টুকরো খবর
বাড়ির টাকা দিল প্রশাসন
বিপিএল তালিকাভুক্তদের ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির টাকা বিলি করল প্রশাসন। বৃহস্পতি বার দিনভর উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে পঞ্চায়েত সমিতি ভবনে ব্লকের ১৩ পঞ্চায়েতের ৩০০ টি পরিবারের মধ্যে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা চেকের মাধ্যমে বিলি করেন ব্লক প্রশাসনের কর্তারা। চেকের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রধান সদস্যের হাতে ২২ হাজার ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই টাকা দিয়ে পরিবারগুলিকে নির্মাণ সামগ্রী কিনে বাড়ি তৈরির কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই পরিবারগুলিকে নির্মীয়মাণ বাড়ির ছবি ব্লক প্রশাসনের কাছে জমা দিয়ে দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই আবেদন জমা পড়ার পরে ব্লক প্রশাসনের কর্তারা তদন্ত করে ওই পরিবারগুলির হাতে দ্বিতীয় কিস্তির ২২ হাজার ৫০০ টাকা করে তুলে দেবেন। বিপিএল তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকার ৭৫ শতাংশ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ও ২৫ শতাংশ বরাদ্দ করেছে রাজ্য সরকার।

অসুস্থ আরও অনশনকারী
ছিটমহল বদলের দাবিতে অনশনরত আরও এক জন অসুস্থ হলেন। তাঁর নাম বিনোদ বর্মন(৬৫)। বৃহস্পতিবার দুপুরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে সোমবার থেকে অনশনে সামিল ৯ জনের মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়লেন। দিনহাটা সংহতি ময়দানে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্যরা ওই অনশন শুরু করে। কমিটির পক্ষে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “হাসপাতালেও বিনোদবাবু অনশন চালিয়ে যাচ্ছেন।” এ দিকে দিনহাটা নাগরিক মঞ্চের তরফে ছিটমহল বিনিময়ের দাবিতে প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়।

কলাগাছ, সার পড়ে
দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষিদের প্রায় ৪ হাজার কেজি জৈব সার এবং প্রায় ১৯ হাজার কলাগাছ দু মাসেও বিলি হয়নি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তৃণমূল সরব হয়। ব্লক সভাপতি আশুতোষ সাহা অভিযোগ করেন, বামেদের দখলে থাকা হিলির ৫টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদাসীনতায় গরিব চাষি সরকারি প্রকল্পর থেকে বঞ্চিত।

স্কুলে তালা প্রাথমিকে
শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ তুলে প্রাথমিক স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। ঘটনাটি দিনহাটার বালাকুড়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। বৃহস্পতিবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনকে লিখিতভাবে জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই স্কুলে শিক্ষকদের একাংশ নিয়মিত স্কুলে যান না। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

কর্মবিরতি উঠল
জেলা জজের আশ্বাসে লাগাতার আন্দোলন তুলে বৃহস্পতিবার কাজে ফিরলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী, ল’ক্লার্করা। দেওয়ানি, ফৌজদারি ও পথ দুর্ঘটনার মামলাগুলি বালুরঘাট জেলা আদালতে বিচারের বদলে বুনিয়াদপুরে মহকুমা আদালতে স্থানান্তরের দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি আন্দোলনে নেমেছিলেন বারের সমস্ত সদস্যরা।

চাষির ধান কিনল মিল
সরকারি উদ্যোগে চাষিদের থেকে সরাসরি ধান কিনলেন মিল মালিক। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ৪ নম্বর বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবির করে কালিয়াগঞ্জের চারটি চাল মিলের মালিকরা স্থানীয় ২০০ জন চাষির কাছ থেকে রাজ্য সরকারের নির্ধারিত ১০৮০ টাকা সহায়ক দরে ১ হাজার কুইন্টাল ধান কেনেন। মিল মালিকরা চেকের মাধ্যমে চাষিদের ধানের দাম মিটিয়ে দেন। এদিন খাদ্যমন্ত্রীর প্রতিনিধি অসীম ঘোষের নেতৃত্বে ও নজরদারিতে শিবির পরিচালনা করে জেলা খাদ্য ও সরবরাহ দফতর। অসীমবাবু বলেন, “৯টি ব্লকেই রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক দরে ধান কেনার কাজ শুরু করা হয়েছে।”

প্রচুর মদ আটক
বেআইনি মদ ভর্তি ছোট গাড়ি আটক করল কোচবিহার আবগারি দফতর। বুধবার রাতে ঘটনাটি ঘটে কোচবিহার-কোতয়ালি থানার সুটিং ক্যাম্প এলাকায়। অসম থেকে প্রায় পাঁচশো বোতল মদ ভর্তি ওই ছোট গাড়িটি কোচবিহার শহরে ঢুকছে। খবর পেয়ে কর্মীরা অভিযান চালিয়ে তারা সেটি আটক করেন। চালক গাড়ি ফেলে পালায়। আটক মদের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা।

বৃদ্ধকে পিটিয়ে খুন
সেচের জল নেওয়া নিয়ে বিবাদে পড়শি বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগে পুলিশ ৪ জনকে ধরেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের খিদিরপুর এলাকায় বুধবার রাতে ওই ঘটনাটি ঘটে। রাতে হাসপাতালে প্রৌঢ়ের মৃত্যুর পর বৃহস্পতিবার অভিযুক্তদের ধরা হতের নাম সুবল রবিদাস (৬০)।

এসপি-র কাছে
মোবাইলে উত্ত্যক্ত করার অভিযোগ করার পরে পুলিশ ব্যবস্থা নেয়নি। তাই পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদহ মহিলা কলেজে প্রথম বর্ষের ছাত্রী রুলেখা খাতুন। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, মোবাইলে অজ্ঞাতপরিচয় এক যুবক অশ্লীল ভাষায় কুপ্রস্তাব দিচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.