স্কুলছাত্রের ঘাড়ে-মাথায় কোপ, সেলাই পড়ল ৪০টি |
সাইকেলে পানীয় জল আনতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন একাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলুড়ে। পুলিশ জানায়, ওই ছাত্রের নাম দীপঙ্কর হালদার ওরফে বাবুয়া। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় ও ঘাড়ে ৪০টি সেলাই পড়েছে। কেন হামলা, জানা যায়নি।
পুলিশি সূত্রের খবর, বেলুড়ের লালাবাবু সায়ার রোডের বাসিন্দা শম্ভুনাথ হালদারের একমাত্র ছেলে দীপঙ্কর। রাত ৯টা নাগাদ বাড়ি থেকে মিনিট দুয়েক দূরত্বে বেলুড় মঠের লাগোয়া কল থেকে জল আনতে যাচ্ছিলেন তিনি। সেই সময় নির্জন নিচু শেখ লেনে দুষ্কৃতীরা পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে। ছিটকে পড়ে আর্তনাদ করতে থাকেন বেলুড় পঞ্চাননতলা মহেন্দ্র বিদ্যাপীঠের ওই পড়ুয়া। লোকজন বেরিয়ে এসে তাঁর বাড়িতে খবর দেন। প্রথমে ওই ছাত্রকে স্থানীয় শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে পাঠানো হয় কলকাতার হাসপাতালে।
পুলিশ রাতেই ঘটনাস্থলে এবং আশেপাশে তল্লাশি চালায়। তদন্তকারীরা জানান, রাস্তা জুড়ে চাপ চাপ রক্তের দাগ রয়েছে। কিন্তু যে-অস্ত্র দিয়ে ওই তরুণকে আঘাত করা হয়েছে, সেটি পাওয়া যায়নি। কে বা কারা তাঁর উপরে হামলা চালাল, তা-ও স্পষ্ট নয়। দীপঙ্করের বাবা শম্ভুবাবু রাজমিস্ত্রি। পারিবারিক অবস্থা ভাল নয়। পড়াশোনা চালানোর জন্য কেটারিংয়ের কাজও করতেন দীপঙ্কর। তাঁর মাসতুতো দাদা দেবাশিস হালদার বলেন, “কে বা কারা কেন ওকে মারল, সেটাই বুঝতে পারছি না। পাড়ার সকলের সঙ্গেই ওর সম্পর্ক খুব ভাল।”
|
প্রৌঢ়কে খুনের দায়ে দম্পতির কারাদণ্ড |
প্রতিবেশীকে খুনের দায়ে দম্পতিকে সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার উলুবেড়িয়া ফাস্ট ট্র্যাক ২ আদালতের অ্যাডিশনাল অ্যান্ড সেশন জজ প্রশান্তকুমার শীল এই সাজা শোনান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০০৫ সালের ১১ এপ্রিলের। ওই দিন উলুবেড়িয়ার কইজুড়ি শা পাড়ার বাসিন্দা সুজা শা-কে কাটারি দিয়ে কোপায় প্রতিবেশী সইদুল শা ও তার স্ত্রী মানোয়ারা বেগম। বছর চুয়ান্নর সুজার কাছে তিনশো টাকা পেত সইদুল। তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। জখম সুজাকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই ১৯ এপ্রিল মারা যান ওই ব্যক্তি। ওই দিনই তাঁর ভাই মহসিন সইদুল-মানোয়ারার নামে এফআইআর দায়ের করেন। পালিয়ে যায় ওই দম্পতি। দিন কয়েক পরেই তারা ধরা পড়ে পুলিশের হাতে। বিচারক সইদুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিচারক মানোয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাবাসের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী রাকেশনন্দন পুরকাইত।
|
হরিপালের মধুসূদনপুরে কিংকরবাটি ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তদশ বার্ষিক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা গত ২৬ ফেব্রুয়ারি শেষ হল। কিংকরবাটি ফুটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে। উদ্যোক্তারা জানান, ৮টি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। ফাইনালে আয়োজক ক্লাবের মুখোমুখি হয় বর্ধমানের জামালপুর আদিবাসী। কিংকরবাটি ৩-২ গোলে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
|
সোমবার শেষ হল নজরুল মেলা। হাওড়ার বাগনানের হাটুরিয়া নারকেলডাঙায় নজরুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের মাঠে মেলা শুরু হয় গত ৭ মার্চ। ক্যুইজ, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, যেমন খুশি সাজো প্রভৃতির আয়োজন করা হয়। এ ছাড়াও মেলায় ছিল ৫০টি স্টল। বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। প্রচুর জনসমাগম হয় বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়।
|
নারীদিবস পালন সহ বুধবার আরামবাগ ব্লকে চারটি অনুষ্ঠান আয়োজিত হল। রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনার বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সম্ভারের স্টলের আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে রবীন্দ্র ভবনে নারীদিবসও পালন করা হয়। এ ছাড়া, আরামবাগ পঞ্চায়েত সমিতির ভবনের দ্বিতলে ‘সারদা ভবন’ এর উদ্বোধন করা হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবনটি এম জি এস ওয়াই গ্রুপের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। পরিশেষে মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট উদ্বোধন হয় ব্লক অফিস থেকেই। |