কাবুল বেজিং ওয়াশিংটন ও খার্তুম তেহরান ক্যানবেরা |
• আফগানিস্তানে ‘শান্তি’ ফেরানোর নীল নকশা বুঝি বানচাল হল! মার্কিন নেতৃত্বে নেটো বাহিনী আফগান সরকারের হাতে ভার তুলে দিয়ে সরে যাবে, এটাই পরিকল্পনা। প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে তালিবানদের আলোচনার আয়োজনও হয়েছে। কিন্তু এরই মধ্যে মার্কিন সেনা সার্জেন্ট রবার্ট বেলস্ (বাঁ দিকে, এ এফ পি) দুটি গ্রামে গুলি চালিয়ে ষোলো জন আফগানকে হত্যা করায় দেশে তীব্র প্রতিক্রিয়া। কারজাই-এর দাবি, নেটো অবিলম্বে গ্রামাঞ্চল থেকে সরে যাক। তালিবানরাও আলোচনা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। বলা চলে দ্ব্যহস্পর্শ!
|
• ওয়াশিংটনে সুদান এমব্যাসির সামনে পিকেটিং-এ বসে গ্রেফতার হলেন কয়েক জন্য নামী সিভিল রাইটস কর্মী, যাঁদের মধ্যে আছেন চিত্রতারকা জর্জ ক্লুনি। আছেন মার্টিন লুথার কিং ৩-ও। সুদান সরকার যে ভাবে খাদ্য সরবরাহ বন্ধ করে দেশের বিদ্রোহী পক্ষকে অনাহারে বাধ্য করছে, সেই অমানবিক রাষ্ট্রীয় দমনের বিরুদ্ধে প্রতিবাদ। বেশ কিছু প্রতিবাদকারী সুদান ঘুরে এসেছেন ইতিমধ্যে।
• ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদকে পার্লামেন্ট-এর সামনে দাঁড়িয়ে প্রশ্ন মোকাবিলা করতে হল। অধিকাংশ প্রশ্নেরই সারমর্ম: তিনি কোনও ভাবে সর্বোচ্চ নেতা খামেনেই-এর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চাইছেন কি? যথাসাধ্য অস্বীকার করলেন প্রেসিডেন্ট।
• অস্ট্রেলিয়ার সেনেট নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন উইকিলিকস্-এর নায়ক জুলিয়ান অ্যাসাঞ্জ।
|
• চিনের ন্যাশনাল পিপল্স কংগ্রেস-এর বার্ষিক অধিবেশনের সমাপ্তি ভাষণে বোমা ফাটালেন বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। বললেন, দেশে এই মুহূর্তে রাজনৈতিক সংস্কারের কাজ আরম্ভ না হলে মাও-এর সাংস্কৃতিক বিপ্লবের মতো আর একটি বিপর্যয় অপেক্ষা করে আছে। ‘চিনের সমাজ ও অর্থনীতির অনেক রকম জমে থাকা সমস্যার’ জন্য মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। |
|
গত কয়েক মাসে তিব্বতে অন্তত পঁচিশ জন তরুণ বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণী চিনের দখলদারির প্রতিবাদে আত্মহত্যা করেছেন। এ যাবৎ চিনা কমিউনিস্ট পার্টির নেতারা এই আত্মঘাতীদের ‘উন্মাদ’, ‘অপরাধী’, ‘নারীলোলুপ’ ইত্যাদি নানান বাছা-বাছা বিশেষণে ভূষিত করে এসেছেন। গত বুধবার প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মুখে সহসা অন্য সুর। তিনি বলেছেন, ‘ওরা অবোধ, ওদের আচরণে আমরা গভীর ব্যথায় ব্যথিত।’ হঠাৎ হল কী? সেটা বোঝা গেল তাঁর পরের উক্তি শুনে। এই নিষ্পাপ তরুণতরুণীদের কুমন্ত্রণা দিচ্ছেন দলাই লামা এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা, ধর্মশালায় বসে তাঁরাই বেচারিদের বেজিংয়ের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন, এই সব আত্মহনন তারই পরিণতি। ষড়যন্ত্রের তত্ত্ব কেবল এ দেশের কমিউনিস্ট পার্টির একচেটিয়া নয়! |
যে অনুষ্ঠানে সলমন রুশদি যোগ দিচ্ছেন, আমার সেখানে থাকার কোনও প্রশ্নই ওঠে না সাফ জানিয়ে দিয়েছেন ইমরান খান। দিল্লিতে একটি সভায় আসার কথা ছিল পাকিস্তানের ভূতপূর্ব ক্রিকেট অধিনায়ক এবং পাকিস্তান তহরিক-ই-ইনসাফ পার্টির নেতার। সেই সভাতেই অন্যতম বক্তা হিসেবে সলমন রুশদির নাম আছে। তিনি নিজে আসবেন, না জয়পুর সাহিত্য উৎসবের মতো ভিডিয়ো-ভাষণ দেবেন, সেটা অবশ্য পরিষ্কার নয়। কিন্তু সশরীর, বা অশরীর, কোনও রূপেই রুশদির ‘সতীর্থ’ হতে নারাজ ইমরান, কারণ ‘সেটানিক ভাসের্স’-এর লেখক ‘বিশ্বব্যাপী মুসলমানদের অপরিমেয় ক্ষতি’ করেছেন।
|
উইকিলিকস-এর পর আবারও দেখা গেল, ই-মেল বড় সাংঘাতিক বস্তু। ই-মেল ফাঁস হয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আপাতত মহা সমস্যায়। দেখা যাচ্ছে এক বছরের লাগাতার সংঘর্ষ ও রাষ্ট্রীয় দমনের পর গোটা দেশ যখন ধুঁকছে, সেই সময় প্যারিস বা লন্ডন থেকে শ্যান্ডেলিয়র (বিলাসবহুল ঝাড়বাতি) কিংবা মহার্ঘ গহনার ফরমায়েস করছেন আসাদ ও তাঁর বিলিতি স্ত্রী। তাঁর রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কেও গুরুতর সব গোপন তথ্য মিলছে। যেমন, ইরানের কাছ থেকে যে ক্রমাগত তিনি বিদ্রোহীদমনের পথ সম্বন্ধে পরামর্শ নিচ্ছেন, এ তথ্যও ইমেলেই ফাঁস হল। প্রতিবাদ চলছেই।
|
৩২ খণ্ডের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান পাওয়া বইগুলোর তালিকায় এক চিরস্থায়ী সদস্য। টানা ২৪৪ বছর ধরে প্রকাশিত হয়েছে বইগুলি। আর নয়। প্রকাশনা সংস্থাটি সিদ্ধান্ত করল, এই বই আর ছাপা হবে না। মানুষের জানার ইচ্ছে ফুরিয়ে যায়নি। কিন্তু আজকের ইন্টারনেট বিস্ফোরণের যুগে aardvarks থেকে zygotes পর্যন্ত সব কিছুই মাউসের এক ক্লিকে জেনে নেওয়া সম্ভব। তার জন্য আর বইয়ের পাতা উল্টোতে রাজি নন কেউ। ফলে, বিদায় ঐতিহ্য। স্বাগত প্রযুক্তির অভ্যুত্থান।
|
এয়ার ফোর্স ওয়ান-এ চড়লেন ডেভিড ক্যামেরন। মার্কিন প্রেসিডেন্টের এই ব্যক্তিগত বিমানে চড়তে পারা নাকি বিরাট কূটনৈতিক সম্মান। ওবামার শাসনকালে এই প্রথম কোনও ভিন্ দেশের রাষ্ট্রপ্রধান এই ‘সম্মান’ পেলেন। এয়ার ফোর্স ওয়ানে ওবামার পাশে বসে আলোচনা করবেন বলেই হয়তো ক্যামেরন প্রাণপণে বাস্কেটবল-এর নিয়মকানুন শিখেছেন। ওবামা ক্যামেরনের থেকে শিখবেন ক্রিকেট, কারণ ওই খেলাটা কিছুতেই তাঁর মাথায় ঢোকে না। খুবই ভাল খবর। দুনিয়া জুড়ে ‘যুদ্ধ-যুদ্ধ’ খেলার বদলে তাঁরা ক্রিকেট-বাস্কেটবল নিয়ে একটু ব্যস্ত থাকলেই মঙ্গল। |