ভোডাফোন-হাচিসনের মতো ব্যবসায়িক লেনদেনকে করের আওতায় আনতে আয়কর আইনে বিশেষ সংশোধনী প্রস্তাবের কথা শুক্রবারই বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কিন্তু তার জেরে ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নি কোনও ভাবেই ধাক্কা খাবে না বলে অর্থ মন্ত্রকের দাবি।
শনিবার এ প্রসঙ্গে মন্ত্রকের এক কর্তা বলেন, “বিদেশি লগ্নি আসা বা না-আসার বিষয়টি প্রথামিক ভাবে করের উপর নির্ভর করে না। বরং দেশের বাজারের বিপুল চাহিদা, তুলনায় কম খরচে ব্যবসা চালানোর সুযোগ বা সুলভে দক্ষ শ্রমিকের জোগানের উপর তা অনেক বেশি নির্ভরশীল।” শিল্পমহলের একাংশ মনে করেন, ওই কর নিয়ে সুপ্রিম কোর্ট ভোডাফোনের পক্ষে রায় দেওয়ার পরেও কেন্দ্র এ ভাবে আইন সংশোধন করলে, তাতে আদৌ ভাল বার্তা যাবে না বিদেশি লগ্নিকারীদের কাছে। কিন্তু সেই সম্ভাবনাও এ দিন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মন্ত্রকের ওই কর্তা।
প্রসঙ্গত, ২০০৭-এ হংকং ভিত্তিক মোবাইল পরিষেবা সংস্থা হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার প্রায় ১,১০০ কোটি ডলারের বিনিময়ে হাতে নেয় ব্রিটিশ বহুজাতিক ভোডাফোন। কিন্তু এ জন্য কেন্দ্রের কাছে কর জমা দেয়নি তারা। তাদের দাবি ছিল, এই অধিগ্রহণ দু’টি বিদেশি সংস্থার মধ্যে চুক্তি। এবং তা সইও হয়েছে বিদেশের মাটিতে। ফলে, এ জন্য কোনও কর দাবি করতে পারে না ভারত সরকার। উল্টো দিকে কেন্দ্রের দাবি ছিল, ব্যবসার একটা বড় অংশ ভারতে হওয়ার দরুন ১২ হাজার কোটি টাকা কর (জরিমানা-সহ) তাদের প্রাপ্য।সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলার রায় ভোডাফোনের পক্ষে যাওয়ার পরই এ বারের বাজেটে আইন সংশোধনের পথে হেঁটেছে কেন্দ্র। সেখানে প্রস্তাব হল, ভারতে ব্যবসার যোগসূত্র থাকলে, ভারতীয়, অনাবাসী বা বিদেশি সবাই উৎসে কর কাটিয়ে তা কেন্দ্রের ভাঁড়ারে জমা করতে বাধ্য হবেন। এমনকী লেনদেন বিদেশের মাটিতে হলেও এই করের আওতায় আসবেন তিনি। |