কোচ চাইলে আবার গোল করতে উঠব: গুরপ্রীত
সুপার কাপের পর আইএফএ শিল্ড। তাঁর দু’হাত কয়েক মাসের ব্যবধানে পরপর দুটো ট্রফি এনে দিয়েছে ইস্টবেঙ্গলকে। তা সত্ত্বেও শিল্ড জয়ের নায়ক লাল-হলুদ গোলকিপার গুরপ্রীত সিংহ মনে করেন, নিজের সেরা ম্যাচ এখনও খেলেননি। “আমি এখনও নিজের সেরা ম্যাচ খেলিনি। আরও প্রচুর খেলব জীবনে। চেষ্টা করব আরও ভাল খেলার,” ইস্টবেঙ্গল তাঁবুতে শিল্ড জয়ের উচ্ছ্বাসের মধ্যে শনিবার সকালে বললেন তিনি।
কাজমা-র বিরুদ্ধে এএফসি কাপ ম্যাচ খেলতে রবিবার কুয়েত যাচ্ছে ইস্টবেঙ্গল। তার আগের দিন অনুশীলনে শিল্ড জয়ের উৎসবে ভাসল ক্লাব তাঁবু। আবির, মিষ্টি বিতরণ হল। প্রেসিডেন্ট, সচিবদের উপস্থিতিতে কোচ মর্গ্যান ও অধিনায়ক সঞ্জু প্রধান ইস্টবেঙ্গল পতাকা তুললেন। ক্লাবের পক্ষ থেকে আট লাখ টাকা পুরস্কার দেওয়া হল শিল্ড জয়ীদের। কে ক’টা ম্যাচ খেলেছেন সেই হিসাব করে কোচ সেই টাকা তুলে দিলেন টোলগে, রবিনদের হাতে। ওপারা আসেননি। পেন এলেন অনেক পরে। কিন্তু সব উৎসব আবর্তিত হচ্ছিল মোহালির ছেলে গুরপ্রীতকে ঘিরে।
শিল্ড জয়ের পরের দিন নায়ক। ক্লাব তাঁবুতে। ছবি: শঙ্কর নাগ দাস
পুলিশ অফিসারের ছেলে, দেশের সবথেকে লম্বা গোলকিপারকে ঘিরে সদস্য-সমর্থকদের হইচইয়ের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। বললেন, “কোচ চাইলে আমি নিজের গোল ছেড়ে আবার গোল করতে যাব।” আই লিগে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে ও ভাবেই গোল করতে উঠে গোল খেয়ে ইস্টবেঙ্গলকে ডুবিয়েছিলেন গুরপ্রীত। বিস্তর সমালোচনা হয়েছিল। গুরপ্রীত সে সব সমালোচনাকে পাত্তা দিতে নারাজ। “এ রকম ইপিএলে আকছার হয়। ওই ম্যাচের কথা যেমন ভুলে গিয়েছি, আবার কাল শিল্ড জয়ের ম্যাচটাও আজ ভুলে যেতে চাইছি। এক দিন পরেই তো এএফসি কাপ। তবে আমিও চেয়েছিলাম শিল্ড ফাইনাল টাইব্রেকার পর্যন্ত যেন না গড়ায়। টাইব্রেকারে তো যে কোনও দলই জিততে পারে” বললেন সুব্রত পালকে ‘আইডল’ করে বেড়ে ওঠা গুরপ্রীত।
মঙ্গলবার কাজমার বিরুদ্ধে গুরপ্রীতকেই গোলে রাখবেন ঠিক করেছেন মর্গ্যান। কুয়েতগামী টিমে শিল্ড জয়ী দলের থেকে শুধু বাদ পড়েছেন সুশান্ত ম্যাথু। দলে ঢুকেছেন নির্মল ছেত্রী, রাজু গায়কোয়াড় এবং এডমিলসন। মর্গ্যান বললেন, “ওদের খেলার সিডি জোগাড়ের চেষ্টা চালাচ্ছি।”
অন্য দিকে মোহনবাগান অনুশীলনের মধ্যেই রয়েছে শুধু। ব্যারেটোদের অবশ্য কলকাতা লিগ খেলার সুযোগ করে দিল আইএফএ। বহু দিন পর বুধবার টেকনো এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ খেলবে সুব্রত-প্রশান্তর দল। সুনীল ছেত্রীরা এ দিন ফিরলেন প্র্যাক্টিসে। সুব্রত বললেন, “আমাদের এখনও কলকাতা লিগ জয়ের সুযোগ আছে। ফলে এরিয়ান ম্যাচ গুরুত্বপূর্ণ। সেরা এগারোকেই খেলাব।” এ দিকে, আইএফএ সূত্রের খবর, টালিগঞ্জ ওয়াকওভার দিতে পারে ইস্টবেঙ্গল ম্যাচ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.