টুকরো খবর |
প্রসঙ্গ তিব্বত |
সম্প্রতি কলাকুঞ্জে অনুষ্ঠিত হল ‘তিব্বতের অভ্যুত্থান দিবস’ (আপরাইসিং ডে অফ টিবেট) শীর্ষক এক আলোচনাসভা। উদ্যোক্তা ছিল সামাজিক সংস্থা ‘গণসমন্বয়’। মূল বক্তা ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। ছিলেন কলকাতা ট্রাম কোম্পানির (সিটিসি) চেয়ারম্যান শান্তিলাল জৈন, আইনজীবী তুলসী মুখোপাধ্যায়, সংগঠনের সম্পাদক রুবি মুখোপাধ্যায় প্রমুখ। ১৯৫৯-এর ১০ মার্চ চিনের বিরুদ্ধে তিব্বতের মানুষের ‘অভ্যুত্থান’-এর নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে ‘গণসমন্বয়’-এর সদস্যদের সঙ্গে তিব্বতি ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। |
বসন্ত উৎসব |
বেহালা ইউনিক পার্ক অঞ্চলে মণিমেলা প্রাঙ্গণে দোল পূর্ণিমা উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হল এক পুনর্মিলন উৎসব। আয়োজনে ছিল ‘ইউনিক পার্ক মণিমেলা’। ৫৫ বছরের এই সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা বসন্ত উৎসবের আয়োজন করেন। |
স্মরণসভা |
সম্প্রতি অনুষ্ঠিত হল বিজয়ানন্দ চট্টোপাধ্যায়ের ৪২তম স্মরণসভা। ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, শঙ্করকুমার সান্যাল, তপন মজুমদার, চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ। স্মারক বক্তৃতায় আলোচনা করেন বিধায়ক ও পুরপিতা ব্রজমোহন মজুমদার। প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায়কে বিজয়ানন্দ স্মারক পুরস্কার ২০১২-য় সম্মানিত করা হয়। জেলার কৃতী ছাত্রছাত্রীদের বিজয়ানন্দ বৃত্তি ও রৌপ্যপদক দেওয়া হয়।
ছিল সঙ্গীতানুষ্ঠানও।
|
|
|
সৌমিত্র মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও দেবশঙ্কর হালদার।
বাংলা
আকাদেমিতে, ‘কবিতা উৎসব’-এ।
আয়োজনে
‘আবৃত্তিলোক’।
সহায়তায় সংস্কৃতি মন্ত্রক,
সাহিত্য
অকাদেমি
ও পূর্বাঞ্চল সাংস্কৃতিক
কেন্দ্র।
ছবি: প্রদীপ আদক |
‘মোহর’-এর উদ্যোগে বিশেষ
চাহিদা-সম্পন্ন
শিশুদের জন্য বার্ষিক
অনুষ্ঠান। সম্প্রতি কসবা
চিত্তরঞ্জন
উচ্চ (বালক) বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। |
|
|
|
‘তবলা: অন্তর্দৃষ্টি’ বইটির প্রকাশ
অনুষ্ঠানে
অনুপকুমার মতিলাল
ও লেখক
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তম মঞ্চে। |
রামকৃষ্ণ সারদা মিশন শিক্ষা মন্দিরের সুবর্ণজয়ন্তী
উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীসারদা
মঠ ও
রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষ প্রব্রাজিকা
ভক্তিপ্রাণা
এবং সাধারণ সম্পাদক
প্রব্রাজিকা অমলপ্রাণা।
ছবি: দেবীপ্রসাদ সিংহ |
|
|