তৃণমূল সম্পর্কে মোহ ভাঙছে, দাবি |
নজরুলকে সামনে রেখে প্রচারে নামছে সিপিআই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাত্র দশ মাসেই নতুন রাজ্য সরকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ‘বিরূপ’ মনোভাব তৈরি হয়েছে দাবি করে সংগঠন ঢেলে সাজায় উদ্যোগী হচ্ছে সিপিআইয়ের যুব-সংগঠন ‘নিখিল ভারত যুব ফেডারেশন’ (এআইওয়াইএফ)। যুবসমাজকে বেশি করে ‘কাছে টানা’র উপরে জোর দিচ্ছে সংগঠন। উদ্যোগ নেওয়া হচ্ছে সদস্য-সংখ্যা বৃদ্ধির। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সামনে রেখে প্রচারেরও পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৪ মে নজরুল-জয়ন্তী। রাজ্য জুড়ে দিনটি এ বার ‘বিশেষ ভাবে’ উদ্যাপন করবে এআইওয়াইএফ। অনুষ্ঠানে পাঠ করা হবে বিদ্রোহী কবির কবিতা। গাওয়া হবে তাঁর গান। কেন এই ভাবনা? যুব সংগঠনের এক রাজ্য নেতার বক্তব্য, “নজরুল যেমন পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কলম ধরেছেন, তেমনই সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধেও সরব হয়েছেন। বিদ্রোহী কবির জীবনের নানা দিক যুবসমাজের কাছে আরও বেশি করে তুলে ধরতেই জন্মজয়ন্তী পালন করা হবে।”
তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে আজ, শনিবার থেকে এআইওয়াইএফের দু’দিনের রাজ্য সাংগঠনিক কনভেনশন শুরু হচ্ছে মেদিনীপুর শহরে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ‘বাছাই করা’ করা প্রায় ১২৫ জন যুব-কর্মী যোগ দেবেন। উপস্থিত থাকার কথা সাংসদ প্রবোধ পণ্ডা, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা থেকে শুরু করে যুব-সংগঠনের রাজ্য সভাপতি গৌতম রায়, রাজ্য সম্পাদক তাপস সিংহদের। সূত্রের খবর, সংগঠনকে কী ভাবে আরও চাঙ্গা করা যায়, গ্রামে গ্রামে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রচারের কৌশল কী হবে, কী ভাবে সংগঠনের বক্তব্য সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছবে--সেই সব নিয়েই আলোচনা হবে কনভেনশনে। এক সময়ে পশ্চিম মেদিনীপুর ছিল সিপিআইয়ের ‘খাসতালুক’। অবিভক্ত মেদিনীপুরের দাঁতন, নারায়ণগড় থেকে পাঁশকুড়া, তমলুক--সর্বত্রই তাদের সাংগঠনিক ‘শক্তি’ ছিল চোখে পড়ার মতো। এখন অবশ্য তা নেই। তবে সিপিআইয়ের যুব সংগঠনের জেলা নেতৃত্বের দাবি, এখনও যুবসমাজের একটা ভাল অংশের সমর্থনই তাঁদের পাশেই রয়েছে।
গত ক’মাসে নতুন সরকারের আমলে রাজ্য জুড়ে নানা ‘অনভিপ্রেত’ ঘটনা ঘটেছে। সেই সব ঘটনায় সরকার সম্পর্কে সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেই মনে করছেন এআইওয়াইএফের রাজ্য নেতৃত্ব। তাঁদের দাবি, যুবসমাজের একটা অংশও তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। গ্রামে-গ্রামে প্রচার শুরু করে এখন ওই অংশের সমর্থন পাওয়ারই চেষ্টা হবে বলে সাংগঠনিক সূত্রের খবর। মেদিনীপুরে অনুষ্ঠিত যুব-কনভেনশনের দায়িত্বে রয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “যুব-সংগঠন তো আর রাজনৈতিক দল নয়। তারা একটি দলকে সমর্থন করতে পারে। ফলে, এই সংগঠনের কোনও পদক্ষেপকে সিপিআইয়ের পদক্ষেপ বলা ঠিক নয়।” জানা গিয়েছে, দু’দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে কনভেশনে আলোচনা হবে। নেতৃত্ব বক্তব্য রাখবেন। কর্মীরা তাঁদের মতামত জানাবেন। যুব-সংগঠনের জেলা সম্পাদক পূর্ণেন্দু জানা বলেন, “আগামী দিনে চলার পথ কী হবে, কী ভাবে প্রচার চলবে, কনভেনশনে সেই সব নিয়েই আলোচনা হবে।”
সাংগঠনিক সূত্রের খবর, এপ্রিল-মে, এই দু’মাস ধরেই রাজ্য জুড়ে প্রচার চালাবে এআইওয়াইএফ। বুথভিত্তিক কনভেনশন হবে। নতুন সদস্য সংগ্রহের উপরেও জোর দেওয়া হচ্ছে। এরই মধ্যে রাজ্য জুড়ে পালন করা হবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। |