ফের দাম বাড়ল বিমান জ্বালানির |
বিমান জ্বালানি এটিএফের দাম ২% বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার। এর ফলে দিল্লিতে এটিএফের দাম কিলোলিটার পিছু ১,২৯৮.৮৮ টাকা বেড়ে হল ৬৫,৯৪৯.৩৪ টাকা। আর মুম্বইয়ে ৬৬,৯৮৯.৭৪ টাকা।
|
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার ১৮ দিন আগেই রেল বোর্ড নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ করল মেট্রো রেল। সংস্থা সূত্রে খবর, ২০১১-’১২ অর্থবর্ষে ওই লক্ষ্যমাত্রা ছিল ৮৭ কোটি টাকা। কিন্তু ১৪ মার্চেই তা পৌঁছে গিয়েছে ৮৭ কোটি ২০ লক্ষের কাছে। গত বছরের ওই একই সময়ের থেকে ৫.২৫% বেশি। মেট্রোর তরফে দাবি, ওই সময়েই গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৪% বেশি যাত্রী মেট্রোয় সফর করেছেন। সংখ্যার হিসেবে এই যাত্রী সংখ্যা ১৫ কোটি ৮৩ লক্ষ ২৫ হাজার।
|
গ্রিসকে আরও ত্রাণ আই এম এফের |
ত্রাণ প্রকল্পের অঙ্গ হিসেবে গ্রিসকে ২,৮০০ কোটি ইউরো (১,৮৪,৮০০ কোটি টাকা) দিতে বৃহস্পতিবার সায় দিল আইএমএফ। এর মধ্যে অবিলম্বে ১৬৫ কোটি ইউরো (১০,৮৯০ কোটি টাকা) পাঠানো হবে। এ ভাবে ২০১৪ সাল পর্যন্ত গ্রিসকে ধাপে ধাপে ত্রাণ দেবে আইএমএফ।
|
বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে বস্তি উন্নয়নের পরিকল্পনা তৈরি। প্রথম দফায় কোথায় কোথায় প্রকল্প হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি বণিকসভা সিআইআই-এর এক সভায় এ কথা জানান নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “অনেক দফতরকে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাই কিছুটা সময় লাগছে।”
|
পঙ্কজ মুঞ্জাল অল ইন্ডিয়া সাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন। তিনি হিরো সাইকেলের সহ-চেয়ারম্যান ও এমডি। |