পরিত্যক্ত খনি থেকে ছড়াল মিথেন গ্যাস |
পরিত্যক্ত কোলিয়ারির উপরিভাগে গর্ত খুঁড়ে ভূগর্ভস্থ জল তুলতে গিয়ে বুধবার রাতে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ল আসানসোলের (দক্ষিণ) শ্রীপুর এরিয়ার মুসোলিয়া খনি এলাকায়। ওই এরিয়ার জেনারেল ম্যানেজার সুজিত সরকার জানান, তাঁরা খবর পেয়েছেন ওই এলাকায় ইসিএলের জমি ‘প্লট’ করে বিক্রি করেছে কিছু ব্যক্তি। ভূগর্ভস্থ জল বের করার জন্য ওই পরিত্যক্ত খনিতে প্রায় ৯০ মিটার গভীর একটি ‘বোর হোল’ করা হয়েছে। ওই গর্ত ভূগর্ভের ঘুষিক কয়লাস্তরের আর-৯ পর্যন্ত পৌঁছে যাওয়াতেই ব্যাপক পরিমাণ মিথেন গ্যাস ওই গর্ত দিয়ে বেরোতে শুরু করে। বুধবার রাত থেকেই ইসিএল ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে ওই ‘বোর হোল’টি বন্ধ করে দেওয়া হয়েছে। সুজিতবাবু জানান, যারা বেআইনি ভাবে ওই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আসানসোল (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করেছে ইসিএল কর্তৃপক্ষ। তিনি বলেন, “এলাকাবাসীকে ডেকে বোঝানো হয়েছে, এমন ঘটনা আবার ঘটলে ব্যাপক বিপর্যয় হবে। ঘুষিক স্তর থেকে কয়লা তুলে নেওয়া হয়ে হলেও তারও নিচে নিঘা স্তরে কাজ চলছে। গর্তটি গভীর হতে হতে কোনওভাবে যদি সেই স্তর পর্যন্ত পৌঁছে যায়, তবে অগ্নিকাণ্ড-সহ ব্যাপক বিপর্যয় হবে। তাতে খনিশ্রমিকরা বা স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হবেন।”
|
প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করানোর চেষ্টার অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হিরাপুর থানার হারামডিহি গ্রাম থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, এলাকার কিছু আদিবাসী মানুষজনের কাছ থেকে তাঁরা অভিযোগ পান, এ দিন দুপুরে জনা ছ’য়েক ব্যক্তি ওই গ্রামে যান এবং প্রলোভন দেখিয়ে তাঁদের ধর্মান্তরিত করার চেষ্টা করেন। বাসিন্দারাই ক্ষুব্ধ হয়ে ওই ছ’জনকে আটকে রাখেন। পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।
|
তালা ভেঙে বাড়িতে ঢুকে মোটরবাইক-সহ বেশ কিছু সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে বেনাচিতির ঘটনা। বাড়ির কর্তা গোবিন্দ সাহা পুলিশের কাছে অভিযোগ করেন, তালা ভেঙে দু’টি মোটরবাইক-সহ বেশ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। দুষ্কৃতীরা আলমারি ভাঙারও চেষ্টা করে। তবে তা সফল হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
মন্দিরের তালা ভেঙে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। আসানসোলের ইসমাইল এলাকার ঘটনা। ওই মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ মিশ্র পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, মন্দিরের গ্রিলের তালা ভাঙা। মন্দিরের দানপত্র ও মূর্তির কিছু গয়না খোওয়া গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
একটি মোবাইলের দোকানে কিছু সামগ্রী চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে কাঁকসার পানাগড় বাজারে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
মায়া সেন ও ঋতু গুহ স্মরণে বুধবার আসানসোল রবীন্দ্রভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল। শিল্পী সুদীপ্তা অধিকারী, মাধব অধিকারী, কাজল ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি করেন শ্রাবণী চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন জয়দীপ মিত্র।
|
দুর্গাপুরের গাঁধীমোড় ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হল খাদি ও গ্রামোদ্যোগ মেলা। চলবে ২৯ মার্চ পর্যন্ত। বুধবার মেলার উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র রথীন রায়। |