বাড়িতে নিমন্ত্রণ করে বন্ধু শ্রীদাম নস্করকে খুনের অভিযোগে আগেই ধরা পড়েছিল সন্দেশখালির দুর্গামণ্ডপ পঞ্চায়েতের সিপিএম প্রধানের ছেলে বাপ্পাদিত্য মণ্ডল। সোমবার রাতে ওই ঘটনায় জয়ন্ত মণ্ডল ও দিলীপ নস্কর নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়ছে, ধৃত বাপ্পাদিত্যকে জেরা করে জানা যায় জয়ন্ত ও দিলীপ সন্দেশখালির সরবেড়িয়ার একটি মেছোভেড়ির আলাঘরে লুকিয়ে রয়েছে। সোমবার সেখান থেকেই তাদের ধরা হয়। এই ঘটনায় অভিযুক্ত আরও পাঁচজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত ৮ মার্চ, দোলের দিন রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান রামকৃষ্ণ ছেলে বাপ্পাদিত্য ১০-১২ জন বন্ধুকে দায়ুদপুরে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেন। অভিজিৎ বীর, দিলীপ নস্কর ও জয়ন্ত মণ্ডলের সঙ্গে সেখানে গিয়েছিলেন শ্রীদাম। পুলিশ জানায়, ওই রাতে নিমন্ত্রণ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রীদাম। সঙ্গীরা তাঁকে প্রথমে তিনজন হাতুড়ের কাছে নিয়ে যান। তাঁরা শ্রীদামের মৃত্যু হয়ে বলে জানালে সঙ্গীরা তাঁকে তাঁর বাড়িতে আনেন। এর পরে বারান্দায় তাঁকে রেখে ডাক্তার ডাকতে যাচ্ছেন বলে সঙ্গীরা সরে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
শ্রীদাম তৃণমূলের কর্মী হওয়ায় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, শ্রীদামের বাবা অনিলবাবু দাবি করেন, মদের সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তিনি বাপ্পাদিত্য-সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। |