পুরুলিয়া জেলা প্রশাসনের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার নির্দেশ দিল আদালত। পুরুলিয়া জেলা আদালতের জমি অধিগ্রহণ ট্রাইবুনাল কোর্টের (১) বিচারক পি কে দাস এই নির্দেশ দেন। বৃহস্পতিবার পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “জমি অধিগ্রহণ নিয়ে একটি মামলার জেরে জেলা প্রশাসনের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। ৮ মার্চ আদালতের দেওয়া ওই নির্দেশ বুধবার সন্ধ্যায় আমরা হাতে পাই। পুরো বিষয়টি মুখ্যসচিবকে এ দিন আমি জানিয়েছি। অর্থ দফতরকেও জানানো হয়েছে।” তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে আজ শুক্রবার, হাইকোর্টে আবেদন করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯৮৪-’৮৫ আর্থিক বছরে পুরুলিয়া জেলায় ডাক বিভাগের আবাসন নির্মাণের জন্য শহরের দেশবন্ধু রোডে জেলা প্রশাসন এক একর ৬৬ ডেসিমেল জমি অধিগ্রহণ করে। সেই সময় প্রশাসন কাঠা পিছু জমির দাম ঠিক করে ৩,৩৩৩ টাকা। জমি এবং আনুষঙ্গিক বিষয়-সহ প্রশাসন মোট ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করে ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।
ওই জমির মালিকের ছেলে, পুরুলিয়া শহরের কুকস কমপাউন্ডের বাসিন্দা মানিক চট্টোপাধ্যায় বলেন, “প্রশাসনের ঠিক করে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ কম ছিল। তাই উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আমার বাবা মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জেলা আদালতে মামলা দায়ের করেন।” তাঁর দাবি, ১৯৯৬ সালের ১০ নভেম্বর আদালত জেলা প্রশাসনকে নির্দেশ দেয় কাঠা পিছু ১২,২০০ টাকা করে দাম দিতে হবে। প্রশাসন আদালতের সেই নির্দেশ মানেনি। তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত আদালত প্রশাসনকে ওই নির্দেশ দেয়।
সরকার পক্ষের আইনজীবী সুশান্ত সরকার বলেন, “ক্ষতিপূরণের পুরো টাকা প্রশাসন না দেওয়ায় আদালত জেলা প্রশাসনকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।” |