বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সাংবাদিক সম্মেলনের সময় বিধানসভার মিডিয়া-সেন্টার তালাবন্ধ রইল। কিন্তু কংগ্রেস পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহারাবের সাংবাদিক সম্মেলনের আগে সেই তালা খুলে গেল! বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরুর দিন ‘বিতর্ক’ শুরু হল বিধানসভায়।
এর আগেও এ নিয়ে বিতর্ক হয়েছিল। অধিবেশন বন্ধ থাকার সময় বিরোধীদল মিডিয়া সেন্টার ব্যবহার করতে পারবে না বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তারপর থেকেই অধিবেশন চালু না-থাকলে সূর্যবাবুর বিধানসভার গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন অধিবেশন চালু ছিল। তা সত্ত্বেও সূযর্বাবুদের জন্য মিডিয়া-সেন্টার ‘অধার’ই ছিল।
|
বাজেট অধিবেশনের প্রথম দিনে নীরব প্রতিবাদ বিরোধীদের।
বৃহস্পতিবার বিধানসভায় ছবিটি তুলেছেন দেবাশিস রায়। |
বিরোধী দলনেতার অভিযোগ, “তৃণমূল বিধানসভার মধ্যেও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই অধিবেশন শুরুর দিনও বিরোধী পক্ষের জন্য মিডিয়া-সেন্টার তালাবন্ধ রইল।” স্পিকার অবশ্য জানান, কেন এমন হল, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। তাঁর কথায়, “অধিবেশন চলাকালীন মিডিয়া-সেন্টারের দরজা খোলা থাকবে এটাই আমার নির্দেশ। এমন হয়ে থাকলে ঠিক হয়নি।”
এ দিন রাজ্যপালের ভাষণের পর বাম বিধায়করা মিডিয়া-সেন্টারের সামনে জড়ো হয়ে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ শেষ হওয়ার পরে সূর্যবাবু সাংবাদিক সম্মেলন করতে গিয়ে দেখেন, মিডিয়া-সেন্টার বন্ধ। কিছুক্ষণ অপেক্ষা করার পর শরিক নেতাদের পাশে নিয়ে তিনি মিডিয়া-সেন্টারের সামনে দাঁড়িয়েই সাংবাদিক সম্মেলন করেন। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করে সূর্যবাবু বলেন, “স্পিকার বলেন, অধিবেশন চলার সময় মিডিয়া-সেন্টার খোলা থাকবে। কিন্তু সে কথা রাখা হয়নি!” সূর্যকান্তবাবুর পরেই সোহরাব সাংবাদিক বৈঠক করতে আসেন। তখন মিডিয়া-সেন্টারের তালা খুলে দেওয়া হয়। সোহরাবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন হয়ে থাকলে ঠিক হয়নি। শুক্রবার স্পিকারের সঙ্গে কথা বলব।” |