। ছবি: শান্তনু হালদার।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের শহীদ সদনে নাট্যমুুখের নাট্যোৎসব ঘিরে যথেষ্ট উৎসাহী স্থানীয় নাট্যমোদী মহল। গত ২৩ মার্চ এই নাট্যোৎসব শুরু হয়েছে চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। থিয়েটারের গান পরিবশনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন অম্বরীশ ভট্টাচার্য। সপ্তম বর্ষে পা দেওয়া এই নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে ৯টি নাটক। নাটকগুলি হল অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ের ‘রবি ঠাকুরের রবিনহুড’, দমদমের থিয়েটার স্পন্দনের ‘সহজপাঠ’, মধ্যমগ্রামের অলটারনেটিভ লিভিং থিয়েটারের ‘কৃষ্ণকলি’, গোবরডাঙার নকশার ‘ছেলেটা’, প্রয়াত নাট্যকার বাদল সরকারের নাট্য সংস্থা শতাব্দির ‘তবু বিহঙ্গম’, গৌর মহাবিদ্যালয়ের ‘অভিসার’, বাত্যজনের নাটক ‘ব্যোমকেশ’। এ ছাড়া রয়েছে উদ্যোক্তা সংস্থার দু’টি নাটক ‘মুক্তধারা’ এবং ‘বিষণ্ণজন’। এ বারের নাট্যোৎসব প্রয়াত নাট্যকার বাদল সরকারের নামে উৎসর্গ করা হয়েছে। উৎসব উপলক্ষে নাট্যপত্র নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়েছে। ‘থিয়েটার ও লোকনাটকের সম্পর্ক’ এবং ‘থিয়েটার ও সাহিত্য এবং চিত্রকলার সম্পর্ক’ বিষয়ক এক আলোচনাসভারও আয়োজন করা হয়েছে। উৎসবে বিশিষ্ট অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায়, ভূমিসূতা দাসকে পুরস্কৃত করা হচ্ছে। এ ছাড়া নাট্যচর্চা ঘরের উদ্বোধন করবেন শিল্পী সমীর আইচ। উদ্যোক্তাদের তরফে অভি চক্রবর্তী জানান, এ বার নাট্যোৎসবে যে নাটকগুলি মঞ্চস্থ হচ্ছে সেগুলি সবই রবীন্দ্র কবিতার নাট্যায়ন।

বনগাঁয় বিবেক মেলা
— নিজস্ব চিত্র।
রাজ্য সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে এবং বনগাঁ পুরসভার পরিচালনায় রবিবার থেকে বনগাঁ শহরে শুরু হয়েছে বিবেক মেলা। স্থানীয় খেলাঘর ময়দানে শুরু হওয়া ওই মেলা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলায় বিভিন্ন দিনে রয়েছে স্বামীজির জীবনদর্শন নিয়ে আলোচনা চক্র, প্রদর্শনী। রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‘নরেন থেকে বিবেকানন্দ’ নামে স্বামীজির জীবন নিয়ে একটি নাটকও মঞ্চস্থ করা হবে। রবিবার মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, কাউন্সিলার তাপস মুখোপাধ্যায়, শম্ভূ দাস প্রমুখ। আয়োজনদের তরফে জানানো হয়েছে, মেলার শেষ দিনে প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হবে। দেওয়া হবে ‘বিবেক সাহসিকতা’ এবং ‘বিবেক মেধা’ পুরস্কার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.