টুকরো খবর
তৃণমূল, সিপিএম ছেড়ে আরএসপি-তে
তৃণমূল এবং সিপিএম ছেড়ে হাজার দুয়েক কর্মী-সমর্থক যোগ দিলেন আরএসপি-তে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চড়াবিদ্যা পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। স্থানীয় সিপিএম নেতা গফ্ফর মোল্লার নেতৃত্বে ৬ জন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির এক সদস্য-সহ কয়েকশো কর্মী-সমর্থক মিছিল করে আরএসপিতে যোগ দেন। গফ্ফর মোল্লা সিপিএমের স্বজনপোষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদেই আমরা আরএসপি-তে যোগ দিয়েছি। অন্যদিকে, ওই পঞ্চায়েতরই তৃণমূল নেতা জলিল শেখের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক এ দিন আরএসপি-তে যোগ দেন। জলিল শেখ বলেন, “সরকারের পরিবর্তনে আমরা ভেবেছিলাম এ বার সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু তা ক্রমশ বেড়েই চলেছে। এ সবের প্রতিবাদেই এই পদক্ষেপ।”এ দিন দু’দলের কর্মী-সমর্থকেরাই আরএসপি-র জেলা সম্পাদক ও প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের কাছে এসে তাঁদের আরএসপিতে যোগ দেওয়া কথা ঘোষণা করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুভাষবাবু।

বৃদ্ধ খুন, হুমকি নিহতের পরিবারকে
প্রকাশ্যে বাজারে বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় দুষ্কৃতীরা শুক্রবারও গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। বৃহস্পতিবার বসিরহাটের দন্ডিরহাট বাজারে ওই ঘটনা ঘটে। কাজের জন্য মিজারুল গাজি ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে শোধ না করায় তাঁর বাবা সাবদার আলি গাজিকে (৫৫) পিটিয়ে মারেন ওই ঠিকাদার তার লোকজন। শুধু তাই নয়, অভিযুক্তেরা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে শুক্রবার থানায় অভিযোগ দায়ের রেছেন সাবদার আলি গাজির পরিবারের সদস্যরা। নিহত সাবদারের নিকটাত্মীয় সাইফুল গাজি বলেন, “ওই ঠিকাদার ও তার লোকজন বড়লোক ও প্রভাবশালী। অভিযোগ না তোলার জন্য আমাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। তাই থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।”

গরু পাচারে বাধা, প্রহৃত জওয়ান
গরু পাচারে বাধা দেওয়ায় বিএসএফের এক জওয়ানকে বাঁশ দিয়ে পেটালেন পাচারকারীরা। খবর পেয়ে এন্য জওয়ানেরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পাচারকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। জখম ওই জওয়ানকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল-বিশ্বাসপাড়া সীমান্ত এলাকায়। এই ঘটনায় বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেক গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ দিন রাতভর তল্লাশি চালিয়ে রিপণ মণ্ডল নামে এক গরু পাচারকরীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের যশোহর জেলার বেনাপোলের জিগিরপাড়ায়। পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জখম জওয়ানের নাম অজিত সিংহ। তিনি বিএসএফর ৩৬ নম্বর ব্যাটালিয়নের আংরাইল ক্যাম্পের হেড কনস্টেবল। ধৃত রিপণ অজিতকে মারধরের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এবং বিএসএফ ৪০টি গরুও উদ্ধার করেছে।

টুকলি সরবরাহ, ধৃত সাত
বাইরে থেকে জানালা দিয়ে টুকলি গলিয়ে দেওয়ার চেষ্টা করছিল কয়েক জন যুবক। কর্তব্যরত দু’জন পুলিশকর্মী লাঠি উঁচিয়ে ওই যুবকদের দিকে তেড়ে যেতেই তাঁদের দিকে এগিয়ে গেলেন জনা কয়েক মহিলা। সেই সঙ্গে ভেসে এল তির্যক মন্তব্য, ‘আপনারাও তো টুকে পাশ করেছেন। এখন যে বড় বাধা দিচ্ছেন’। পরে পরিস্থিত সামাল দিতে বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায়। কোনওরকম গোলমাল যাতে না বাধে সে জন্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তিনি ছিলেন। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন এমন ঘটনাই ঘটল উত্তর ২৪ পরগনার বনগাঁ হাইস্কুলের পাশে। এ দিন বনগাঁয় বিভিন্ন স্কুলে টুকলি সরবরাহের অভিযোগে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল খড়দহের বাসিন্দা এক মহিলার। শুক্রবার, মেচেদার কাছে রামচন্দ্রপুরে। মৃতার নাম অনুরাধা পাত্র (৪২)। পুলিশ জানায়, স্বামী অসিত পাত্রের সঙ্গে মোটরসাইকেলে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মেচেদা-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। গুরুতর জখম অসিতবাবু হাসপাতালে চিকিৎসাধীন।

রাস্তা সারানোর দাবি
মুম্বই রোড থেকে বাগনান শহরে ঢোকার অন্যতম রাস্তা এটি। পরিচিত ‘ওয়ানওয়ে রোড’ হিসাবে। কিন্তু মাত্র ৫০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এখান দিয়ে চলাচল করে বিভিন্ন রুটের বাস, অটো রিকশা, ট্রেকার, রিকশা, মোটরবাইক প্রভৃতি। প্রতি মহূর্তে রয়েছে দুর্ঘটনার ভয়। পূর্ত (সড়ক) দফতরের অবশ্য দাবি, রাস্তাটি মেরামতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ধৃতেরা পুলিশি হেফাজতে
পাণ্ডুয়ার সিমলাগড়ে ব্যাঙ্ক ডাকাতির অভিযোগে ধৃত ৪ দুষ্কৃতীকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা থেকে তাদের ধরা হয়। শুক্রবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ওই রায় দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.