মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে গেল শ্রমিক নগর স্পোর্টিং ক্লাব ও ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রমিকনগর ৩৯ রানে একত্রিত এসি-কে হারায়। প্রথমে ব্যাট করে ১২৯ রান করে শ্রমিকনগর। বিশাল সিংহ লামা ৩৬ রান করেন। জবাবে একত্রিত এসি-র ইনিংস ৯০ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে বিশাল সিংহ লামা ২০ রানে ৩টি উইকেট নেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ডিএম বিবেকানন্দ ৫ উইকেটে বিদ্যাসাগর এসসিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে বিদ্যাসাগর ৮ উইকেটে ১২৩ রান করে। জবাবে ৫ উইকেটে জয়ের রান তুলে নেয় ডিএম বিবেকানন্দ। রাজীব পান্ধে ৩০ বলে ৫১ রান করেন।
|
এআইওয়াইএফ আয়োজিত সন্তোষ সিংহ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় বিজয়ী হয় বিকি একাদশ। সিঁদুলি কোহিনুর স্টেডিয়ামে মাঠে আয়োজিত খেলায় তারা দক্ষিণখণ্ড কে কে একাদশকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কেকে একাদশ সব উইকেট হারিয়ে ৬০ রান করে। জবাবে বিকি একাদশ ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের অরবিন্দ সিংহ।
|
বহুলা রাজাকাটা মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বিওর জামবাদ ইয়ুথ ক্লাব। তারা শ্যামলা কেন্দা এনড্রেড ক্লাবকে ১০৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে ইয়ুথ ক্লাব ৯ উইকেটে ১২৪ রান করে। জবাবে শ্যামলার ইনিংস মাত্র ২০ রানে শেষ হয়ে যায়।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে ন্যাশন্যাল স্পোটিং ক্লাব ১০ উইকেটে হারাল তিওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। তিওয়ারিবাগান ১৭ ওভারে ৮৭ রান করে। জবাবে ন্যাশন্যাল ৭.১ ওভারে রান তুলে নেয়। কৌশিক দত্ত করেন ৩১। পবন হালদার ও দেবকৃষ্ণ মুখোপাধ্যায় ১২ রানে ৩ উইকেট পান। |