দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় সঙ্ঘ ৯ উইকেটে হারায় অ্যাপালো ক্লাবকে। প্রথমে ব্যাট করে অ্যাপালো করে ৩৫ ওভারে ১৪৬। সুজন বিশ্বাস, কাসিম শাহ ও পীযূষ বন্দ্যোপাধ্যায় তিন জনেই ৪০ রান করেন। জাতীয়-র শেখ কচি ২৩ রানে ৪, রাকেশ কুণ্ডু ১৭ রানে ২ উইকেট দখল করেন। পরে জাতীয় মাত্র ২০ ওভারে ১৪৭-১। দলের রাকেশ কুণ্ডু ৫২ ও কৌশিক মুখোপাধ্যায় অপরাজিত ৫১ রান করেন।
|
অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের প্রথম ম্যাচে রামকৃষ্ণ স্কুল শ্যামসায়র ৪ উইকেটে হারিয়েছে বাণীপীঠ স্কুলকে। প্রথমে ব্যাট করে বাণীপীঠ ৩৮ ওভারে ১৫৬ রান করে। অভিজিৎ মজুমদার করে ২৯। রামকৃষ্ণের রাহুল দাস রজক ১৫ রানে ৪ উইকেট নেন। রামকৃষ্ণ ২৫.৪ ওভারে করে ১৫৭-৬। শেখ রাজু ৩১, আব্দুর রাজ্জাক ২২ রান করে। বাণীপীঠের শুভজিৎ চক্রবর্তী ও অভিজিৎ মজুমদার দু’টি করে উইকেট পায়।
|
সদর ভলিবলে ত্রিমুকুট জিতল অগ্রদূত সঙ্ঘ। তারা ফাইনালে ৩-০ সেটে রতন স্মৃতি সঙ্ঘকে হারায়। এই জয়ের সুবাদে তারা সদর লিগ ও জেলা নকআউট খেতার জিতেছিল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে সোমবারের প্রথম খেলায় ক্লাব স্যান্টোস ৭ উইকেটে হারায় ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে ডিএম বিবেকানন্দ সব উইকেট হারিয়ে ৭৪ রান করে। জবাবে ৩ উইকেটে জয়ের রান তুলে নেয় ক্লাব স্যান্টোস। অপর খেলায় ক্লাব ঐকতান ৭২ রানে ইয়ং স্পোর্টিংকে হারায়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৩২ রান করে ক্লাব ঐকতান। দিবাকর প্রসাদ ৩৫ রান করে। জবাবে ৬০ রানে ইয়ং স্পোর্টিং সব উইকেট হারায়। ম্যাচ পরিচালনা করেন পিআর খান ও চন্দন চট্টোপাধ্যায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল রূপনারায়ণপুর ফাউন্ডেশন। তারা কল্যাণেশ্বরী সিএ-কে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কল্যাণেশ্বরী সব উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রূপনারায়ণপুর। ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন বিজয়ী দলের চন্দন যাদব। |