টুকরো খবর
খুনের মামলায় দুই পুলিশকর্মী বেকসুর খালাস
মুক্তির পরে আদালতে। নিজস্ব চিত্র।
খুনের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশকর্মীকে বেকসুর খালাসের রায় দিল আদালত। শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক চতুর্থ আদালতের বিচারক রাজীব সাহা এই রায় দেন। ১৯৯৭ সালের এপ্রিলে কল্যাণী থানার তৎকালীন এসআই শঙ্কর চট্টোপাধ্যায় ও এএসআই অজয় রায়-সহ কয়েক জন পুলিশকর্মী কল্যাণীর বারো হাত কলোনির বাসিন্দা খগেন মাঝিকে (৩৫) খুন করে বলে মহকুমা আদালতে অভিযোগ করেন খগেনবাবুর মা দময়ন্তী মাঝি। জেলা পুলিশের ডিইবি বিভাগ থেকেও দু’জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন (৩০৪) অবহেলায় মৃত্যুর (৩০৪-এ) অভিযোগ দায়ের করা হয় বলে জানান খগেনবাবুর আইনজীবী শুভাশিস রায়। ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি কল্যাণী মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট প্রথম আদালতের বিচারক তাঁদের দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে ওই দুই পুলিশকর্মী হাইকোর্টে আবেদন করেন। বিষয়টি বিচারপতি পুনরায় বিবেচনার জন্য কৃষ্ণনগর জেলা আদালতকে নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ে মুক্তি পেলেন ওই দুই পুলিশকর্মী। খগেন মাঝির আইনজীবী শুভাশিস রায় বলেন, “এই রায় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। সমস্ত সাক্ষ্য-প্রমাণ বলছে ওই দুই পুলিশকর্মীই খগেনবাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল।” সরকার পক্ষের আইনজীবী কিশোর মুখোপাধ্যায়ও বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।” অভিযুক্ত শঙ্কর চট্টোপাধ্যায় ও অজয় রায় অবশ্য কোনও কথা বলতে চাননি।

কান্দিতে খুন মিষ্টি ব্যবসায়ী
দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে খুন হয়েছেন এক মিষ্টি ব্যবসায়ী। মৃতের নাম নিত্যহরি দত্ত (৫৫)। শুক্রবার সকালে বড়ঞার কুলির চৌকিগ্রামের মাঠে গলায় সাইকেলের টিউব জড়ানো অবস্থায় তাঁর দেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর দেহে আঘাতের চিহ্নও রয়েছে। কুলি চৌরাস্তায় নিত্যহরিবাবুর একটি মিষ্টির দোকান রয়েছে। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে একটি ফাঁকা মাঠে তাঁকে খুন করা হয় বলে পুলিশের অনুমান। তাঁর গলায় সাইকেলের টিউব জড়িয়ে এবং মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। তাঁর দেহটি রাস্তার পাশেই ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। নিত্যহরিবাবুর ছেলে সঞ্জু দত্ত বলেন, “কাজ বেশি থাকলে বাবা মাঝেমধ্যে দোকানেই থেকে যেত। ফলে বুধবার রাতে বাড়ি না ফেরায় আমরা খোঁজখবর করিনি।” পুলিশ জানিয়েছে, এলাকার সকলেই জানত মাঝেমধ্যেই ওই ব্যক্তি অনেক রাতে একা বাড়ি ফিরতেন। পুলিশের অনুমান, ওই দিন রাতে নিত্যহরিবাবুর টাকা-পয়সা লুঠ করে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কেন ওঁকে খুন করা হল তা পরিষ্কার নয়। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

লরি উল্টে মৃত্যু
বালিবোঝাই একটি লরি উল্টে মৃত্যু হয়েছে দু’জন শ্রমিকের। আহত হয়েছেন চার জন। মৃতদের নাম মাসুম শেখ (৩৬) ও মজিবর সেখ (৩৭)। বাড়ি তেহট্টের রাধানগরে। শুক্রবার ঘটনাটি ঘটে তেহট্টের গোপীনাথপুরে। আহতদের পলাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আলোচনা চক্র
বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাহায্যে চাকদহের শিমুরালি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের দু’দিনের আলোচনাচক্র শেষ হল বুধবার। বিষয় ছিল ‘একবিংশ শতাব্দীর শিক্ষা’। উদ্বোধন করেন চাকদহের বিধায়ক নরেশচন্দ্র চাকী। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি কনক মৈত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.