|
|
|
|
কদম্বগাছিতে খুলল বন্ধ ওষুধ কারখানা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূলের শ্রমিক সংগঠনের ‘হুমকি’র জেরে বন্ধ হয়ে গিয়েছিল জীবনদায়ী ওষুধ তৈরির একটি কারখানা। তৃণমূলেরই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে দিন কুড়ি পরে, সোমবার ফের চালু হল বারাসতের কদম্বগাছির ওই কারখানাটি। সোমবার ব্যারাকপুরে জেলা শ্রম কমিশন অফিসে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা। এ দিনই বেলা সাড়ে ৩টে নাগাদ কারখানার দরজা খুলে দেওয়া হয়। কাজ ফের চালু হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। কারখানাটির মালিক সুশীল অগ্রবাল বলেন, “শ্রম কমিশনের অফিসেই ঠিক হয়, কারখানা খুলে উৎপাদন শুরু হওয়ার পরে অন্য সমস্যা নিয়ে আলোচনা হবে। সেই মতো কারখানা খুলেছি।”
বারাসত ১ ব্লকের তৃণমূল নেতা আর্শাদুজ্জামান বলেন, “দলীয় নির্দেশ ছিল, কারখানা খোলার পরে আলোচনা করতে হবে।” আইএনটিটিইউসি-র জেলার কার্যকরী সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, “বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ অন্য দাবি নিয়ে দু’মাসের মধ্যে আলোচনা হবে।”
কারখানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ি পুরনো এই কারখানায় শ্রমিক-বিক্ষোভের নজির বিশেষ ছিল না। কিন্তু মাস পাঁচেক আগে কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠন তৈরি হওয়ার পর থেকেই গোলমাল শুরু হয় বলে অভিযোগ। বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে মালিক পক্ষের সঙ্গে নানা ‘ঝামেলা’য় জড়িয়ে পড়েন শ্রমিকদের একাংশ। উৎপাদনও কমতে শুরু করে। গত ৭ মার্চ ওই ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ। শ’খানেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। এর পরেই তৃণমূলের রাজ্য নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মালিক পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে অবিলম্বে সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয় দলের স্থানীয় নেতৃত্বকে। |
|
|
|
|
|