নাগাড়ে পানীয় জলের কল চুরিকে কেন্দ্র করে চিন্তিত বসিরহাট মহকুমা প্রশাসন। গত সোমবার রাতে ১৬ নম্বর ওয়ার্ড থেকে কয়েকটি কল চুরি হয়েছে। পুরসভার তরফে থানায় অভিযোগও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় হরিশপুরে একটি গাড়িকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে অনেকেরই সন্দেহ হয়। বুঝতে পেরে গাড়ি নিয়ে চালক চলে গেলেও ওই দিনই গভীর রাতে আবারও একটি গাড়িকে পাড়ার মধ্যে ঢুকতে দেখা যায়। মঙ্গলবার সকালে বাসিন্দারা দেখেন কোথাও কলের মাথা, কোথাও পুরো কলটাই নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে বসিরহাটের কয়েকটি ওয়ার্ডের বেশ কিছু এলাকা থেকে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কোথাও পানীয় জলের গভীর নলকূপের অংশ কোথাও অগভীর নলকুপের গোড়া থেকে পাইপ কেটে কল চুরি করা শুরু করেছে। ১৫ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, বোলতলা, মিস্ত্রিপাড়া, পিকনিক গার্ডেন এলাকা থেকে কল চুরির ঘটনা ঘটে। বসিরহাটের পুরপ্রধান কৃষ্ণা মজুমদার জানান, পানীয় জলের কল চুরির ঘটনাটি থানায় জানানো হয়েছে।
ঘটনায় অসুবিধায় পড়েছেন পুর নাগরিকরা। তাঁদের অভিযোগ, এই ঘটনায় বাধ্য হয়ে তাঁদের দূরের কল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তাঁরা জানান, গত কয়েক দিনে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েছে। এমনকী দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় আহত হওয়ার ঘটনাও কম নয়। সম্প্রতি বসিরহাটের বদরতলায় একটি গাড়ি থেকে বাসিন্দারা অনেকগুলি ছাগল উদ্ধার করেন। ছাগল চুরির অভিযোগে ক্ষিপ্ত জনতা গাড়িতে ভাঙচুরও চালায়। এই ভাবে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। কয়েকটি ক্ষেত্রে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। তবে একই সঙ্গে পুলিশের বক্তব্য, আগের চেয়ে এলাকায় জনসংখ্যা বেড়েছে। কিন্তু সেই অনুপাতে পুলিশকর্মীর সংখ্যা বাড়েনি। ফলে টহলদারিতে সমস্যা হচ্ছে। |