|
|
|
|
সংরক্ষণ তালিকা প্রকাশ |
পুরভোটের দামামা পাঁশকুড়া, হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোটের দামামা বেজে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায়। আসন্ন নির্বাচনে এই দুই পুরসভার মহিলা ও তফসিলি সংরক্ষিত আসনের খসড়া তালিকা শুক্রবার প্রকাশ করল পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন দফতর। হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে। আর পাঁশকুড়া পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ৬টি মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে।
আগামী মে মাস নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এই দুই পুরসভায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শুরু হয়ে গিয়েছে পুরভোটের প্রাথমিক প্রক্রিয়া। ইতিমধ্যে জেলা প্রশাসন সবর্দল বৈঠক করে জানিয়ে দিয়েছে, গত ৫ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ীই ভোটগ্রহণ হবে। প্রস্তুতি হিসাবে জেলা নির্বাচন দফতর হলদিয়া ও পাঁশকুড়ার মহিলা ও তফসিলি সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করেছে এ দিন। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো বা এই সংক্রান্ত প্রস্তাব দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “খসড়া তালিকা প্রকাশ করা হল। শীঘ্রই চূড়ান্ত তালিকাও প্রকাশ হবে।”
এ বার এলাকা বিন্যাসে কোনও পরিবর্তন হচ্ছে না পাঁশকুড়া ও হলদিয়ায়। তবে, নির্বাচন কমিশনের বিধি মেনে মহিলা ও তফসিলি প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত আসন ৯টি (১, ৪, ৫, ৯, ১২, ১৫, ১৯, ২২, ২৩ নম্বর ওয়ার্ড)। এর মধ্যে আবার দু’টি আসন মহিলা-তফসিলি প্রার্থীর জন্য সংরক্ষিত (৫ ও ২২)। এ ছাড়াও ৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ড তফসিলি প্রার্থীর জন্য সংরক্ষিত। পাঁশকুড়ার ১৭টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত আসন ৬টি১, ৩, ৬, ১০, ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ড। তফসিলি প্রার্থীর জন্য সংরক্ষিত আসন হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড। |
|
|
|
|
|