টুকরো খবর |
সিপিএম নেতা খুনে গ্রেফতার তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশিয়াড়িতে সিপিএম নেতা খুনের ঘটনায় অবশেষে শুক্রবার এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রফুল্ল পাত্র। বাড়ি বাঘাস্তি পঞ্চায়েতের দীপা গ্রামে। একশো দিনের প্রকল্পে কাজ পাওয়া নিয়ে ওই গ্রামে সিপিএম-তৃণমূল বিরোধ চলছিল। সেই বিরোধের পরিবেশেই রবিবার সকালে খুন হন সিপিএমের শাখা সম্পাদক বিমল সেনাপতি। ওই দিন সকালে সিপিএমের এই নেতা চাষের কাজে মাঠে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই তাঁর উপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী-সমর্থক। বেধড়ক পেটানো হয় বিমলবাবুকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলা যাওয়া হয় গ্রামেরই একটি পুকুরের ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করে কেশিয়াড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নেতা খুনের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার কেশিয়াড়ি বন্ধেরও ডাকও দিয়েছিল সিপিএম। ঘটনার রাতেই বিমলবাবুর ভাই নির্মল সেনাপতি পুলিশের কাছে ২৫ জন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকের নামে অভিযোগ দায়ের করেন। শেষমেশ শুক্রবার প্রফুল্ল পাত্র নামে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কেশিয়াড়ি ব্লক তৃণমূল সভাপতি জগদীশ দাসের অবশ্য দাবি, “প্রফুল্লকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”
|
বাসের ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মেচেদার কাছে রামচন্দ্রপুরে এই দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মেচেদা-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। মৃত অনুরাধা পাত্র (৪২) উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। স্বামী অসিত পাত্রের সঙ্গে মোটর সাইকেলে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। গুরুতর জখম অসিতবাবু হাসপাতালে চিকিৎসাধীন। সিইএসসি-র সিভিল ইঞ্জিনিয়ার অসিতবাবু স্ত্রীকে নিয়ে নন্দকুমারে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। এ দিন সেখান থেকে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে কোলাঘাটের দেউলিয়ায় অন্য এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যা ৬টা নাগাদ মেচেদার কাছে রামচন্দ্রপুরে নন্দীগ্রামগামী একটি বাস মোটর সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুরাধাদেবীর। জখম অসিতবাবুকে উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। এ দিকে, ক্ষিপ্ত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। দমকল এসে আগুন নেভায়।
|
জখম পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন তিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার পটাশপুরের চন্দনপুরের কাছে ললাট-জনকা রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। প্রতাপদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পরে অবশ্য পরীক্ষা দিয়েছেন ওই তিন জন। এগরা-ইটাবেড়িয়া রুটের একটি ট্রেকারে চেপে খাড় হাইস্কুলের ওই তিন ছাত্র টিকরাপাড়া অম্বিকাময়ী হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। চন্দনপুরের কাছে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়।
|
বন্দরে টেবিল টেনিস
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দেশের সাতটি প্রধান বন্দরের প্রতিনিধিদের নিয়ে টেবিল টেনিস টুর্নামেন্ট হল হলদিয়া টাউনশিপের ডক কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে। বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শুক্রবার থেকে শুরু এই টুর্নামেন্টে ৪২ জন যোগ দেন। উদ্বোধন করেন কলকাতা বন্দরের চেয়ারম্যান মদনলাল মিনা। সোমবার পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
|
নিরাপত্তা সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
৪১তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করল হলদিয়া টাউনশিপের সেন্ট জেভিয়ার্স স্কুল। বৃহস্পতিবার টাটা পাওয়ারের সহযোগিতায় স্কুলে আলোচনাসভার পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতাও হয়। নিরাপদে রাস্তা পারাপার নিয়ে আলোচনা হয় সভায়। |
|