|
|
|
|
সোল সম্মেলন |
পরমাণু বিদ্যুতে গুরুত্ব, বার্তা দেবেন প্রধানমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পরমাণু শক্তিকে নিরাপদ ভাবে কাজে লাগিয়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব এবং ভারত বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। সোলে পরমাণু নিরাপত্তা বিষয়ক আসন্ন শীর্ষ সম্মেলনে এই বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ ছাড়া পরমাণু অস্ত্র যেন সন্ত্রাসবাদীদের হাতে না পড়ে, জোর দেবেন সে বিষয়েও। আগামী শনিবার সোল-এ যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি কুড়ানকুলাম থেকে জৈতাপুর- প্রত্যেকটি ক্ষেত্রেই পরমাণু চুল্লি গড়া নিয়ে শরিক এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কেন্দ্রকে। প্রশ্ন উঠেছে পরমাণু চুল্লি গড়ার পরিবেশ এবং সুরক্ষার বিষয়টি নিয়ে। সূত্রের খবর, সোল থেকে শুধু অন্য দেশই নয়, পরমাণু বিদ্যুৎ নিয়ে তাই দেশের রাজনৈতিক শিবিরকেও বার্তা দিতে চান প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে, আগের অবস্থান থেকে সরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা দু’দিন আগে কুড়ানকুলাম কেন্দ্রের কাজ চালুর ব্যাপারে সম্মতি দিয়েছেন।
আজ বিদেশ সচিব রঞ্জন মাথাই এক সাংবাদিক বৈঠকে জানান, সোল সম্মেলনে ৫৮টি দেশের রাষ্ট্রনায়কের আসার কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছে ইরান এবং পাকিস্তান। এই পরিপ্রেক্ষিতে সোল থেকে যে বার্তা প্রধানমন্ত্রী দিতে চলেছেন, তা হল পরমাণু শক্তির নিরাপদ এবং সুরক্ষিত ব্যবহারের প্রতি ভারত বরাবরই দায়বদ্ধ। পরমাণু অস্ত্র প্রসার না করার ব্যাপারেও ভারতের ইতিহাস তর্কাতীতভাবে পরিচ্ছন্ন। |
|
|
|
|
|