“কুর্সি হ্যায় ইয়া গ্যয়ি?”
রেল মন্ত্রকে ঢোকার মুখে হঠাৎই প্রশ্নটা ধেয়ে এল। কার্বাইনধারী, মুখ-চেনা এক নিরাপত্তা রক্ষী জানতে চাইলেন। মেটাল ডিটেক্টার শরীর তল্লাশির ফাঁকেই তাঁর প্রশ্ন, “দীনেশজি কি থাকছেন না যাচ্ছেন?” লিফ্ট থেকে করিডর কিংবা ক্যান্টিনের চায়ের আড্ডা সব জায়গার আজ একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে। দীনেশের রেলমন্ত্রিত্বের আয়ু আর কত ঘণ্টা? রেলের নিচু তলার কর্মী থেকে রেল বোর্ডের অফিসার সকলেই জানতে চাইছেন রেলকে বাঁচার ইন্ধন জোগানোর খেসারত হিসাবে কি সত্যিই চলে যেতে হবে দীনেশকে? |
বিহ্বল বোর্ড সদস্যরাও। মুকুল রায় যে পরবর্তী মন্ত্রী হচ্ছেন, এ কথা সংবাদমাধ্যমের কল্যাণে সকলেই জেনে গেলেও তিনি কবে দায়িত্ব হাতে নেবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আজ সংসদে নিয়মমাফিক রেলের প্রশ্নোত্তর-পর্ব থাকায় সকালেই রেল বোর্ড সদস্যেরা রেলমন্ত্রীকে ‘ব্রিফ’ করতে পৌঁছে যান দীনেশের লোদী রোডের বাড়িতে। এক বোর্ড সদস্যের কথায়, “কাল রাত পর্যন্ত রেলমন্ত্রীর ইস্তফা দেওয়া নিয়ে সংবাদমাধ্যমে জল্পনা ছিল। বুঝতে পারছিলাম না, উনি আদৌ দায়িত্বে রয়েছেন কি না!” পরে রেলমন্ত্রী ও বোর্ড সদস্যেরা একসঙ্গেই লোকসভায় যান।
নিছক কৌতূহল নয়। যে ভাবে রেল লাগাতার ক্ষতিতে চলছে, তাতে আগামী দিনে মাস-মাইনে হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন রেলের কর্মীরা। সকলেই বুঝতে পারছেন, প্রায় এক দশক ভাড়া না বাড়ানোয় রেলের আয় তলানিতে। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে গত কাল যথেষ্ট উচ্ছ্বসিত ছিল রেলকর্মী থেকে শুরু করে রেলের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে দীনেশের এই সাহসী সিদ্ধান্তের জন্য তাঁকে আগামী সোমবার ঘরোয়া স্তরে একটি সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ভাড়া বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ রেল কর্তাদের ঘরে ঘরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠন। বিষয়টি নিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রীর কাছেও দরবার করবে সংগঠন। স্বাভাবিক ভাবেই এই ‘বিচিত্র’ পরিস্থিতিতে সদুত্তর দিতে পারছেন না রেল কর্তারা। পরিচিত সাংবাদিক দেখলেই ডেকে নিয়ে জেনে নিচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। এক বোর্ড কর্তার কথায়, “বাজেট পেশ থেকে পাশের মাঝে যে দিনগুলিতে সংসদে রেল প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেগুলির প্রস্তুতি কী ভাবে নেওয়া হবে? কে থাকবেন নেতৃত্বে? কে-ই বা দেবেন জবাব?”
কালকের পর আর রেলভবনে আসেননি দীনেশ। বন্ধ রয়েছে রেলমন্ত্রীর ঘরটি। কবে দরজা খুলবে? |