টুকরো খবর
ক্ষুদ্রশিল্প সংস্থা থেকে যন্ত্রাংশ কেনার আর্জি
রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থায় উৎপাদনের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশের অংশবিশেষ এ বার থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির কাছ থেকে নিতে হবে। এমনই নিয়ম বেঁধে দিয়েছে ভারত সরকারের সূক্ষ্ম, লঘু ও মাঝারি উদ্যোগ মন্ত্রক (এমএসএমই)। শনিবার আসানসোলের চেম্বার অব কমার্স ও এমএসএমই-র পূর্বাঞ্চল শাখার উদ্যোগে আসানসোলে আয়োজিত একটি আলোচনাচক্রে এ কথা জানিয়েছেন এমএসএমই-র পূর্বাঞ্চলীয় উপ-অধিকর্তা অজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাষ্ট্রয়ত্ত শিল্প সংস্থায় সারা বছর যে পরিমাণ উপকরণ ও যন্ত্রাংশের অংশবিশেষ প্রয়োজন তার অন্তত ২০ শতাংশ সূক্ষ্ম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিদের কাছ থেকে নিতে হবে।” অজয়বাবু আরও জানান, শিল্প সংস্থার চাহিদা অনুযায়ী এ সব উপকরণ বা যন্ত্রাংশের উপযুক্ত গুণমান বজায় রাখতে হবে। আসানসোল চেম্বার অব কমার্সের সভাপতি সুব্রত দত্ত অভিযোগ করেন, এই শিল্পাঞ্চলে একাধিক রাষ্ট্রীয় তাদের প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশের অংশবিশেষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি থেকে নিতে চাইছে না। এই অবস্থায় ওই সব সংস্থাগুলি উঠে যেতে বসেছে। অজয়বাবু জানান, কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির জন্য আইন করে চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নিয়ম বাধ্যতামূলক করেছে। কোনও রাষ্ট্রীয় সংস্থা না মানলে এবং তা এমএসএমই বিভাগে অভিযোগ জানানো হলে সংশ্লিষ্ট দফতর উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

স্বর্ণশিল্পে লাগাতার ধর্মঘট কিছু রাজ্যে
পশ্চিমবঙ্গ থেকে তুলে নেওয়া হলেও দেশের বেশ কিছু রাজ্যে লাগাতার চলছে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট। বাজেটে স্বর্ণশিল্পের উপর যে সব করের প্রস্তাব দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাতে গত ১৭ মার্চ থেকে দেশ জুড়ে লাগাতার আন্দোলনে নেমেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বেশ কিছু রাজ্যে গত ১১ দিন ধরে গয়না এবং কাঁচা সোনার বাজারে চলছে টানা ধর্মঘট। এই কদিনের ধর্মঘটে দেশে স্বর্ণশিল্পে ১১ হাজার কোটি টাকার মতো ব্যবসার ক্ষতি হয়েছে বলে স্বর্ণশিল্প মহল সূত্রের খবর। এ দিকে সোনার উপর বাজেটে বিভিন্ন কর প্রস্তাব করার ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধানের উপায় বার করার জন্য কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপারসন সনিয়া গাঁধীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশন। পাশাপাশি কর প্রস্তাবগুলি তুলে নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় অথর্মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কেও চিঠি দিয়েছে তারা।

পস্কো রূপায়ণ নিয়ে মনমোহনের আশ্বাস কোরীয় শিল্পমহলকে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পর সোমবার ওড়িশায় পস্কোর লগ্নি নিয়ে এখানকার শিল্পমহলকে আশ্বস্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ দিন কেপকো, টাটা-দেয়ু, স্যামসাং, স্যাংইয়ং, হুন্ডাই, দুসান-এর মতো এ দেশের প্রথম সারির সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিংহ বলেন, সময় লাগলেও, ভারত প্রকল্পটি রূপায়ণে কৃতসংকল্প। কাজ দ্রুত এগোবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, রবিবারই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক-কে পস্কো নিয়ে আশ্বাস দেন সিংহ। এ দিন কোরীয় সংস্থা এলজি, স্যামসাং বা হুন্ডাইয়ের উদাহরণ টেনে সিংহ জানান, ভারতের বাজার বিশ্বের কাছে আগ্রহের জায়গা। তাই কেন্দ্রের লগ্নি টানার উৎসাহের প্রতি আস্থা রাখতে আবেদন জানান তিনি।

সমবায় ব্যাঙ্কের ঋণ
সমবায় ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা যাবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পর ঋণ শোধের হার কমেছে। এই অভিযোগ জানিয়েছে সমবায় ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার বোস বলেন, “বকেয়া আদায় করতে গিয়ে ব্যাঙ্ককর্মীরা রোষের মুখে পড়ছেন। এই পরিস্থিতে মুখ্যমন্ত্রী নিজে ঋণ শোধের আবেদন করলে ভাল ফল মিলবে। তাঁকে সেই আর্জি জানিয়েছি।” পাশাপাশি তমলুক এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কর্তার বিরুদ্ধে পুলিশে যে অভিযোগ করা হয়েছে, তা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

আইএসআইয়ের সঙ্গে জোট টেক মহীন্দ্রার
ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট (আই এস আই)-এর সঙ্গে জোট বাঁধল তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহীন্দ্রা। সম্প্রতি আইএসআই-এর সঙ্গে মউ সই করে সংস্থার প্রেসিডেন্ট এল রবিচন্দ্রন জানান, এই মডেল মূলত টেলিকম শিল্পের তথ্য বিশ্লেষণের কাজ করবে। পরবর্তী পর্যায়ে এই গাঁটছড়া অন্যান্য শিল্পের জন্যও কাজে লাগানো হবে বলে তাঁর দাবি। আইএসআই-এর ডিরেক্টর বিমল রায় জানান, টেলিকম শিল্পে বৃদ্ধির হার ধরে রাখতে গ্রাহকদের চাহিদা ও প্রযুক্তিগত বিষয়ে নজর দেওয়া জরুরি। সেই লক্ষ্যেই কাজ করবে শিল্প ও শিক্ষার এই গাঁটছড়া।

পর্যটন প্রসারে নানা পরিকল্পনা
গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকে ভারতের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য নানা পরিকল্পনা নিয়েছে নেপালের পর্যটনের সঙ্গে জড়িত সংগঠনগুলি। ‘ভিজিট লুম্বিনী, ইয়ার-২০১২’ নাম দিয়ে একটি বিশেষ প্রচার অভিযান শুরু হয়েছে সংগঠনগুলি। সোমবার শিলিগুড়িতে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠকও করেন নেপালের প্রতিনিধিরা। তাঁরা জানিয়েছেন, ভারতে ধার্মিক পর্যটন অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বহু ঘুরপথে পর্যটকদের লুম্বিনী পৌঁছাতে হয়। শিলিগুড়িকে ‘ট্রানজিট’ করে কাঁকরভিটা হয়ে সহজে পৌঁছানো যায়। ইতিমধ্যে খড়িবাড়ি লাগোয়া নেপালের কাঁকরভিটা থেকে লুম্বিনী যাওয়ার দুটি বাস চালু করা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত বাসও চালু হবে।

সেনসেক্স পড়ল
সোমবার ৩০৯ পয়েন্ট পড়ার জেরে দু’মাসের সর্বনিম্ন অঙ্কে নামল সেনসেক্স। থিতু হল ১৭,০৫২.৭৮ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ পার্টিসিপেটরি নোটের উপর স্বল্পমেয়াদি মূলধনী লাভ-কর বসার আশঙ্কা। এই নোট হল সেই ডেরিভেটিভ, যার মাধ্যমে মরিশাসের মতো দেশ (যাদের সঙ্গে ভারতের কর সংক্রান্ত চুক্তি রয়েছে) হয়ে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ আসে এ দেশের বাজারে। বাজেট প্রস্তাব অনুযায়ী, কর বসতে পারে ওই ডেরিভেটিভে।

সুদ বাড়ছে ক্ষুদ্র সঞ্চয়ে
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ বাড়ছে। এর ফলে ডাকঘর মাসিক আয় প্রকল্প, এনএসসি, পিপিএফ-সহ বেশ কিছু প্রকল্পে বাড়তি সুদ মিলবে। তবে ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪%-ই থাকছে। সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে নয়া হার চালু হবে। ডাকঘরে পাঁচ বছর মেয়াদি মাসিক আয় প্রকল্পে সুদের হার ৮.২% থেকে বেড়ে হচ্ছে ৮.৫%। পাঁচ বছরের এনএসসি-তে সুদ ৮.৪% থেকে বেড়ে হচ্ছে ৮.৬%, দশ বছরের এনএসসি-তে ৮.৭ থেকে ৮.৯%। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদ ৮.৬% থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৮.৮%। এ ছাড়া ৫ বছরের রেকারিং ডিপোজিটে ৮%-এর বদলে সুদ মিলবে ৮.৪%। এ ছাড়া এক বছরের মেয়াদি আমানতে নয়া সুদ হবে ৮.২%, দু’বছরে ৮.৩%, তিন বছরে ৮.৪%, পাঁচ বছরে ৮.৫%। পাঁচ বছর মেয়াদি প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পেও সুদ ৯% থেকে বেড়ে হচ্ছে ৯.৩%।

পূর্ব রেলের আয়
চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব রেলের মোট পণ্য পরিবহণের পরিমাণ গত বছরের তুলনায় বেড়ে হয়েছে ৫.১৪ কোটি টন। এই সময়ে মোট পণ্য পরিবহণ খাতে আয়ও ১২.১৩% বেড়ে দাঁড়িয়েছে ৩,২২৫.১৯ কোটি টাকা। যাত্রী পরিবহণে আয় বেড়ে ১,৪১২.৯৮ কোটি টাকা। আর মোট আয় ১১.৩১% বেড়ে ৪,৮৫৭.৭৯ কোটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.