বাজেটে সোনার বার বা বিস্কুট আমদানিতে শুল্ক বাড়িয়ে ৪ শতাংশ করার পাশাপাশি ব্র্যান্ডেড নয় এমন গয়না-সোনার উপরে ১ শতাংশ অন্তঃশুল্ক চাপানো হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সঙ্গে যোগ করা হয়েছে কিছু শর্তও। এর প্রতিবাদে কলকাতার বৌবাজার-সহ বিভিন্ন এলাকার গয়নার দোকান বন্ধ থাকল শনিবার। বন্ধ থাকে সোনার কারিগরদের প্রশিক্ষণশালাও। আগামী কাল, সোমবার পর্যন্ত শহরের সোনার দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সম্পাদক বাবলু দে। |
বন্ধ সোনার দোকান। বৌবাজার এলাকায়। ছবি: শুভাশিস ভট্টাচার্য |
তিনি বলেন, “দেশে সোনার খুচরো ব্যবসা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার এই বাজেট তৈরি করেছে। এতে রাজ্যেরও ক্ষতি হবে। এর ফলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সোনার বাজারে প্রভাব পড়বে।” বাজেটে গয়না বেচাকেনার ক্ষেত্রে নতুন যে সব শর্ত দেওয়া হয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়েছে কমিটি। যেমন একটি শর্ত হল, ক্রেতাকে গয়না কেনার আগে প্যান কার্ড দেখাতে হবে। কমিটির বক্তব্য, বৌবাজারে ক্রেতারা বেশির ভাগই আসেন গ্রামাঞ্চল থেকে। তাঁদের বেশির ভাগের সঙ্গে কোনও পরিচয়পত্র থাকে না। পরিচয়পত্র দেখিয়ে সোনা কেনার নিয়ম চালু হলে এই ব্যবসায় কালোবাজারি বাড়বে বলেও কমিটির আশঙ্কা। বাবলুবাবু বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবি পৌঁছে দেব।” দোকান বন্ধ থাকার কারণে স্বর্ণশিল্পীদের অবশ্য মাথায় হাত পড়েছে। তিন দিনের মজুরি পাবেন না তাঁরা। এ বিষয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সংগঠনের পক্ষ থেকে প্রবীর রায় বলেন, “আমরা এই ধর্মঘটকে সমর্থন করি না। শুধু বৌবাজারেরই ৩০ হাজার স্বর্ণশিল্পী ক্ষতিগ্রস্ত হবেন এতে।” |