|
|
|
|
বেঙ্গাই কলেজের অধ্যক্ষের জামিন |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
জামিন পেলেন গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ সিংহ। সোমবার দুপুরে সরোজবাবুকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। এসিজেএম ডুরি বেঙ্কট শ্রীনিবাস দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে সরোজবাবুর জামিন মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার সরোজবাবুর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, ১৪৪ ধারা ভঙ্গ এবং কটূক্তি করার অভিযোগ দায়ের করেন গোঘাট-১ ব্লকের বিডিও জয়ন্ত মণ্ডল। ওই দিন কলেজের কাছেই (২০ মিটার) বেঙ্গাই হাইস্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। কলেজ কর্তৃপক্ষ ‘নিয়মবিরুদ্ধ ভাবে’ পরীক্ষাকেন্দ্রের পাশে কলেজের মাঠে সংস্কারের কাজ করাচ্ছেন বলে অভিযোগ জানান বেঙ্গাই হাইস্কুলের প্রধান শিক্ষক। বিডিও কলেজে গিয়ে দেখেন, মাঠে মাটি ফেলার কাজ চলছে। লোকের ভিড়ে সরগরম এলাকা। সেই সময়েই জয়ন্তবাবুকে ওই ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
শুক্রবার আরামবাগ আদালত সরোজবাবুর আগাম জামিন মঞ্জুর করে। ওই দিনই দুপুর ১২টা নাগাদ সরোজবাবু ১০-১২ জনকে সঙ্গে নিয়ে আদালত সংলগ্ন এলাকায় জয়ন্তবাবুর গাড়ি থামিয়ে তাঁকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন এবং কটূক্তি করেন বলে অভিযোগ। এ ছাড়াও, সরোজবাবুর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, ভয় দেখানো এবং হিংসার উদ্দেশ্যে জমায়েতের অভিযোগ আনেন জয়ন্তবাবু। সেই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে সরোজবাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৩ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। |
|
|
|
|
|