শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও খাবার বিতরণকে কেন্দ্র করে শুক্রবার ময়ূরেশ্বরের মল্লারপুর ২ পঞ্চায়েতে দু’টি সুসংহত শিশুবিকাশ কেন্দ্রে ঝামেলা বাধে। দু’টি কেন্দ্রেই কর্মী ও সহায়িকাদের আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। মল্লারপুর পশ্চিম বাউরিপাড়া কেন্দ্রে পুলিশ গিয়ে তালা খুলে দেয়। মদিয়ান গ্রামে পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে অঙ্গনওয়াড়িকর্মীরা উদ্ধার হন। একাংশ বাসিন্দার অভিযোগ, বৃহস্পতবার পঞ্চায়েতে শিশুদের স্বাস্থ্যপরীক্ষা ও খাবার বিতরণের ক্ষেত্রে প্রকৃত গরিবদের বঞ্চিত করা হচ্ছিল।” প্রধানের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। এ দিন সকালে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা কাজ শুরু করলে বাসিন্দারা প্রতিবাদ করেন। পরে বাসিন্দারা তালা দিয়ে দেন। মল্লারপুর ২ পঞ্চায়েত প্রধান মিন্টু সাহা বলেন, “পঞ্চায়েতের অধীন ১৯টি কেন্দ্রের ২০০ জন শিশুদের খাবার দেওয়া হয়েছে। ব্লক প্রকল্প আধিকারকের পাঠানো তালিকা অনুযায়ী খাবার দেওয়া হয়েছে।”
|
জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পুলিশি ব্যবস্থায় পরীক্ষা হচ্ছে দুবরাজপুরের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত বলেন, “পুলিশি নিরাপত্তায় পরীক্ষা হয়েছে।” বুধবার ওই স্কুলে ছাত্ররা ফ্যানের ব্লেড বাঁকিয়ে দেওয়া ও বেঞ্চ ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।
|
ফের মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীর সর্বস্ব লুটের ঘটনা ঘটল। শুক্রবার সকালে নলহাটি স্টেশনে মালদহগামী বর্ধমান-মালদহ প্যাসেঞ্জার ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ। পর পর একই ধরনের ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই যুবকের নাম বেদারুল ইসলাম বাড়ি মুরারই থানা এলাকায়।
|
বিশ্বভারতীর বিনয় ভবনের বিএড পাঠ্যক্রমে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে এই শিক্ষাবর্ষের আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিল ছাত্র পরিষদ। শুক্রবার বিনয় ভবনের অধ্যক্ষ ব্রজনাথ কুণ্ডুকে তারা প্রায় আড়াই ঘণ্টা ঘেরাও করে রাখে। অধ্যক্ষ বলেন, “আবেদনপত্র বিলির প্রক্রিয়া চালু রাখতে অনুরোধ করেছি। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি।”
|
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে শর্ত সাপেক্ষে বিশ্বভারতীর প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে জাপানে যাওয়ার কথা বলল বিশ্বভারতী। শুক্রবার সন্ধ্যায় বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন বলেন, “তাঁকে ২৭ মার্চের মধ্যে রিপোর্ট করতে হবে, যে উনি শান্তিনিকেতনে রয়েছেন।”
|
কীটনাশক খেয়ে প্রতিমা মণ্ডল (৪৫) নামে এক বধূর মৃত্যু হয়েছে। বাড়ি মুরারই থানা এলাকায়। |