প্রত্যাশা ছিল শেয়ার বাজার মহলে। কিন্তু বৃহস্পতিবারের ঋণনীতিতেও সুদ কমানোর রাস্তায় হাঁটল না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বরং মূল্যবৃদ্ধি ফের মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ায় চার দিন বাড়ার পর এক ধাক্কায় সেনসেক্স পড়ল ২৪৩ পয়েন্ট।
অবশ্য শেয়ার বাজারের পতনে এ দিন ইন্ধন জুগিয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতাও। রেল ভাড়া বাড়ানো নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বরখাস্ত করার দাবি এ দিন প্রভাব ফেলে বাজারে। এর ফলে রেল বাজেটের ভবিষ্যৎ কী হবে, বা কেন্দ্রীয় সরকার সঙ্কটে পড়তে পারে কি না, তা নিয়ে আশঙ্কাই টেনে নামায় সূচককে।
এ দিন সকালে রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতি ঘোষণা করার পর থেকেই হতাশা ছড়িয়ে পড়ে শেয়ার বাজারে। একটু বেলার দিকে সূচক পড়ে যায় ১৯৪ পয়েন্ট। দিনের শেষে তা দাঁড়ায় ১৭,৬৭৫.৮৫ পয়েন্টে।
অবশ্য ব্যাঙ্কিং শিল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এ রকম সিদ্ধান্ত নেবে বলেই মনে করেছিল তারা। কারণ শুক্রবার বাজেট প্রস্তাব না-দেখে যে কোনও পদক্ষেপ করা হবে না, সেই ইঙ্গিত তারা পেয়েছিল। তা ছাড়া গত ৯ মার্চই ব্যাঙ্কগুলির নগদ জমার অনুপাত বা সিআরআর ৭৫ বেসিস পয়েন্ট কমিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। তার পর ফের সুদ কমানো নিয়ে তাঁদের প্রত্যাশা ছিল না, জানান ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান প্রতীপ চৌধুরী। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তথা ব্যাঙ্ক অফ বরোদার কর্ণধার এম ডি মাল্য বলেন, তিনি এতে আশ্চর্য হননি। |