টুকরো খবর |
ব্রিটিশ কাউন্সিল থেকে স্কলারশিপ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সোহম সারঙ্গি। ছবি: রামপ্রসাদ সাউ। |
বিট্রিশ কাউন্সিল এবং সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের তরফ থেকে স্কলারশিপ পেল মেদিনীপুরের সপ্তম শ্রেণির ছাত্র সোহম সারঙ্গি। রাজ্যের মোট ৫ জন ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়েছে। তাদের মধ্যে ৩ জন কলকাতার। এক জন আসানসোলের। চলতি বছরের শুরুতে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় সফল হয়েই স্কলারশিপ পেয়েছে সোহম। তার কথায়, “এই পুরস্কার আমাকে আরও ভাল কিছু করার জন্য উৎসাহিত করবে।” দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১০০ জন ছাত্রছাত্রীকে যৌথ ভাবে ‘স্কলারশিপ অফ এক্সিলেন্স ইন ইংলিশ’ পুরস্কার দেয় বিট্রিশ কাউন্সিল এবং সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন নামে এক সংস্থা। এ জন্য পরীক্ষা হয়। ৫০ নম্বরের এই পরীক্ষায় সোহম ৪৭ পেয়েছে। সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশিত হয়। মেদিনীপুর শহরের ডিএভি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সোহম পড়াশোনার পাশাপাশি গান গাইতেও ভালবাসে। বাবা সৌম্যশঙ্কর সারঙ্গি চিকিৎসক। মা তনুশ্রীদেবী। শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা সৌম্যশঙ্করবাবু বলেন, “ছেলের এই সাফল্যে পরিবারের সকলেই খুশি।” জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় সোহম। কেন? সপ্তম শ্রেণির ছাত্রের কথায়, “ইচ্ছে রয়েছে এমন ভ্যাকসিন আবিস্কার করার যা ক্যানসার প্রতিরোধ করতে পারবে।” আর সৌম্যশঙ্করবাবু বলেন, “কখনও ওর উপর আমরা কোনও চাপ তৈরি করি না। আমরা চাই, ওরা যা ইচ্ছে তাই নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করুক। সমাজের কথা ভাবুক। সমাজের জন্য কিছু করুক।”
|
জেলের ভিতর ফের মোবাইল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিচারাধীন বন্দিদের কাছ থেকে ফের মোবাইল উদ্ধার হল মেদিনীপুর জেলে। শুক্রবার সন্ধ্যায় জেলের ৬ নম্বর সেলে বন্দি রাজা দত্ত এবং মহম্মদ লালার কাছ থেকে সিম-সহ দু’টি মোবাইল হ্যান্ডসেট এবং তিনটি চার্জার উদ্ধার হয় বলে জেল সূত্রে খবর। আগেও এই রাজা দত্তের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছিল। মেদিনীপুর জেলে বন্দিদের কাছে অবাধে মোবাইল-মাদক-টাকা পৌঁছচ্ছে বলে গোয়েন্দা বিভাগ সতর্ক করার পরেও জেলের ভিতরের হালচাল যে বিশেষ বদলায়নি, তা এই ঘটনাতেই প্রমাণ। এক শ্রেণির কারারক্ষীর সঙ্গে যোগসাজশেই কিছু বন্দি জেলের ভিতর থেকেই দুষ্কর্ম চালাচ্ছে বলে অভিযোগ। কর্তৃপক্ষের অবশ্য বিশেষ হেলদোল নেই।
|
বিলিয়ার্ডস্ ও স্নুকার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বুধবার খড়্গপুর শহরের সাউথসাইডে রবীন্দ্র প্রেক্ষাগৃহে শেষ হল দু’দিন ব্যাপী বিলিয়ার্ডস্ ও স্নুকার প্রতিযোগিতা। সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (সেরসা) আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। বুধবার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় খড়্গপুর রেল বিভাগের নীরজ কুমার। ১৯ জন যোগ দিয়েছিলেন প্রতিযোগিতায়। |
|