ইংরেজির প্রশ্নে ভুল-অসঙ্গতি নিয়ে বিভ্রান্তি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সদ্য-সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় একাধিক দিনে প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্রকে কেন্দ্র করে বিভ্রান্তির সৃষ্টি হয়। শুক্রবার, উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে ছিল ইংরেজি পরীক্ষা। ১ নম্বরের একটি প্রশ্নে ‘কাস্ট প্রেজুডিস’ শব্দবন্ধে ‘কাস্ট’ শব্দটির জায়গায় ‘ক্লাস’ ছাপা হয়েছে। প্রশ্নটি যে-গদ্য রচনা থেকে এসেছে, সেখানে ‘কাস্ট’ শব্দটিই রয়েছে।
এমন ভুল হল কেন?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় বলেন, “অর্থের দিক থেকে তো
ওই দু’টি শব্দের মধ্যে তেমন ফারাক নেই। তা ছাড়া ওই প্রশ্নে তিনটি উত্তর দিয়ে ঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছিল। কারও যদি ‘কাস্ট প্রেজুডিস’ পড়া থাকে, সে ঠিক উত্তরটি বেছে নিতে পারবে।” অন্য প্রশ্নে একটি দুর্ঘটনার উপরে ‘রিপোর্ট’ লিখতে বলা হয়েছে। কিন্তু সেটি সংবাদপত্রের জন্য রিপোর্ট, নাকি স্কুলের পত্রিকার জন্য রিপোর্ট, সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ ছিল না। এতে তাঁরা বিভ্রান্ত হয়েছেন বলে ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ। মুক্তিনাথবাবু অবশ্য জানিয়েছেন, ঠিক ইংরেজিতে যে-কোনও ধরনের রিপোর্ট লিখলেই নম্বর পাওয়া যাবে।
উত্তরপত্র ফেরত দেওয়ায় সম্মান: অটোরিকশায় মাধ্যমিকের উত্তরপত্র পেয়ে সেগুলি পুলিশের কাছে জমা দিয়েছিলেন এক আরোহী। তাঁকে সম্মান জানাবে রাজ্য সরকার। রাজ্যের স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন জানান, ওই ব্যক্তিকে যাতে উপযুক্ত সম্মান জানানো হয়, সেই জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। বৃহস্পতিবার ফুলবাগান-গিরিশ পার্ক রুটের একটি অটোরিকশায় মাধ্যমিকের চারটি উত্তরপত্র পান বৌবাজারের বাসিন্দা অসীম কর। খাতাগুলি বিধাননগর পূর্ব থানায় জমা দেন তিনি। |