প্রশিক্ষণের গোলা ছিটকে মৃত ২ যুবক
ফের অঘটন বাক্সার সেনা ছাউনিতে। পুলিশ জানিয়েছে, আজ সকালে শুকানজুলি চাঁদমারির পাশের জঙ্গলে কাঠ ও না ফাটা গোলা সংগ্রহে গিয়েছিলেন গ্রামবাসীরা। তখন দরং ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা ছোড়ার প্রশিক্ষণ চলছিল। মর্টারের একটি গোলা চাঁদমারি এলাকা টপকে নিকটবর্তী জঙ্গলে গিয়ে পড়লে তার আঘাতে টমাস মুর্মু (৩৫) ও কমল বসুমাতারি (৩৬) নামে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। জখম হন আরও এক গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়।
সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, অনুশীলনের আগে, গ্রামে ও প্রশাসনকে আগাম নোটিস দেওয়া হয়। সেই সময়, চাঁদমারির কাছে গিয়ে গ্রামবাসীরাই ভুল করেছেন। এর আগেও একাধিকবার, মর্টার বা বুলেটের আঘাতে ও না-ফাটা মর্টারের শেল ফাটাতে গিয়ে, শুকানজুলিতে নাবালক-সহ বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। গত বছর নভেম্বর মাসে শুকানজুলি থেকে না ফাটা বিস্ফোরক গ্রামে নিয়ে আসে অল্পবয়সীদের একটি দল। সেটিতে বিস্ফোরণ ঘটে মারা পড়ে ১৩ বছরের এক বালক। জখম হয় আরও ১২ জন। ২০১০ সালে, গুলি চালনা অনুশীলনের সময় বুলেটের আঘাতে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। জখম হন ৫ জন।
সেতু ভেঙে শাপে বর সেতু ভেঙে শাপে বর হয়েছে সেপার যুবকদের। নৌকায় মানুষ পারাপার করিয়ে রোজগার করছে তারা। গত অক্টোবরে সেপা ও নিউ সেপার মধ্যবর্তী ঝুলন্ত সেতুটি ছিঁড়ে পড়ে। সেতুর উপরে পোকা ধরতে ভিড় জমিয়েছিলেন শতাধিক বাসিন্দা। তাতেই বিপত্তি। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়। ঘটনার পরে স্থানীয় প্রশাসন নতুন, পাকা সেতুর প্রতিশ্রুতি দিলেও এখনও কাজ শুরু হয়নি। ফলে পুরনো সেপা ও নিউ সেপার মধ্যে যাতায়াতের জন্য কামেং নদীর দু’পারের বাসিন্দাদের অনেক পথ পাড়ি দিতে হচ্ছিল। সমস্যার সমাধানে স্থানীয় যুবকরা দেশি নৌকা জলে নামান। প্রথম দিন থেকেই পরিকল্পনা ‘হিট’। দুই পারে যাতায়াতের জন্য সেপাবাসী নৌকাই বেছে নিয়েছেন। সুযোগ বুঝে নৌকা মালিকরা দামও বাড়িয়েছেন। বর্তমানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য স্থানীয় যুবকরা মাথাপিছু ২০ টাকা করে নিচ্ছে। স্কুল, কলেজ বা বাজারে আসা মানুষ সেই টাকাই দিতে রাজি। সেই হিসেবে দিনপ্রতি, একটি নৌকার মালিক প্রায় হাজার দুয়েক টাকা অবধি রোজগার করছেন। এই পরিমাণ অর্থ উপার্জন করা, কদিন আগেও এই বেকার যুবকদের কাছে স্বপ্ন ছিল। তবে শুধু উপার্জনেই মন নয়, যাত্রী সুরক্ষার দিকটিও তারা মাথায় রেখেছে। তাই ২০টি লাইফ-জ্যাকেট ভাড়া করেছেন তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.