টুকরো খবর
ফের দাম বাড়ল বিমান জ্বালানির
বিমান জ্বালানি এটিএফের দাম ২% বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার। এর ফলে দিল্লিতে এটিএফের দাম কিলোলিটার পিছু ১,২৯৮.৮৮ টাকা বেড়ে হল ৬৫,৯৪৯.৩৪ টাকা। আর মুম্বইয়ে ৬৬,৯৮৯.৭৪ টাকা।

মেট্রো রেলের আয়
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার ১৮ দিন আগেই রেল বোর্ড নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ করল মেট্রো রেল। সংস্থা সূত্রে খবর, ২০১১-’১২ অর্থবর্ষে ওই লক্ষ্যমাত্রা ছিল ৮৭ কোটি টাকা। কিন্তু ১৪ মার্চেই তা পৌঁছে গিয়েছে ৮৭ কোটি ২০ লক্ষের কাছে। গত বছরের ওই একই সময়ের থেকে ৫.২৫% বেশি। মেট্রোর তরফে দাবি, ওই সময়েই গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৪% বেশি যাত্রী মেট্রোয় সফর করেছেন। সংখ্যার হিসেবে এই যাত্রী সংখ্যা ১৫ কোটি ৮৩ লক্ষ ২৫ হাজার।

গ্রিসকে আরও ত্রাণ আই এম এফের
ত্রাণ প্রকল্পের অঙ্গ হিসেবে গ্রিসকে ২,৮০০ কোটি ইউরো (১,৮৪,৮০০ কোটি টাকা) দিতে বৃহস্পতিবার সায় দিল আইএমএফ। এর মধ্যে অবিলম্বে ১৬৫ কোটি ইউরো (১০,৮৯০ কোটি টাকা) পাঠানো হবে। এ ভাবে ২০১৪ সাল পর্যন্ত গ্রিসকে ধাপে ধাপে ত্রাণ দেবে আইএমএফ।

বস্তি উন্নয়নের লক্ষ্যে
বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে বস্তি উন্নয়নের পরিকল্পনা তৈরি। প্রথম দফায় কোথায় কোথায় প্রকল্প হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি বণিকসভা সিআইআই-এর এক সভায় এ কথা জানান নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “অনেক দফতরকে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাই কিছুটা সময় লাগছে।”

নতুন নিয়োগ
পঙ্কজ মুঞ্জাল অল ইন্ডিয়া সাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন। তিনি হিরো সাইকেলের সহ-চেয়ারম্যান ও এমডি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.