খেলার টুকরো খবর

কল্যাণেশ্বরী সিএ জিতল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার আসানসোল স্টেডিয়ামের খেলায় কল্যাণেশ্বরী সিএ ৮ উইকেটে হারায় ক্যাপ্টেন ইলেভেনকে। আসানসোল স্টেডিয়ামের খেলায় প্রথমে ব্যাট করে ক্যাপ্টেন ইলেভেন সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় কল্যাণেশ্বরী সিএ। এ দিন রেলমাঠে বিজয়ী হল শান্তিদেবী সিএ। তারা সাইনিং স্টারকে ৮ উইকেটে হারায়। প্রথমে সাইনিং স্টার ১০০ রান করে। শান্তিদেবী সিএ ২ উইকেটে রান তুলে নেয়।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট চলছে দুর্গাপুরের ডিসিসি মাঠে
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে শুক্রবার দুর্গাপুর ক্রিকেট মাঠে প্রথম খেলায় ইয়ং স্পোর্টিং ২৫ রানে হারায় বিদ্যাসাগর এসসিএ-কে। ইয়ং স্পোর্টিং ১১২ রানের জবাবে ৮৭ করে এসসিএ। দ্বিতীয় খেলায় উখড়ার ক্লাব ঐকতান প্রথমে ২০৫ রান করে। জবাবে ডিএম বিবেকানন্দ করে ৫০।

হারল আইএসপি
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল বয়েজ স্পোর্টিং ক্লাব। বিসিসি মাঠে তারা সেল আইএসপি-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সেল আইএসপি সব উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে নেয় বয়েজ স্পোর্টিং।

জয়ী ভাতছালা ইউনাইটেড
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে অ্যাপালো ক্লাব ৩৩ রানে হারাল ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। অ্যাপালো ৩০ ওভারে করে ২০৫-৬। দলের পীযূষ বন্দ্যোপাধ্যায় ৬৬ ও সুজয় সাহা ৫৬ রান করেন। ভাতছালার কার্তিক রাউত ২৭ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে ভাতছালা ২৫.৩ ওভারে করে ১৭২। দলের সুজিৎ রজক দায় করেন ৬৬, দীপজয় মণ্ডল ২৫। অ্যাপালো শেখ শাহজাহান ২৩ রানে ৪ , রামিজ রাজা মল্লিক ২৩ রানে ২ ও কুমারমঙ্গলম বোথরা ৪৭ রানে ২ উইকেট দখল করেন।

জয়ী বাঁকুড়া খ্রিস্টান
আন্তঃকলেজ ক্রিকেটে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ৯ উইকেটে হারাল বর্ধমানের বিআইএমএস কলেজকে। বিআইএমএস ২৩.২ ওভারে করে ৯১। সন্দীপ নায়েকের ১৮-ই সর্বাধিক। বাঁকুড়ার কৌশিক প্রামাণিক ১৬ রানে ৫, মুকুল পাত্র ২২ রানে ৩ উইকেট দখল করেন। বাঁকুড়া করে ১২ ওভারে ৯২-১। মিঠুন মল্লার ৪৯ রানে অপরাজিত থাকেন।

আন্তঃকলেজ খোখো
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজে খোখো ছেলে ও মেয়েদের বিভাগে খেতাব জিতল হুগলির খলিসানি কলেজ। তারা ছেলেদের বিভাগে ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে ১৩-৮ পয়েন্টে ও মেয়েদের বিভাগে গুসকরা কলেজকে এক ইনিংসে হারিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.