টুকরো খবর
গরহাজিরায় বাতিল হল আস্থাভোট
সংখ্যাগরিষ্ঠতা থাকতেও উখড়া পঞ্চায়েতে সিপিএমের ডাকা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল। আস্থা ভোটের দিন কোনও সদস্য উপস্থিত না থাকায় আগামী এক বছর প্রধানের বিরুদ্ধে আর অনাস্থা আনা যাবে না বলে জানিয়ে দিলেন ব্লকের পঞ্চায়েত উন্নয়ন অধিকর্তা গোপীনাথ সরকার। সপ্তাহ খানেক আগে সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই ১০ পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৯। প্রধানকে নিয়ে সিপিএমের সদস্য সংখ্যা ১১ জন। ১ জন সিপিআইয়ের। বাকিদের মধ্যে ৫ জন কংগ্রেস এবং ৩ জন নকশাল সদস্য। সপ্তাহখানেক আগে সিপিএমের সদস্যরাই প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগে লিখিতভাবে অনাস্থা আনেন। প্রতিলিপি পাঠানো হয় বিডিও-র কাছেও। শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ে আস্থা ভোটের আয়োজন করেন গোপীনাথবাবু। তিনি জানান, অনাস্থা প্রস্তাব আনলে বৈঠকে অর্ধেকের বেশি সদস্যকে উপস্থিত থাকতে হয়। এ দিন কেউ উপস্থিত না থাকায় অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, আগামী এক বছর প্রধানের বিরুদ্ধে আর অনাস্থা আনা যাবে না। সিপিএমের দামোদর অজয় জোনাল কমিটির সদস্য বংশীধর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “তৃণমূল ভয় দেখানোয় আমাদের দুই পঞ্চায়েত সদস্য আসতে পারেননি।” অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন মিত্র বলেন, “পঞ্চায়েত প্রধান নিরপেক্ষ ভাবে কাজ করছেন। এতে সিপিএম মনে করছে প্রধান তৃণমূলের হয়ে কাজ করছে।”

‘অবৈধ’ নির্মাণ বন্ধের দাবি
আদালতের নির্দেশ উপেক্ষা করে এলাকারই কয়েক জন বাসিন্দা দামোদরপুরে একটি মন্দির সংলগ্ন জায়গায় নির্মাণ-কাজ শুরু করেছিলেন বলে অভিযোগ। প্রতিকারের দাবিতে বাসিন্দারা শুক্রবার জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখান। পরে পুলিশ এলাকায় গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এলাকার বাসিন্দা ওমপ্রকাশ অগ্রবাল অভিযোগ করেন, ১৯৬৮ সালে তাঁরা ১৫৫ শতক জায়গা কিনেছিলেন। তার মধ্যেই একটি কালী, মনসা এবং গোঁসাই মন্দির রয়েছে। স্থানীয়দের আপত্তিতে তাঁরা ওই মন্দিরটি অক্ষত রেখেছেন। নিয়মিত সেখানে পুজো হয়। হঠাৎ তাঁরা জানতে পারেন, সন্ধ্যা খান, গোরাচাঁদ চট্টোপাধ্যায়, দীপা রায় নামে তিন জন ওই মন্দির সংলগ্ন জমি কিনে নিয়েছেন। তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালত স্থগিতাদেশ দেওয়ার পরেও ওই তিন জন মন্দিরের সীমানাতেই ইট বালি-সহ অন্যান্য নির্মাণ সামগ্রী মজুত করছেন। সন্ধ্যা খান, গোরাচাঁদ চট্টোপাধ্যায়, দীপা রায়ের দাবি, আমরা বৈধ ভাবেই জমি কিনেছি। মন্দিরের ক্ষতি করব না। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মতো কাজ করা হবে।

দানবাবার মেলায় উত্তেজনা
সাইকেল স্ট্যান্ডে মোটরবাইক রাখাকে কেন্দ্র করে দু’টি পাড়ার মধ্যে বচসায় বৃহস্পতিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় কাঁকসার দানবাবার মেলায়। বন্ধ হয়ে যায় কাওয়ালির অনুষ্ঠান। পুলিশ আসায় তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও শুক্রবার দিনভর উত্তেজনা ছিল মেলা চত্বরে। লোকজনের ভিড় তেমন হয়নি। এ দিন বিকেলে দু’পক্ষের মধ্যে ফের বচসা, হাতাহাতি শুরু হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। কাঁকসা থানার ওসি পার্থ ঘোষ জানান, মেলায় পুলিশি প্রহরা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। দানবাবার মেলা এলাকার অন্যতম জনপ্রিয় মেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড়ের বাসিন্দা দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মেলার জায়গা দান করেছিলেন। দীর্ঘ দিন ধরে সেখানেই মেলা হচ্ছে।

শিক্ষকদের প্রতিবাদ
ষষ্ঠ বেতন কমিশনের কিছু দাবি পূরণ এবং স্কুলের সময়সীমা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার অল ইন্ডিয়া কেন্দ্রীয় বিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপুরের দু’টি কেন্দ্রীয় বিদ্যালয়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানালেন শিক্ষকেরা। কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের আশ্বাস, শিক্ষকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শপিং মলে ‘দুর্বব্যহার’
শপিং মলের বিরুদ্ধে দুর্বব্যহারের অবিযোগ উঠল রানিগঞ্জে। স্থানীয় বাসিন্দা মৌসুমি নন্দীর অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় সঙ্গে নেতাজি সুভাষ বসু রোডের কাছে ওই মলে কেনাকাটা করতে যান তিনি। সেখানে ঢোকার আগে মলের নিরাপত্তাকর্মী তাঁর ব্যাগটি জমা নেন। পুলিশের কাছে মৌসুমিদেবীর অভিযোগ, বেরিয়ে এসে ব্যাগ ফেরত চাইলে মুখের উপর তা ছুঁড়ে দেন ওই কর্মী। প্রতিবাদ করায় তাঁর স্বামী ও গাড়ির চালককে মারধর করেন ওই কর্মী-সহ কয়েক জন। শপিং মল কর্তৃপক্ষের অবশ্য দাবি, এমন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ জানায়, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

হার ছিনতাই
এক মহিলার গলার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার বিকেলে বিধাননগরের ঘটনা। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সঞ্চিতা ভট্টাচার্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁর গলার হার ছিনতাই করে নিয়ে পালায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

বাইক ছিনতাই
কোলিয়ারি থেকে বাড়ি ফেরার পথে মারধর করে দুষ্কৃতীরা এক খনিকর্মীর মোটরবাইক কেড়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বোলকুন্ডার কাছে ঘটনাটি ঘটে। বনজেমারির বাসিন্দা খনিকর্মী দীননাথ যাদব পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আলোচনা সভা
সম্প্রতি পানাগড়ের দার্জিলিং মোড়ে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামী আত্মানন্দ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.