|
|
|
|
ভোটে মনোনয়ন পেশ মায়াবতীর |
সংবাদসংস্থা • লখনউ |
রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন পেশ করলেন উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী মায়াবতী। বিধানসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজ পার্টির হারের পর থেকেই তাঁর রাজ্যসভা নির্বাচনে লড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। মনোনয়ন পেশের আগে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মায়াবতী। তাঁর রাজ্যসভা ভোটে লড়ার সিদ্ধান্ত দল সমর্থন করেছে বলে জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। মায়াবতীর দাবি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় আসার পর থেকেই বাড়ছে হিংসাত্মক ঘটনার সংখ্যা। তিনি নির্বাচিত হলে এই পরিস্থিতির কথা সংসদে তুলে ধরতে পারবেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের আগে দেশে দলের ভিত্তি বাড়ানোও প্রয়োজন। মায়াবতীর বক্তব্য, সংসদে থাকলে সে কাজেও অনেক বেশি সময় দিতে পারবেন তিনি।
|
|
|
|
|
|
|