মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার আসানসোল স্টেডিয়ামের খেলায় কল্যাণেশ্বরী সিএ ৮ উইকেটে হারায় ক্যাপ্টেন ইলেভেনকে। আসানসোল স্টেডিয়ামের খেলায় প্রথমে ব্যাট করে ক্যাপ্টেন ইলেভেন সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় কল্যাণেশ্বরী সিএ। এ দিন রেলমাঠে বিজয়ী হল শান্তিদেবী সিএ। তারা সাইনিং স্টারকে ৮ উইকেটে হারায়। প্রথমে সাইনিং স্টার ১০০ রান করে। শান্তিদেবী সিএ ২ উইকেটে রান তুলে নেয়।
|
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট চলছে দুর্গাপুরের ডিসিসি মাঠে |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট লিগে শুক্রবার দুর্গাপুর ক্রিকেট মাঠে প্রথম খেলায় ইয়ং স্পোর্টিং ২৫ রানে হারায় বিদ্যাসাগর এসসিএ-কে। ইয়ং স্পোর্টিং ১১২ রানের জবাবে ৮৭ করে এসসিএ। দ্বিতীয় খেলায় উখড়ার ক্লাব ঐকতান প্রথমে ২০৫ রান করে। জবাবে ডিএম বিবেকানন্দ করে ৫০।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল বয়েজ স্পোর্টিং ক্লাব। বিসিসি মাঠে তারা সেল আইএসপি-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সেল আইএসপি সব উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে নেয় বয়েজ স্পোর্টিং।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে অ্যাপালো ক্লাব ৩৩ রানে হারাল ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। অ্যাপালো ৩০ ওভারে করে ২০৫-৬। দলের পীযূষ বন্দ্যোপাধ্যায় ৬৬ ও সুজয় সাহা ৫৬ রান করেন। ভাতছালার কার্তিক রাউত ২৭ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে ভাতছালা ২৫.৩ ওভারে করে ১৭২। দলের সুজিৎ রজক দায় করেন ৬৬, দীপজয় মণ্ডল ২৫। অ্যাপালো শেখ শাহজাহান ২৩ রানে ৪ , রামিজ রাজা মল্লিক ২৩ রানে ২ ও কুমারমঙ্গলম বোথরা ৪৭ রানে ২ উইকেট দখল করেন।
|
আন্তঃকলেজ ক্রিকেটে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ৯ উইকেটে হারাল বর্ধমানের বিআইএমএস কলেজকে। বিআইএমএস ২৩.২ ওভারে করে ৯১। সন্দীপ নায়েকের ১৮-ই সর্বাধিক। বাঁকুড়ার কৌশিক প্রামাণিক ১৬ রানে ৫, মুকুল পাত্র ২২ রানে ৩ উইকেট দখল করেন। বাঁকুড়া করে ১২ ওভারে ৯২-১। মিঠুন মল্লার ৪৯ রানে অপরাজিত থাকেন।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজে খোখো ছেলে ও মেয়েদের বিভাগে খেতাব জিতল হুগলির খলিসানি কলেজ। তারা ছেলেদের বিভাগে ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে ১৩-৮ পয়েন্টে ও মেয়েদের বিভাগে গুসকরা কলেজকে এক ইনিংসে হারিয়েছে। |