দারিদ্রসীমার নীচে থাকা (বিপিএল) পরিবারগুলিকে অতিরিক্ত চাল এখনই দিতে পারছে না রাজ্য সরকার। আজ খাদ্য বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যকে অতিরিক্ত চাল দেওয়ার প্রস্তাব দিলে তা খারিজ হয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি। তবে খাদ্য মন্ত্রকের একটি সূত্রের দাবি, খারিজ নয়, বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। সিদ্ধান্ত খারিজ না স্থগিত তা নিয়ে মন্ত্রকের মধ্যেই সংশয় থাকলেও, মূল বিষয়টি হল, পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছে যে অতিরিক্ত খাদ্য শস্যের দাবি করেছিল তা এখনই পাচ্ছে না রাজ্য সরকার।
জঙ্গলমহল, পাহাড়, আয়লা বিধ্বস্ত সুন্দরবনের বিপিএল পরিবারগুলিকে অতিরিক্ত চাল দিতে কেন্দ্রের কাছে প্রায় ১৭ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত চালের দাবি জানিয়েছিল রাজ্য। গত সপ্তাহে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওই দাবি জানিয়ে যান। তাতে নীতিগত সম্মতিও দিয়েছিলেন টমাস। কিন্তু খাদ্য মন্ত্রক তখনই জানিয়েছিল, বিষয়টিতে চূড়ান্ত সম্মতি দেবে মন্ত্রিগোষ্ঠী। আজ টমাস বৈঠকে বিভিন্ন রাজ্যকে সব মিলিয়ে অতিরিক্ত প্রায় ২ কোটি ৬৫ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য দেওয়ার প্রস্তাব দেন। মন্ত্রক সূত্রের খবর, ওই প্রস্তাবে এখনই কোনও সম্মতি জানাতে রাজি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। ফলে রাজ্য সরকার মনে করছে, অবিলম্বে রাজ্যের বিপিএল পরিবারগুলিকে অতিরিক্ত চাল দেওয়ার যে পরিকল্পনা ছিল তা ধাক্কা খাবে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য, “এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে খুব দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীকে জানানোর পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।” |