টুকরো খবর
সংবর্ধনায় মনোহরের সঙ্গে সম্মান সচিনকেও
শতবর্ষের কেক কাটছেন মনোহর আইচ। শনিবার। ছবি: শঙ্কর নাগ দাস
বিশ্বশ্রী মনোহর আইচ পা দিয়েছেন একশো বছরে। সচিন তেন্ডুলকর করে ফেলেছেন একশোতম সেঞ্চুরি। রাজ্যের ক্রীড়া দফতর তাই শতবর্ষে পৌঁছনো ক্রীড়াবিদের সংবর্ধনা দিতে গিয়ে সচিনকেও সম্মান জানাল। যুবভারতীতে মনোহর আইচের জন্য যে কেক ক্রীড়া দফতর তৈরি করেছে তার অর্ধেকে রয়েছে ক্রিকেট পিচ এবং সচিনের একশো সেঞ্চুরির কথা লেখা। বাকি অর্ধে লেখা ছিল মনোহর আইচের একশো বছরের কথা। এ ছাড়া মনোহর আইচকে দেওয়া হল এক লক্ষ টাকা, উত্তরীয় ও স্মারক। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “এ বার থেকে মনোহর আইচের চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য সরকার।” অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সর্দার খান। তাঁর ছেলের চিকিৎসার জন্য সর্দারের হাতে ক্রীড়া দফতর ৫০ হাজার টাকা তুলে দেয়। শৈলেন মান্না স্মরণে: হাওড়া পুরসভা ও হাওড়া ভেটারেন্স ক্লাবের উদ্যোগে শৈলেন মান্না স্মরণসভায় হাওড়ার মেয়র মমতা জয়সওয়াল প্রতিশ্রুতি দেন, পুরসভার পক্ষ থেকে হাওড়ার একটি রাস্তার নামকরণ হবে মান্নার স্মরণে। তাঁর মূর্তিও বসবে।

শহরে আজ সাইক্লোথন
সাইক্লোথনে যোগ দেওয়ার জন্য নাম দিচ্ছে খুদেরাও। -নিজস্ব চিত্র
শহরে চলে এল সাইক্লোথন। সাইকেলের কোনও ভেলোড্রোম নেই কলকাতা বা তার আশেপাশে। তবু সাইক্লোথনের উন্মাদনায় ভাসছে শহর। রবিবার যুবভারতীতে পাঁচ হাজারেরও বেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। আট থেকে নানা বয়সের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। রেসের ফ্ল্যাগ-অফ সকাল সাড়ে ছ’টায়। সাইক্লোথনে পাঁচটি ইভেন্ট এলিট, অপেশাদার, কর্পোরেট, গ্রিন রাইড এবং জুনিয়র। দেশের এলিট প্যানেলের সাইক্লিস্টরা পার হবেন ৫৫ কিলোমিটার। অপেশাদার ও কর্পোরেট ১৮ কিমি, গ্রিন ৯ কিমি এবং জুনিয়র ৪.৫ কিমি। চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা।

হারল পূর্বাঞ্চল
কেদার যাদবের ঝোড়ো সেঞ্চুরি (৬৯ বলে ১১৪) এবং ইকবাল আবদুল্লার ছ’উইকেটের জোড়া ধাক্কায় দেওধর ট্রফি সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের কাছে ১০৮ রানে হারল পূর্বাঞ্চল। টস জিতে শনিবার ফিল্ডিং নেন পূর্বাঞ্চল অধিনায়ক ঋদ্ধিমান সাহা। পশ্চিমাঞ্চলের টপ-অর্ডারের সবাই বড় রান করায় ৫০ ওভারে ৩৪২-৭ ওঠে। বড় রান করেন চেতেশ্বর পূজারা (৭০), অধিনায়ক পার্থিব পটেল (৬৯)। বাংলার পেসার সামি আহমেদ চার উইকেট নিলেও লাভ হয়নি। রান তাড়া করতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে থাকে পূর্বাঞ্চল। ৪০ ওভারে ২৩৪ রানে অল আউট হয় তারা। সৌরভ তিওয়ারি সেঞ্চুরি (১১২ ন.আ.) করেও দলকে বাঁচাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বাঁ-হাতি স্পিনার আবদুল্লা ৭ ওভারে ৩২ রান দিয়ে ছ’টা উইকেট নেন।

মেলবোর্নে নেই কার্তিকেয়ন
ফর্মুলা ওয়ানে নতুন মরসুম খারাপ খবর দিয়ে শুরু হচ্ছে নারায়ণ কার্তিকেয়নের। নিয়মের জালে বছরের প্রথম রেস, রবিবারের অস্ট্রেলীয় গ্রাঁপ্রি-তে নামার যোগ্যতা পেলেন না ভারতীয় তারকা এবং তাঁর হিসপানিয়া রেসিং সতীর্থ পেদ্রো দে লা রোসা। পোল পজিশন পাওয়া গাড়ির ল্যাপ টাইমের ১০৭ শতাংশের মধ্যে ল্যাপ টাইম না করতে পারলে কোনও গাড়িকে রেসে নামতে দেওয়া হবে না। এ দিন ১ মিনিট ২৪.৯২২ সেকেন্ড সময় করে পোল পান ম্যাকলারেন তারকা লুইস হ্যামিন্টন। কার্তিকেয়নের সেরা ল্যাপ টাইম হয় ১ মিনিট ৩৩.৬৪৩ সেকেন্ড। হতাশ কার্তিকেয়ন বলেন, “কয়েকটা যান্ত্রিক সমস্যা ভোগাচ্ছে।” অন্য দিকে, সহারা ফোর্স ইন্ডিয়া-র নতুন চালক নিকো হুলকেনবার্গ কাল রেস শুরু করবেন নবম স্থান থেকে।

তিনে নামল ভারত
আইসিসি-র একদিনের ক্রমপর্যায়ে এক ধাপ নেমে গেল ভারত। পয়লা এপ্রিল যে তালিকা প্রকাশিত হবে, তাতে দুই থেকে তিনে নেমে যাচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ধোনিরা। গত কাল এশিয়া কাপে বাংলাদেশের কাছে ভারত হারাতে এই পতন। দক্ষিণ আফ্রিকা দুইয়ে উঠে এল। এক নম্বরে থাকল অস্ট্রেলিয়া। শনিবার ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে ১২৭ পয়েন্ট নিয়ে ক্রমপর্যায়ে সবার উপরে ক্লার্করা। আইসিসি-র বর্ষসেরা ঠিক হবে পয়লা এপ্রিলের ক্রমপর্যায়ের ভিত্তিতেই।

শ্রীবৎসের সেঞ্চুরি
সিএবি লিগ দ্বিতীয় রাউন্ডের প্লে-অফে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন কালীঘাটের শ্রীবৎস গোস্বামী (১০৬)। বড় রান করেন রোহন বন্দ্যোপাধ্যায় (৯০), অলকেন্দু লাহিড়ি (৭৫)। কালীঘাট ৩৯০-৯।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.