গোবরডাঙায় ‘শিল্পাঞ্জলি’র উৎসব
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় খাঁটুরা শিল্পাঞ্জলি সংস্থার শিল্পঞ্জলি উৎসবের প্রথম পর্যায়ের সমাপ্তি হল রবিবার। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উৎসব। এ বার ২৫ তম বর্ষ। গোটা উৎসবটিকে দু’টি পর্যায়ে ভাগ করা হয়েছে। উৎসব সমাপ্তি হবে ১৩ মার্চ। উৎসবের প্রথম পর্যায়ে ছিল শিশুনাটক সুখী রাজপুত্র, শিশু গীতিআলেখ্য, নৃত্যনাট্য, মূকভিনয়, ওডিসি নৃত্য। এ ছাড়া ছিল একাঙ্ক নাটক, অঙ্কন, এবং রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ‘এই সময় রবীন্দ্র চেতনা’ শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। আজ সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের উৎসব। এই পর্যায়ে রয়েছে রবীন্দ্র নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের উপরে সেমিননার, গান ইত্যাদির আয়োজন করা হয়েছে। রবীন্দ্র নৃত্যনাট্যের মধ্যে রয়েছে বীরপুরুষ, শ্যামা, ভানুসিংহের পদাবলী, তাসের দেশ প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করেছেন। সংস্থার সম্পাদক মলয়কুমার বিশ্বাস জানান, কবিগুরুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যেই উৎসবে রবীন্দ্র নৃত্যনাট্য, রবীন্দ্র বিষয়ক আলোচনা সবার আয়োজন করা হয়েছে। |
সাসপেনশন অব ওয়ার্ক অন্নপূর্ণা কটনে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
শ্রমিক-মালিক অসন্তোষ ও গন্ডগোলের জেরে মঙ্গলবার সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলল জগদ্দলের অন্নপূর্ণা কটন মিলে। বেশ কিছুদিন ধরে বেতন নিয়ে গন্ডগোলের ফলে সোমবারই এই কাপড় কলে শ্রমিকদের একাংশ জেনারেল ম্যানেজারের ঘরে ঢুকে ভাঙচুর চালায়। জেনারেল ম্যানেজার কে কৃষ্ণ কুমারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর পুলিশি হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি মিটে গেলেও মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলছে। প্রায় সাড়ে ছ’শ শ্রমিক এই কারখানায় কাজ করতেন। শ্রমিকদের অভিযোগ, অনৈতিক ভাবে মজুরিতে বৈষম্য এনে কর্তৃপক্ষ শ্রমিকদের হেনস্থা করছিলেন। শেষ পর্যন্ত আচমকাই কারখানা বন্ধ করে দেওয়া হল। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। |
পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল গোসাবার পাখিরালয়ে। মৃতের নাম অসীম ঘরামি (১৮)। বাড়ি গোসাবার পাখিরালয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘরের মধ্যে অসীমকে ঝুলন্ত অবস্থা দেখতে পান বাড়ির লোকজন। তাকে গোসাবা হাসপতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা মাখন ঘরামি বলেন, “ছেলে এ বার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। সম্ভবত পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ায় মানসিক অবসাদে পড়ে আত্মঘাতী হয়েছে।” পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। |
টাকার হিসেব নেই, সাসপেন্ড ৩ পরিবহণকর্মী
নিজস্ব সংবাদদাত • কলকাতা |
জেলা পরিবহণ দফতরে তছরুপের অভিযোগে তিন কর্মীকে সাসপেন্ড করল উত্তর ২৪ পরগনা প্রশাসন। ওই তিন পরিবহণকর্মীর নাম, তাপস ঘোষ, দিলীপ মিত্র ও ভোলানাথ চক্রবর্তী। উত্তর ২৪ পরগনা জেলা পরিবহণের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রণধীর কুমার মঙ্গলবার আচমকাই ওই দফতরে হানা দেন। হিসেব পরীক্ষায় ৮০ হাজার ৩০০ টাকার হদিস মেলেনি। জিজ্ঞাসাবাদ করা হয় ওই তিন কর্মীকে। কিন্তু তাঁরা হিসেব দিতে পারেননি। পরে বারাসত থানায় তিন কর্মীর নামে তছরুপের অভিযোগ দায়ের করেন অতিরিক্ত জেলাশাসক। তিনি বলেন, “ওই তিন কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।” |
চোলাই-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দিয়ে ৫০ লিটার চোলাই-সহ দু’জনকে গ্রেফতার করল গোসাবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রামনগরের হরিপুর গ্রামীণ পাড়ায়। পুলিশ জানিয়েছে, চোলাই বিক্রি করার অপরাধে রাম মণ্ডল ও মুকুন্দ মণ্ডলকে ধরা হয়েছে। তাদের বাড়ি ওই এলাকাতেই। ধৃতদের কাছ থেকে ৫০ লিটার চোলাই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। |
ক্যানিংয়ে অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সঞ্জয়পল্লিতে। দ্বিতীয় ঘটনাটি তালদিতে ঘটে। তালদিতে শর্ট সার্কিট থেকে একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে। বারুইপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে গতকাল গভীর রাতে সঞ্জয়পল্লিতে একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়ির মালিক দীনবন্ধু ঘরামি বর্তমানে জেলে। বাড়িতে কেউ না থাকায় কী ভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টার আগুন নিভিয়ে ফেলা হয়। |
লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে, বারুইপুর থানার সূর্যপুরে। মৃতের নাম শামিম আখতার (২৭)। পুলিশ জানায়, শামিম এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সূর্যপুরে গিয়েছিলেন। লরি-সহ চালক পলাতক। |