ভারতীয় সিনেমার সর্বোচ্চ সরকারি সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ বছর এই পুরস্কারের জন্য চার জনের নাম ভাবা হয়েছিল প্রাণ, মনোজ কুমার, বৈজয়ন্তীমালা এবং সৌমিত্র। শেষ পর্যন্ত জুরিরা সৌমিত্রকেই বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে ২০০৪ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন সৌমিত্র। সারা জীবনের কাজের জন্য ফ্রান্স এবং ইতালি থেকে পেয়েছেন বিশেষ সম্মান। এ বার ফালকে পুরস্কার পাওয়ার খবরে ৭৭ বছরের প্রবীণ অভিনেতা বলেন, “আনন্দ হচ্ছে। খবরটা শুনে পরিবারের সকলের মুখ এবং মানিকদার মুখ মনে পড়েছে সবার আগে।” সৌমিত্র জানান, তিনি খবরটা গত কালই পেয়েছিলেন। প্রবীণ চিত্রপরিচালক মৃণাল সেন নিজে ফোন করে তাঁকে জানান। সৌমিত্রবাবুর কথায়, “মৃণালদার কাছ থেকে ফোনে খবর পাওয়াটা আমার কাছে বাড়তি পাওনা। খুব ভাল লাগছিল।”
সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ (১৯৫৯) দিয়ে চলচ্চিত্রে হাতেখড়ি। তার পর সাকুল্যে সত্যজিতের ১৪টি কাহিনিচিত্রে অভিনয়। সৌমিত্র কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, অসিত সেন থেকে শুরু করে নবীন প্রজন্মের গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও। চুটিয়ে অভিনয় করেছেন মঞ্চেও। এখনও দুই মাধ্যমেই সমান ভাবে সক্রিয় তিনি। মৃণাল সেনের কথায়, “অপুর সংসারে সৌমিত্রর সংলাপে মৈনাক পর্বতের উল্লেখ ছিল। অভিনেতা হিসেবে কিন্তু তিনি কোনও দিন ঢাকা পড়েননি। বরং উত্তরোত্তর নিজের উচ্চতা বৃদ্ধি করে গিয়েছেন।”
ফালকে পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে। সৌমিত্রর আগে সর্বশেষ বাঙালি যিনি এই পুরস্কার পেয়েছেন, তিনি মান্না দে। ২০০৭ সালে ওই সম্মান পান তিনি। |