টুকরো খবর
পুড়শুড়ায় বিজ্ঞান মেলা
নিজস্ব চিত্র।
পুড়শুড়ার হেতমচকে গত শুক্রবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় মেলাটির আয়োজন করেছে হেতমচক প্রগতি সঙ্ঘ। সঙ্ঘের মাঠে আয়োজিত মেলা এ বার ২৯ তম বছরে পা দিল। সঙ্ঘের সম্পাদক সঞ্জয় আদক জানান, এ বারের মেলায় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম সার্ধ-শতবর্ষ বিশেষ ভাবে পালিত হচ্ছে। মেলার উদ্বোধন করেন মহকুমার ডেপুটি-ম্যাজিস্ট্রেট শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ভাস্করজ্যোতি বেরা, মধ্যশিক্ষা পর্ষদের আরামবাগ বিভাগের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক আশিসবরণ সামন্ত প্রমুখ। মেলার প্রবেশপথ থেকেই তাক লাগাচ্ছে বিজ্ঞানের কারিকুরি। মোবাইল ফোন থেকে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বর ডায়াল করলেই খুলে যাচ্ছে প্রবেশ দরজা। মেলায় ঢুকেই চোখে পড়বে ফোয়ারা। হাততালির শব্দের তারতম্যে বাড়ছে-কমছে ফোয়ারার উচ্চতা। রয়েছে বিভিন্ন যন্ত্রপাতির উৎপত্তি থেকে শুরু করে আধুনিক স্তর পর্যন্ত সেগুলির অবস্থান্তরের প্রদর্শনী। উদ্যোক্তারা জানান, প্রায় ২৫ রকমের মডেল প্রদর্শিত হচ্ছে। রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কিত পোস্টার প্রদর্শনী। প্রতিযোগিতামূলক বিজ্ঞান বিষয়ক আলোচনাচক্র, রবীন্দ্রসঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

সিঙ্গুরে ঘেরাও প্রধান শিক্ষক
বেতন না পেয়ে সিঙ্গুরের বড়া কমলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করলেন শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান শিক্ষক উৎপল সিংহকে ঘেরাও করে রাখা হয়। পুলিশের মধ্যস্থতায় ঘেরাও ওঠে। অভিযোগ, সার্ভিস বুক তৈরি না থাকার জন্যই বেতন আটকে গিয়েছে। প্রধান শিক্ষক অবশ্য বলেন, “আর্থিক বছরের শেষ মাস বলেই কিছু সমস্যা হয়েছে। আগামী সোমবার বেতন হয়ে যাবে।”

দু’জনের মৃত্যু আরামবাগে
দু’টি বিচ্ছিন্ন ঘটনায় আরামবাগ মহকুমায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে খানাকুলের পশ্চিম ঠাকুরানিচক-সংলগ্ন দ্বারকেশ্বর নদে এক যুবকের ভাসমান দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানায়, ক্ষুদিরাম বাউরি (৩২) নামে পেশায় ভ্যানচালক ওই যুবকের বাড়ি স্থানীয় কাগনান গ্রামে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। অন্য দিকে, সোমবার বিকেলে পুড়শুড়ার জঙ্গলপাড়ায় তুলিকা সাধুখাঁ (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, মানসিক অবসাদে গলায় ওড়নার ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠিয়ে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.