নন্দীগ্রামে ‘খারিজ’ হওয়া প্রকল্প ওড়িশায় চান নবীন
পূর্ব উপকূলে শেষ পর্যন্ত বৃহৎ পেট্রোকেমিক্যাল হাব তৈরির কেন্দ্রীয় প্রকল্প পাওয়ার জন্য ঝাঁপালেন নবীন পট্টনায়ক।
কয়েক বছর আগে কেন্দ্রীয় এই প্রকল্প পশ্চিমবঙ্গে হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক পরিকল্পনাই রাজ্য-রাজনীতিকে তোলপাড় করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিয়েছিল। দেড় লক্ষ কোটি টাকার অতি-উচ্চাভিলাষী এই পেট্রোলিয়ম কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্ট রিজিওন (পিসিপিআইআর) প্রকল্পের পরিকল্পনার প্রতিরোধ থেকেই জন্ম নিয়েছিল ‘নন্দীগ্রাম আন্দোলন’।
তার পর থেকে এই প্রকল্পের ভাগ্য ঝুলেই ছিল। নবীন পট্টনায়ক কেন্দ্রীয় পেট্রো-রসায়ন মন্ত্রকের এই প্রকল্পকে ওড়িশার শিল্পায়নের হাতিয়ার করতে চান। ওড়িশার শিল্পমন্ত্রী রঘুনাথ মোহান্তি আজ বিধানসভায় রাজ্যের শিল্পায়ন নিয়ে বলতে গিয়ে পিসিপিআইআর স্থাপনের ইঙ্গিতটুকু দেন মাত্র। উল্লেখ্য, ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন (ডিআইপিপি)-এর তথ্য অনুযায়ী সারা দেশের সব রাজ্যের নিরিখে ওড়িশাই শিল্প-বিনিয়োগের সম্ভাবনায় সব থেকে এগিয়ে। ওড়িশায় বিনিয়োগ-প্রস্তাবের পরিমাণ ১৩ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা।
ঝাড়খণ্ডে টাটাদের প্রস্তাবিত ১ কোটি ২০ লক্ষ টনের গ্রিনফিল্ড ইস্পাত প্রকল্পকে ঘিরে বৃহৎ শিল্পাঞ্চল গড়ার প্রস্তাবের পাশাপাশি ওড়িশায় পিসিপিআইআর তৈরির উদ্যোগ, পূর্বাঞ্চলের শিল্প-সম্ভাবনায় পশ্চিমবঙ্গকে আরও পিছনে ফেলবে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। ওড়িশার শিল্পমন্ত্রী জানিয়েছেন, বৃহৎ শিল্পায়নের লক্ষ্যে নবীন পট্টনায়ক সরকার ইতিমধ্যেই কিছু আগাম পদক্ষেপ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল: বন্দর, রেল ও কন্টেনার পরিষেবার উন্নয়নের জন্য গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। পাশাপাশি, ওড়িশায় দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে রাজ্যের ছেলেমেয়েদের কারিগরি শিক্ষার প্রসারও গত কয়েক বছর ধরে করা হচ্ছে। এই শিল্পায়নকে সম্ভব করতে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই ২৯টি সংস্থার সঙ্গে ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার লগ্নি-চুক্তিতে সই করেছে।
তবে পিসিপিআইআর স্থাপনে নবীন সরকারের এই প্রয়াসের পরেও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। ৫০ হাজার কোটি টাকার পস্কো প্রকল্পের ৪ হাজার একর জমির সংস্থান এখনও যে সরকার করতে পারেনি, তারাই এই বৃহৎ প্রকল্পের জন্য জমির সংস্থান করে উঠতে পারবে কিনা, প্রশ্ন সেটাই। নন্দীগ্রামের আঁচ লেগেছে জগৎসিংহপুরের পস্কো প্রকল্পে। সেখানেও একইভাবে চলছে জমি-আন্দোলন। সেই আঁচ থেকে পিসিপিআইআর-কে নবীনবাবু কীভাবে বাঁচাবেন, প্রশ্ন সেটাও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.