টুকরো খবর |
বিজয়ীকে আক্রমণ আয়োজক সংস্থার |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
খেলায় হেরে গিয়ে বিজয়ী দলের উপর হামলা চালাল আয়োজক সংস্থা তথা বিজিত দলের খেলোয়াড়েরা। সোমবার সন্ধ্যায় এগরা থানা এলাকার পাঁচরোল গ্রামের ঘটনা। এই ঘটনায় খেলোয়াড় এবং দলের সমর্থক-সহ মোট ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জনকে ভর্তি করানো হয়েছে এগরা মহকুমা হাসপাতালে। তাঁদের মধ্যে পান্ডু টুডু ও অজিত হেমব্রম গুরুতর আহত। প্রতিযোগিতায় বিজয়ী দলের তরফে আয়োজক সংস্থার ১০ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আয়োজক সংস্থার এই ভূমিকায় ক্ষুব্ধ এগরা মহকুমা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কল্যাণ দাস। তিনি বলেন, “আয়োজক সংস্থা এমন আচরণ করলে তো খেলার পরিবেশই নষ্ট হয়ে যাবে। কোনও দলই মাঠে নামার ভরসা পাবে না। তা ছাড়া আয়োজক সংস্থা কোনও অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে ওই টুর্নামেন্ট পরিচালনা করেছিল।” অভিযুক্ত সংস্থার কর্তাদের সঙ্গে এ ব্যাপারে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এ দিনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচরোল ভাই-ভাই ক্লাব রবি ও সোমবার দু’দিন স্থানীয় পাঁচরোল হাইস্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেমিফাইনালের শেষ ম্যাচে পশ্চিম রায়দার কাছে হেরে যায় পাঁচরোল। এর পরেই ওই দলের খেলোয়াড় এবং তাঁদের সমর্থকেরা বিজয়ী দলের উপর লাঠি নিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
|
বেলপাহাড়ির ২৫টি পরিবারকে বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ছবি: দেবরাজ ঘোষ |
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো গৃহহীন দরিদ্রদের জন্য ‘আমার বাড়ি (গীতাঞ্জলি)’ প্রকল্পের প্রথম পর্যায়ে বেলপাহাড়ির কাঁকড়াঝোর গ্রামের ২৫টি পরিবারকে বাড়ি দেওয়া হল। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের টাকায় ওই বাড়িগুলি তৈরি হয়েছে। মঙ্গলবার কাঁকড়াঝোরে এক অনুষ্ঠানে ২৫ জন উপভোক্তার হাতে বাড়ির চাবি তুলে দেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের সিইও (মুখ্য নির্বাহী আধিকারিক) তন্ময় মিত্র, দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র চিত্তরঞ্জন পাটি, বেলপাহাড়ির বিডিও সর্বোদয় সাহা। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের টাকায় নির্মিত কাঁকড়াঝোর মার্কেট-শেডটিরও এ দিন উদ্বোধন করেন মন্ত্রী। পরে সুকুমারবাবু বলেন, “পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন ৫টি জেলার ৭৪টি ব্লকে ‘আমার বাড়ি প্রকল্পে’র প্রথম পর্যায়ে মোট ৪,৫৬০টি বাড়ি তৈরি করা হবে।” মন্ত্রী জানান, বেলপাহাড়ির কাঁকড়াঝোর, আমলাশোল, ঢাঙ্গিকুসুমের মতো প্রত্যন্ত গ্রামগুলিতে গরিব মানুষের জন্য আরও উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।
|
কঙ্কাল-কাণ্ডে জামিন আরও ২ বন্দির |
নিজস্ব সংবাদদাত • কলকাতা |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে আরও দুই সিপিএম কর্মীর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অসীম রায় এবং অসীম রায়ের ডিভিসন বেঞ্চ বিলাস পাঁজা ও বিশ্বরূপ ঘোষের জামিন মঞ্জুর করে। এর আগে কিরীটী রায় এবং দেবাশিস পাইনের জামিনের আবেদনও মঞ্জুর করেছিল হাইকোর্ট। ফেব্রুয়ারির গোড়ায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের শর্তাধীন জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে দাসেরবাঁধ কঙ্কাল-মামলায় জেলবন্দি ২০ জনের মধ্যে জামিন পেলেন ৫ জন। সিআইডি গত ২৩ সেপ্টেম্বর মোট ৫৮ জনের নামে চার্জশিট দিয়েছিল। তবে ৩৮ জন অভিযুক্তই এখনও অধরা। মামলার বিচার শুরুর আগে চার্জ গঠন অবশ্য এখনও হয়নি। আগামী ১৬ এপ্রিল মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা-দায়রা আদালতে চার্জ গঠনের শুনানি শুরুর সম্ভাবনা রয়েছে।
|
মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার লালগড়ে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
লালগড়ের জঙ্গলে মাটি খুঁড়ে ফের মিলল অস্ত্রশস্ত্র। সোমবার রাতভর টেসাবাঁধের জঙ্গলে তল্লাশি চালিয়ে মঙ্গলবার সকালে অস্ত্রগুলি উদ্ধার করে যৌথ বাহিনী। পাওয়া গিয়েছে দু’টি ল্যান্ডমাইন, দু’টি ওয়ান শটার, একটি অকেজো একনলা বন্দুক, ছ’টি ফ্ল্যাশগান, কার্তুজ রাখার ছ’টি পাউচ এবং কিছু কাগজপত্র-সহ কয়েকটি চিঠি। এ ছাড়া, নীল রঙের একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। জঙ্গলের গভীরে বড় গর্তের মধ্যে শালপাতা চাপা দিয়ে মোটরবাইকটি লুকিয়ে রাখা ছিল। অস্ত্রশস্ত্র, মোটরবাইক ও নথিপত্রগুলি মাওবাদীদের বলেই পুলিশের অনুমান। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, মোটরবাইকের মালিকের খোঁজ চলছে। মাইন দু’টি নিষ্ক্রিয় করা হয়েছে। এ দিনই আবার বেলপাহাড়ির নেগুড়িয়া থেকে মাওবাদী সন্দেহে হারাধন মণ্ডল নামে এক জনকে ধরেছে পুলিশ। বছর বত্রিশের হারাধনের বাড়ি বেলপাহাড়িরই কাশমাড়ে। ঝাড়গ্রামের পুলিশ সুপার গৌরব শর্মার দাবি, মাওবাদী নেতা মদন মাহাতোর স্কোয়াডের সদস্য হারাধনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন ও হামলা-নাশকতার ১০টি মামলা রয়েছে। ছ’টি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে তাঁর নামে।
|
সংসদে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চতুর্থ শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঞ্চম শ্রেণিতে পড়াশোনার সুযোগ করে দেওয়া, আদিবাসী অধ্যুষিত এলাকায় অলচিকি লিপিতে পড়াশোনার আরও সুযোগ তৈরি করা, ৪৪৮টি শূন্যপদে সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি জানা প্রাথমিক পার্শ্বশিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ করা-সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দ্বারস্থ হল ভারত জাকাত মাঝি মাড়োয়া জুয়ান গাঁওতা। এ দিন সংসদ চেয়ারম্যান স্বপন মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপিও তুলে দেন গাঁওতা নেতৃত্ব। সংগঠনের সম্পাদক প্রবীর মুর্মু বলেন, “দাবি পূরণ না-হলে আমরা আন্দোলনে নামব।” সংসদ চেয়ারম্যান দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
|
পারিবারিক বিবাদে ধৃতেরা জেলহাজতে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পারিবারিক বিবাদে সোমবার সন্ধ্যায় দু’পক্ষের মারামারি, বাড়িতে অগ্নি-সংযোগের ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কাশীনাথপুরে। ৫ মাসের অন্তঃসত্ত্বা এক বধূ-সহ ৫ জন জখম হন। আহতদের দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বপ্না বেরা নামে বধূকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নষ্ট হয়েছিল সব আসবাব। এ ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার তাঁদের ঘাটাল আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। আরও কয়েক জনের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘ দিন ধরেই কাশীনাথপুরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে বিশ্বনাথ বেরার সঙ্গে নন্দ বেরার পরিবারের। সোমবার তা চরম আকার নেয়।
|
আলোচনাসভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা |
ছাত্র-ছাত্রীদের কেরিয়ার সচেতনতা বাড়াতে মঙ্গলবার ইউজিসি-র আর্থিক সহায়তায় একটি আলোচনাসভা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘পুলিশের চাকরিতে প্রবেশ, সমস্যা ও দায়বদ্ধতা’র মতো বিষয়ে আলোচনা করলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়, যিনি বিশ্ববিদ্যালয়েরই পদার্থবিদ্যা বিভাগে স্নাতকোত্তর স্তরের ছাত্র ছিলেন এক সময়। স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীরা পুলিশ-প্রশাসনে না গিয়ে শুধু গবেষণা বা শিক্ষকতার পেশাই বেছে নিচ্ছেন কেনতা নিয়ে এ দিনের সভায় প্রশ্ন তোলেন কল্যাণবাবু। বলেন, “পেশা হিসাবে পুলিশ জগতও যথেষ্ট আকর্ষণীয়।” পুলিশ-প্রশাসনে চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি নানা পরামর্শও দেন।
|
তৃণমূলের পদযাত্রা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী ঘাঁটি হিসেবে চিহ্নিত বিনপুরের দহিজুড়ি অঞ্চলের বলরামডাঙায় ‘শান্তি পদযাত্রা’ করল তৃণমূল। মঙ্গলবার বিকেলের এই পদযাত্রায় ছিলেন মন্ত্রী সুকুমার হাঁসদা, দলের জেলা সভাপতি দীনেন রায়, জেলার কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, জেলা নেতা দুর্গেশ মল্লদেব। |
|