টুকরো খবর
আড়ালের ‘অনন্যাদের’ খোঁজে
পাশের বাড়ির মেয়েটা দারুণ ছবি আঁকে? কিংবা বন্ধুর দিদি একা হাতেই দাঁড় করিয়ে ফেলেছেন ব্যবসা? অথচ বাড়ি পেরিয়ে বড়জোর আত্মীয়স্বজন, পাড়া-পড়শি তার বাইরে হয়তো বা কেউ খবরই রাখেনি। চেনা-অচেনা মুখের ভিড়ে সেই ‘নারী নক্ষত্রদের’ খোঁজে এ বার হাজির ‘সানন্দা নীহার সম্মান’। আড়ালে থাকা বাঙালি কন্যাদের প্রচারের আলোয় নিয়ে আসতে এটাই তাদের প্রথম প্রয়াস। পারফর্মিং আর্টসে (নাচ, গান, নাটক) ‘সুচারু’, ফাইন আর্টসে (চিত্রকলা, সাহিত্য) ‘সুললিতা’, সমাজসেবায় ‘সুকৃতী’, ব্যবসায় ‘প্রয়াসী’, খেলাধুলোয় ‘কুশলী’ এবং শিক্ষায় ‘প্রজ্ঞা’ এই ছ’টি বিভাগে অনন্যাদের খুঁজবে প্রতিযোগিতা। এখনও যাঁরা স্বীকৃতি পাননি, সেই নবীনাদের জন্যই এই উদ্যোগ। সম্মানিত করা হবে জনপ্রিয়াদেরও, যাঁরা রোজ অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন নতুনদের। বৃহস্পতিবার শহরের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার তিন বিচারক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শর্বরী দত্ত এবং অলকানন্দা রায়। জানালেন, এ প্রতিযোগিতায় শীর্ষেন্দু খুঁজবেন সৃজনশীলতা, শর্বরী মৌলিকতা আর অলকানন্দার কাছে মনে দাগ কাটাই হবে প্রথম মাপকাঠি। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতার প্রচার। নিজের বা চেনা কারও জন্য আবেদনেছি।”

জয়ী ফ্যাস
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হল ফোরাম ফর আর্টস স্টুডেন্টস (ফ্যাস) ও এআইডিএসও জোট। বুধবার ওই বিভাগের নির্বাচন ছিল। ফল বেরোয় বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক (দিবা) আসনগুলি পেয়েছেন জোট সমর্থিত প্রার্থীরা। সহকারী সাধারণ সম্পাদক (সান্ধ্য) পদটি পেয়েছে এসএফআই। গত দু’বছর ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে ছিল। জোট এবং এসএফআই ছাড়া নির্বাচনে প্রার্থী দিয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)। তারা অবশ্য একটিও আসন পায়নি।

ফের মেট্রোয় বিভ্রাট
বিদ্যুৎবাহী থার্ড লাইনে প্লাস্টিকের টুকরো পড়ায় আধ ঘণ্টা ব্যাহত হল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে, শোভাবাজার স্টেশনে। মেট্রো সূত্রের খবর, ওই স্টেশনের দমদম-মুখী প্ল্যাটফর্মের যাত্রীরা থার্ড লাইন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ইঞ্জিনিয়ারেরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। মেট্রো সূত্রে খবর, ট্রেন থেকে কোনও যাত্রী প্লাস্টিকের টুকরো ফেলেছিলেন। তা থার্ড লাইনে পড়ে বিদ্যুৎ-স্পর্শে গলতে শুরু করে। মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, যাত্রী সুরক্ষার কারণে ৩টে ৪০ থেকে ৪টে ৮ মিনিট পর্যন্ত দমদম থেকে ময়দান পরিষেবা বন্ধ ছিল।

যুবকের অপমৃত্যু
বড়তলা থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত অভ্রনীল মাল (২৩) শ্রীশচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি রাজা দীনেন্দ্র স্ট্রিটে। বুধবার রাতে এপিসি রোডে তাঁদের পারিবারিক গ্যারাজ থেকে দেহটি মেলে। পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.