টুকরো খবর
কুড়ানকুলাম নিয়ে আলোচনায় রাজি আন্দোলনকারীরা
কুড়ানকুলাম পরমাণু প্রকল্প নিয়ে তাঁরা সরকারের সঙ্গে কথা বলতে রাজি বলে জানালেন আন্দোলনকারীদের নেতা এস পি উদয়কুমার। গত ১২ মার্চ থেকে প্রকল্পটির বিরুদ্ধে অনশনে বসেছেন পিপলস মুভমেন্ট এগেনস্ট নিউক্লিয়ার এনার্জি (পিএমএএনই)-র এই আহ্বায়ক। আজ তিনি বলেন, “আমরা কথা বলতে চাই। আমাদের দেশের মানুষ মনে করলে এবং আমাদের অহিংস আন্দোলনকে শ্রদ্ধার চোখে দেখলে সরকারের উচিত আমাদের সঙ্গে কথা বলা।” প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অভিযোগ করেছিলেন, কুড়ানকুলামের বিক্ষোভের পিছনে কিছু মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার মদত রয়েছে। রবিবার শিবগঙ্গায় কংগ্রেস কর্মীদের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও বলেন, সরকার আশ্বস্ত করেছে কুড়ানকুলামের প্রকল্পটি নিরাপদ। তা সত্ত্বেও এর বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন চলছে। মনে হয় এর পিছনে ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে। উদয়ন জানান, এর আগেও তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দু’বার কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গেও। উদয়নের অভিযোগ, “কিন্তু হঠাৎ করে আমাদের সঙ্গে নকশাল এবং বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে, আমরা জাতীয়তাবাদী নয়, ইত্যাদি বলে প্রচার শুরু হল। এটা ঠিক নয়।”কুড়ানকুলাম প্রকল্পের আশপাশে যে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে, তা তুলে নেওয়ার জন্য মাদ্রাজ হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

তেলেঙ্গানার দাবিতে ফের আত্মহত্যা
শনিবারের পর ফের সোমবার। পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন আরও এক যুবক। আজ সকাল এগারোটা নাগাদ হানামোকণ্ডার একটি বাগানে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন এক অটোচালক। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আর এর পরেই বিরোধী দলের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে অন্ধ্র বিধানসভা। শেষ পর্যন্ত বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়। তেলেঙ্গানা নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আছে এই অভিযোগে কাল তেলেঙ্গানা অঞ্চলে বন্ধ ডেকেছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। হায়দরাবাদে টিআরএস বিধায়করা ধর্নায় বসেছেন। তেলুগু দেশম দলের প্রধান এন চন্দ্রবাবু নায়ডু তেলেঙ্গানা বিষয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়া থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে তিনি সরকারের সমালোচনা করে বলেন, “কেন্দ্র এবং রাজ্য দু’জায়গাতেই কংগ্রেস ক্ষমতায়। অথচ পৃথক তেলেঙ্গানা রাজ্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের অনীহা। আর এই কারণেই বিষয়টা ক্রমশ জটিল হয়ে উঠছে।” রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে বলেছেন বলেও জানিয়েছেন তিনি।

আমদাবাদ বিস্ফোরণের অভিযুক্ত হত
চার বছর আগে আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে মারল মহারাষ্ট্র সন্ত্রাসদমন শাখা (এটিএস)। একই সঙ্গে তারা গ্রেফতার করেছে ওই ব্যক্তির দুই সঙ্গীকে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম খলিল। সে আমদাবাদের গুলমোহর কলোনির বাসিন্দা। বহু দিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঔরঙ্গাবাদের হিমায়ত বাগ এলাকার উদ্ধব রাও পাটিল চকে হানা দেয় এটিএস। সেখানেই খলিল ও তার দুই সঙ্গী মহম্মদ সাব্বির এবং আবরারের সঙ্গে সংঘর্ষ হয় মহারাষ্ট্র এটিএস-এর অফিসারদের। খলিলরাই প্রথমে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। গুলিতে আহত হন শেখ আরিফ নামে এক কনস্টেবল। এর পরেই এটিএস অফিসারদের গুলিতে মারা যায় খলিল। জখম হয় তার দুই সঙ্গীও। তখনই গ্রেফতার করা হয় তাদের। পরে তাদের ঔরঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিও-কে গুলি, ধৃত সপা কর্মী
সপা-র কর্মী-সমর্থকরা গুন্ডামি করলে তাদেরও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। তবুও থামছে না সপা-র দৌরাত্ম্য। এ বার এক বিডিও-কে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক সপা কর্মী। রবিবার সন্ধ্যায় ঝাঁসি জেলার বিডিও এস কে শ্রীবাস্তকে লক্ষ্য করে স্থানীয় সপা কর্মী ভরত সিংহ যাদব গুলি চালায় বলে অভিযোগ। হাসপাতালে শুয়ে শ্রীবাস্তব জানান, ২০১০ সালে বিধান পরিষদ ভোটে ভরতের বিরুদ্ধে রিগিং-এর মামলা করেন তিনি। তার বদলা নিতেই এই হামলা চালিয়েছেন ভরত সিংহ।

জঙ্গিদের হাতে ‘গ্রেফতার’ ১৬
তন্ত্রসাধনা ও ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে মণিপুরের ৮ জন পুরুষ ও ৮ মহিলাকে ‘গ্রেফতার’ করেছে কুকি জঙ্গিরা। স্থানীয় সূত্রে খবর, সাইখুলের ইকোউ গ্রামের বাসিন্দারা ওই ১৬ জন নারী-পুরুষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। কিন্তু অপরাধের আওতায় না পড়ায় পুলিশ ব্যবস্থা নেয়নি। গ্রামবাসীরা এরপরেই জঙ্গিদের দ্বারস্থ হয়। জঙ্গিরা ওই ১৬ জনকেই ধরে নিয়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছে, ধৃতদের থাংতং গির্জায় আটকে রাখা হয়েছে। জঙ্গি ও গ্রামবাসীরা একজোট হয়ে ১৬ জনকে ঘিরে রাখায় পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি।

সরকারি দফতর নিয়ে মন্ত্রীর মন্তব্যে বিতকর‌্
কিছু সরকারি দফতর মশার মতো রক্ত চুষে খায় বলে মন্তব্য করেছিলেন কয়লা মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল। পরে বিতর্ক শুরু হতে অবশ্য আজ তড়িঘড়ি মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।রবিবার কানপুরে অলঙ্কারের উপরে কর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন জয়সোয়াল। কিছু সরকারি দফতরকে রক্তচোষা বলেও অ্যাখ্যা দেন তিনি। তিনি অর্থ মন্ত্রককে আক্রমণ করেছেন বলে সংবাদমাধ্যমে প্রচার শুরু হয়। আজ কয়লামন্ত্রী বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আদৌ অর্থ মন্ত্রকের সমালোচনা করেননি। অনেক সরকারি দফতরেই ব্যবসায়ীদের হেনস্থা করা হয়। তিনি তারই প্রতিবাদ করেছিলেন।

কাশ্মীরে আগুনে মৃত এক বাঙালি
মধ্য কাশ্মীরের বদগাম জেলার অন্তর্গত চাদুরায় একটি কাঠের কারখানায় আগুন লেগে মারা গেলেন এক বাঙালি। গত কাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। তপন দাস নামে ওই বাক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তপন কারখানা লাগোয়া একটি কোয়ার্টার্সে থাকতেন। আগুন সেখানে ছড়িয়ে পড়ায় ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় আহত ‘রা ওয়ান’-এর শিল্পী
গাড়ি দুর্ঘটনায় জখম হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যানিমেশন শিল্পী চারু খাণ্ডাল। কিছু দিন আগেই ‘স্পেশ্যাল এফেক্টস’-এর জন্য জাতীয় পুরস্কার পায় রা ওয়ান। ছবির অ্যানিমেশনের বেশির ভাগ কাজই চারুর। কাল রাতে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন চারু। ওশিওয়ারার কাছে অটোরিকশাটিকে ধাক্কা মারে একটি গাড়ি। চারু ও তাঁর দুই সঙ্গী জখম হন। তাঁরা হাসপাতালে ভর্তি। চারুর পা, মেরুদণ্ডে চোট লেগেছে। মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগে চালককে রাতেই ধরে পুলিশ। তিনি আপাতত জামিনে।

নিহত জওয়ান
ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদী হানায় নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাম নিবাস এ কথা জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.