|
|
|
|
নাবালিকাকে ধর্ষণের দায়ে ১০ বছর জেল |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
নাবালিকাকে ধষর্ণের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক।
সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া ফাস্ট ট্র্যাক (১) আদালতের জেলা ও দায়রা বিচারক মকুলকুমার কুণ্ডু অপরাধীকে এই রায় শোনান। একই সঙ্গে বিচারক ওই ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার এ কথা জানিয়েছেন এই মামলার সরকার পক্ষের আইনজীবী অসিতকুমার হাইত।
পুলিশ জানিয়েছে, ওই সাজাপ্রাপ্তের নাম কার্তিক মান্না। বাড়ি উলুবেড়িয়ার দামোদরপুরের বাগগাছা গ্রামে। ধর্ষণের ঘটনাটি ঘটে ২০০৬ সালের অক্টোবর মাস নাগাদ। পেশায় জরির কারিগর বছর তিরিশের কার্তিক তারই প্রতিবেশী এক নাবালিকাকে একা পেয়ে একটি নির্জন স্থানে গামছা দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপরে ওই নাবালিকাকে ভয় দেখিয়ে কার্তিক বলে, জানাজানি হলে তাকে খুন করে ফেলবে। নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তার অভিভাকেরা জিজ্ঞাসাবাদ করেন। মেয়েটি সব কথা খুলে বলে। নাবালিকার মা ২০০৭ সালের ২৭ মার্চ কার্তিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরের দিন পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে।
সরকার পক্ষের আইনজীবী এ দিন আরও জানিয়েছেন, ধর্ষণ ছাড়াও ওই নাবালিকাকে মেরে ফেলার হুমকি দেখানোর জন্য আরও তিন মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। দু’টি সাজা একই সঙ্গে চলবে। |
|
|
|
|
|