একমাত্র ইংলিশ দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছল মাত্র ক’দিন আগে কোচ ছাঁটাই হওয়া চেলসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা ৪-১ হারাল ইতালির নাপোলিকে। কোয়ার্টার ফাইনালের যোগ্যতা পেল রিয়াল মাদ্রিদও। প্রথম লেগ ১-১ ড্র করার পর দ্বিতীয় লেগ তারা ৪-১ জিতল।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাজ মোটেই সহজ ছিল না। নাপোলিতে প্রথম পর্বে তারা হেরেছিল ১-৩। তার উপর ক’দিন আগেই তাদের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে ছাঁটাই করা হয়েছে। বর্তমানে কোচের দায়িত্বে আগের সহকারী কোচ রোবের্তো দি মাত্তিও। অন্তত ২-০ জিততেই হবে, এই পরিস্থিতিতে নেমে জ্বলে উঠলেন দলের ‘বুড়ো’রাই। আধ ঘণ্টার মধ্যেই হেডে ১-০ এগিয়ে দিয়েছিলেন দিদিয়ের দ্রোগবা। বিরতির পর ল্যাম্পার্ডের কর্নারে হেড দিয়েই ২-০ করেন আর এক অভিজ্ঞ জন টেরি। এর পরই ১-২ করেন গোখান ইনলার। দু’পর্ব বিচারে ফের এগিয়ে যায় নাপোলি। |
৭৫ মিনিটে দোসেনার হ্যান্ডবলে পেনাল্টি পায় চেলসি। যা কাজে লাগিয়ে ৩-১ করেন ‘বুড়ো’ ল্যাম্পার্ড। ফলে ঘরের মাঠের ৩-১ স্কোরে দু’দল দাঁড়িয়ে পরে এক লাইনে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যার প্রথমার্ধের শেষে জয় নিশ্চিত করেন ইভানোভিচ। দু’লেগ মিলে স্কোর মোট ৫-৪। জেতার পর ল্যাম্পার্ড বলেন, “আমাদের ইচ্ছেটা ঠিক কী সেটা বোঝাতে পারলাম।” মাদ্রিদে দুর্বল সিএসকেএ মস্কোর বিরুদ্ধে রিয়ালের কাজ চেলসির মতো কঠিন ছিল না। তবু প্রথম লেগ ড্র করে ফেরার চাপ একটা ছিলই। ২৬ মিনিটে ইগুয়াইন ১-০ এগিয়ে দিয়েছিলেন। বিরতির পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বেঞ্জিমা গোল করে ৩-০ এগিয়ে দেন। একটি গোল শোধ দেন জোরান তোসিচ। ইনজুরি টাইমে ফের গোল রোনাল্ডোর। |