টুকরো খবর
লজে ঝুলন্ত দেহ উদ্ধার
লজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। সোমবার দুর্গাপুর বাজারের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম অপূর্ব সিংহ (৬১)। বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফসিআই-এর প্রাক্তন কর্মী অপূর্ববাবু দিঘা যাবেন বলে রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে ওঠেন দুর্গাপুরের ওই লজে। লজের ম্যানেজার সুশান্ত ঘোষাল জানান, সকালে তাঁকে ঘুম থেকে তুলে দিতে বলেছিলেন অপূর্ববাবু। কিন্তু তাঁকে ডাকতে গিয়ে কোনও সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেন।

লরির ধাক্কায় জখম দুর্গাপুরে
কয়লা বোঝাই লরির ধাক্কায় জখম হলেন এক সাইকেল আরোহী। সোমবার সকাল ৮টা নাগাদ দুর্গাপুরের ডিভিসি মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতিবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে লরিটি একটি ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায়। চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ গিয়ে জখম সাইকেল আরোহী সঞ্জিত গড়াইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। লরির কয়লা বেআইনি কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুকুর থেকে দেহ উদ্ধার
পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দুর্গাপুর বাজার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুলতাজ আনসারি (৩০)। তিনি স্থানীয় একটি আড়তে কাজ করতেন। এ দিন সকালেও তিনি কাজ করতে গিয়েছিলেন। দুপুরে একটি পুকুরে তাঁর দেহ মেলে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ।

রাস্তা সংস্কারের দাবি আসানসোলে
রাস্তা সংস্কারের দাবিতে সোমবার পূর্ত দফতরের আসানসোল কার্যালয়ে স্মারকলিপি দিল বারাবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেন র্যালে মোড় থেকে পাঁচগাছিয়া হয়ে লালগঞ্জ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা বেহাল। প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সংগঠনের তরফে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়। পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত হয়েছে।

পুকুর থেকে মিলল কঙ্কাল
পুকুর থেকে উদ্ধার হল একটি কঙ্কাল। সোমবার দুর্গাপুরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি রাষ্ট্রায়ত্ত সার কারখানার আবাসন এলাকায় সংস্থার বন্ধ স্কুলের পিছনে একটি পুকুরে সেটি মেলে। পুলিশ মৃতের নাম পরিচয় জানতে পারেনি। মৃতের কোমরে নাইলনের দড়ি এবং তাতে পাথর বাঁধা থাকায় পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ এলাকার কয়েক জন বাসিন্দা প্রথম কঙ্কালটি দেখতে পান। নিউ টাউনশিপ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু এলাকাটি তাঁদের না কাঁকসা থানার মধ্যে পড়ে তা নিয়ে দ্বন্দ্ব থাকায় কঙ্কালটি উদ্ধারে গড়িমসি করতে থাকেন উপস্থিত নিউ টাউনশিপ থানার পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত জানা যায়, এলাকাটি কাঁকসা থানার অন্তর্ভুক্ত। ঘণ্টা দু’য়েক পড়ে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ।

মজুরির দাবিতে বিক্ষোভ
একশো দিনের কাজের মজুরি নিয়ে বিক্ষোভ দেখালেন জব কার্ড হোল্ডাররা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কেন্দা পঞ্চায়েত অফিসে। তৃণমূল কর্মী তথা প্রকল্পের সুপারভাইজার বিকাশ মণ্ডল, রাজেশ চৌবেদের অভিযোগ, আগে দৈনিক ১৩০ টাকা মজুরি দেওয়া হত। সরকার পরিবর্তনের পরে সিপিএমের এই পঞ্চায়েত কর্তৃপক্ষ মাটি কাটার হিসেব অনুযায়ী মজুরি দিতে চাইছে। জব কার্ড হোল্ডাররা এই নতুন পদ্ধতিতে আর কাজ করতে চাইছেন না।” এ দিন পঞ্চায়েত প্রধান শিখা বাদ্যকরের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। শিখাদেবী জানান, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে জব অ্যাসিস্ট্যান্ট গৌর মণ্ডলের দাবি, “বরাবরই মাটি কাটার হিসাব অনুযায়ী মজুরি দেওয়া হয়।”

মারধরের অভিযোগ
দুই সিপিআই (এমএল) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকার ঘটনা। সিপিআই (এমএল)-র সম্পাদক সাধন দাসের অভিযোগ, “সম্প্রতি রাজু বাদ্যকর এবং সদরুল আমিন সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁদের জোর করে তৃণমূলে যোগ দেওয়াতে শুক্রবার রাতে তৃণমূলের কয়েক জন মারধর করে।” প্রহৃত দু’জন পাণ্ডবেশ্বর থানায় শনিবার অভিযোগ করেছেন। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

খনিতে বিক্ষোভ
একগুচ্ছ দাবিতে জামুড়িয়ার নিঘা এসএসআই কোলিয়ারির সিনিয়র ম্যানেজারের কার্যালয়ে বিক্ষোভ দেখাল ৫টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটি। তাঁদের দাবি, খনি আবাসনগুলি সংস্কারের অভাবে বেহাল। নিয়মিত জল সরবরাহ হয় না। জ্বালানির কয়লা মিলছে না। সুরক্ষা বৃত্তি, সুরক্ষা বাতি সরবরাহ অনিয়মিত। কর্তৃপক্ষ জানান, খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাঙ্কের সভা
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টাফ অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সভা হল রবিবার। ওই সভায় উপস্থিত বক্তারা জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লগ্নি করলে টাকা ফেরত নিশ্চিত। কিন্তু চিটফান্ডে লগ্নি করলে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাঙ্কগুলি বর্তমানে ঋণ দেওয়ার প্রক্রিয়া আগের থেকে সহজ করে দিয়েছে।

নেতা স্মরণ
চিঁচুড়িয়া অঞ্চল তৃণমূলের উদ্যোগে চিঁচুড়িয়া গ্রামে প্রয়াত শ্রমিক নেতা দুলাল খাঁ, বাগাম্বর চক্রবর্তী ও বাসুদেব কোটালের স্মৃতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন দলের স্থানীয় ব্লক সভাপতি তাপস চক্রবর্তী ও প্রদেশ কমিটির সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায়।

সাহিত্যসভা
কৃষ্ণমৃত্তিকা সাহিত্য পত্রিকার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে উখড়ার গুলমোহর ক্লাব প্রেক্ষাগৃহে একটি সাহিত্যসভা ও কবিতাপাঠের আসর বসে। উদ্বোধন করেন ইসিএলের বাঁকোলা এরিয়ার জিএম অভিজিৎ মল্লিক। তিন জন কবিকে সম্মান জানানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.