টুকরো খবর
অপহৃত ব্যবসায়ীর দেহ উদ্ধার, গ্রেফতার দুই
লাংটিং বাজারের অপহৃত ব্যবসায়ী স্বপন পালের গলিত মৃতদেহ আজ উদ্ধার করেছে পুলিশ। ডিহাকুর কাছাকাছি জঙ্গলে দুষ্কৃতীরা তাকে গলা টিপে খুন করেছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন, লাংটিং বাজারে মোবাইল রিচার্জ কার্ডের দোকান ২৭ বছর বয়সী স্বপন পালের। ১ মার্চ রাতে পাঁচ দুষ্কৃতী নিজেদের জঙ্গি বলে পরিচয় দিয়ে স্বপনের কাছ থেকে ৫টি মোবাইল, ৩০ হাজার টাকা এবং ৪টি কম্বল নিয়ে যায়। এদের একজনকে চিনে ফেলেছিলেন স্বপন। সেটাই কাল হয়। স্বপনকেও জোর করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পর দিন জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে মেরে ফেলে। পরে বাড়িতে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ওই ফোনের সূত্র ধরেই রবিবার হাফলঙের লুংদুলংবে জেমি, মণি সিংহ ও রাজু রায় নামে ডিমা হাসাওয়ের তিন যুবককে গ্রেফতার করে। টানা জেরায় কাল রাতে ধৃতেরা পুরো ঘটনা খুলে বলে। তাদের অন্য দুই সঙ্গী ইদুলুংবে রিয়ামে, পাংগির রাংখলকে অবশ্য খুঁজে পায়নি পুলিশ। মহন্তের আশা, দু’দিনের মধ্যে ধরা পড়বে। সব দিকে জাল বিছানো হয়েছে বলে জানান তিনি। মহন্ত আরও জানান, পলাতক ইদুলুংবেকে গত বছরও এক শিশু অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছিল। তবে এদের সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন তিনি।

অনশনে বসা শর্মিলা চানু আবার জেলে
মা ও মেয়ে। ইম্ফলে অনশন মঞ্চে। পিটিআইয়ের তোলা ছবি।
প্রত্যাশিত ভাবেই ফের জেলে মণিপুরের গাঁধীবাদী নেত্রী ইরম শর্মিলা চানু। গত কাল বছরভরের কারাবাসের মেয়াদ কাটিয়ে মুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু আফস্পা প্রত্যাহারের দাবিতে অনশন চালিয়ে যাওয়ায় গত ১১ বছরের মতো আজও ফের তাঁকে বন্দি করে সেই জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ চানুর রোষের জবাব ‘গাঁধীগিরি’-র মাধ্যমেই দিলেন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। গত কাল চানু বলেছিলেন, “ইবোবি হিংসা ও সশস্ত্র আইনের পক্ষে। অন্য কেউ রাজ্যের হাল ধরুক।” কিন্তু আজ সকালে দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে ইবোবির নাম ঘোষণার পর ইবোবি বলেন, “চানু আমার ‘বোন’-এর মতো। আমার কাছে ওঁর জীবন খুবই মূল্যবান। ওঁর কথা ভেবেই প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ২০০৪ সালে ইম্ফল পুর এলাকা থেকে আফস্পা প্রত্যাহার করে নিই আমি। তারপরেও চানু অনশন ভাঙতে রাজি হননি।” ইবোবির কথায়, “সরকারও চায় সেনা আইন উঠে যাক। কিন্তু জঙ্গিরা আমাদের সদিচ্ছাকে পাত্তা না দিলে আমরা কী করতে পারি?” আগামিকাল শপথ নেবেন ইবোবি।

উপনির্বাচনে কেরলে পৃথক প্রার্থী ফব-র
কেরলে বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেল বাম ঐক্য। পিরাভম আসনের উপনির্বাচনে এলডিএফের পাল্টা প্রার্থী দিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। কেরলে ফব বাম জোট এলডিএফে নেই। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় কিছু আসনে তারা পৃথক প্রার্থী দেওয়ার পরে সিপিএমের রাজ্য নেতৃত্ব আশ্বাস দেন, তাদের এলডিএফে সামিল করা হবে। তার ভিত্তিতে প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু সেই আশ্বাস কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে এর্নাকুলাম জেলার পিরাভমে ফব প্রার্থী করেছে এন টি সুরেশ কুমারকে। কেরলে শাসক ইউডিএফ ও বিরোধী এলডিএফের মধ্যে বিধানসভায় ব্যবধান নামমাত্র। পিরাভমে বিধানসভার গত নির্বাচনে ১৫৭ ভোটে জিতেছিল ইউডিএফ।

আইপিএস খুনে তদন্তে সিবিআই
বিরোধীদের প্রবল চাপের মুখে আইপিএস অফিসার নরেন্দ্র কুমারের খুনের সিবিআই তদন্তের সুপারিশ করল মধ্যপ্রদেশ সরকার। আজ এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তবে বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে আজ ফের অভিযোগ করেন তিনি। হোলির ছুটির পর আজই ফের অধিবেশন বসে মধ্যপ্রদেশ বিধানসভার। নরেন্দ্রর খুনের প্রতিবাদে কালো কাপড় বেঁধে বিধানসভায় আসেন কংগ্রেস সদস্যরা। প্রশ্নোত্তর পর্বে নরেন্দ্রর খুনের প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা অজয় সিংহ। অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। স্পিকারের বারবার অনুরোধেও থামেননি তাঁরা। এর জেরে দিনের মতো মুলতুবি করে দিতে হয় অধিবেশন। এর পরই মুখ্যমন্ত্রী জানান, নরেন্দ্র-হত্যার সিবিআই তদন্ত হবে। নরেন্দ্রর পরিবারের উদ্দেশে আজ চৌহান বলেন, “সরকার ওঁদের সঙ্গে আছে। মধু রানি তেওয়াতিয়া (নরেন্দ্রর স্ত্রী) মধ্যপ্রদেশের সন্তান। তাঁর থাকা ও কাজের ব্যবস্থা সরকার করবে।”

হেডলিকে আদালতে হাজির করাতে নির্দেশ
২৬/১১-র মুম্বই হামলায় অভিযুক্ত পাক বংশোদ্ভূত আমেরিকান ডেভিড কোলম্যান হেডলি ও তার সহযোগী তাহাউর রানাকে আগামী ৩১ মে আদালতে হাজির করানোর জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে নির্দেশ দিল দিল্লির একটি আদালত। হেডলি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দি। তাকে প্রত্যর্পণের চেষ্টায় এখনও অবধি সফল হয়নি ভারত। হেডলি ছাড়াও পাক সেনাকর্তা মেজর ইকবাল, মেজর সমীর আলি, আল-কায়েদার নেতা ইলিয়াস কাশ্মীরি, হেডলির সঙ্গী সাজিদ মালিক এবং প্রাক্তন পাক সেনা অফিসার আবদুল রেহমান হাশমির বিরুদ্ধে এ দিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জেলা আদালতের বিচারক এইচ এস শর্মা। ৩১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তিনি।

বিস্ফোরণ আফজলকে বাঁচাতেই
সংসদ-হানায় সাজাপ্রাপ্ত আফজল গুরুর ফাঁসি রদের চেষ্টাতেই দিল্লির হাইকোর্ট চত্বরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে দাবি করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মঙ্গলবার দিল্লির একটি আদালতে তারা বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্ত ৬ জনের নামে চার্জশিট পেশ করে। ওই চার্জশিটেই এনআইএ জানিয়েছে, ২০০১ সালে দিল্লিতে সংসদ ভবনে জঙ্গি আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত আফজল গুরুর ফাঁসির আদেশ রদ করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উপর চাপ দিতেই বিস্ফোরণের ষড়যন্ত্র করা হয়েছিল। চার্জশিটে হাইকোর্ট বিস্ফোরণ-কাণ্ডে ধৃত আমির আব্বাস দেব এবং ওয়াসিম আক্রম মালিকের নাম রয়েছে। এ ছাড়াও বিস্ফোরণে জড়িত সন্দেহে চার্জশিটে আরও ৩ ব্যক্তিজুনেদ মালিক, আমির কামাল এবং ছোটা হাফিজের নাম রয়েছে। গত বছর ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ৫ নম্বর গেটে ওই বিস্ফোরণে নিহত হন ১৭ জন, জখম হন ৯০ জনেরও বেশি। বিস্ফোরণের পর পরই ই-মেল করে ঘটনার দায় স্বীকার করেছিল হুজি জঙ্গিরা।

সংসদেই অসুস্থ শরদ পওয়ার
আজ প্রশ্নোত্তর-পর্বের শেষে কৃষিমন্ত্রী শরদ পওয়ার অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল পটেল পওয়ারকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে খবর, রক্তে হঠাৎ ‘গ্লুকোজের’ পরিমাণ কমে যাওয়ায় মাথা ঘুরতে থাকে পওয়ারের। প্রাথমিক পরীক্ষার পর সন্ধ্যেয় তাঁকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য পওয়ারকে কিছু দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

নকল দিয়ে ধৃত
মাধ্যমিক পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে পুলিশের হাতে আটক হলেন এক শিক্ষক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অসমের ধুবুরি শহরের ধর্মশালা উচ্চ বিদ্যালয়ে। পুলিশ জানায়, ওই শিক্ষকের নাম ফিরদৌস আহমেদ। তিনি মতিচর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদিন ওই পরীক্ষা কেন্দ্রে আরবি ও সংস্কৃতি ভাষা পরীক্ষা ছিল। কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকার সুবিধে নিয়ে তিনি কিছু ছাত্রছাত্রীকে নকল সরবরাহ করার সময়ে হাতেনাতে ধরা পড়ে যান। পুলিশ তাঁকে জেরা করার জন্য আটক করেছে।

শীঘ্রই দিল্লিতে আসতে পারেন সলমন রুশদি
বিতর্কের জেরে জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিতে না পারলেও সলমন রুশদি অন্য একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি আসতে পারেন। তবে ঠিক কবে তিনি আসবেন তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সম্মেলনের আয়োজক সংস্থার এক কর্মকর্তা বলেন, “সলমন রুশদি আসছেনই। তবে ঠিক কবে তিনি আসবেন তা আমরা এখনই জানাতে পারব না।” ‘স্যাটানিক ভার্সেস’ লেখার পর মুসলিম সম্প্রদায়ের কোপের মুখে পড়েছিলেন রুশদি। সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে তাঁর আসার খবরে ফের বিক্ষোভ শুরু হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কেন্দ্রের কাছে দরবার করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন রুশদি।

পণের বলি দুই
পণের দাবি মেটাতে না পারায় খুন হলেন দুই বধূ। উত্তরপ্রদেশের ওয়াজিরগঞ্জ এলাকার দু’টি গ্রাম, জামালপুর ও দভতরির ঘটনা। পুলিশ জানিয়েছে, গত কাল জামালপুরে বছর পঁচিশের এক বধূকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়রা। দভতরিতে বিষ খাইয়ে মারা হয় বছর কুড়ির এক বধূকে। পুলিশ জানিয়েছে, দু’টি ঘটনারই তদন্ত হচ্ছে।

জমি নিয়ে সুপ্রিম কোর্ট
শহরে জমির উর্ধ্বসীমা আইন বাতিল হওয়ার আগে সরকার যদি কোনও ব্যক্তির জমি অধিগ্রহণ সম্পূর্ণ করতে না পারে, তবে ওই আইন বাতিলের পরে জমির মালিকানা জমির আসল মালিকের হাতেই চলে যাবে বলে জানাল সুপ্রিম কোর্ট। জমি অধিগ্রহণ নিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন জনৈক জমি-মালিক বিনায়ক কাশীনাথ শিলকর। তাঁর বক্তব্য ছিল জমির উর্ধ্বসীমা বিষয়ক যে আইন (১৯৭৬) ১৯৯৯ সালে বাতিল হয়, তার পরে সরকার তাঁর জমি অধিগ্রহণ করেছে। বিচারপতি আর এম লোঢা এবং এইচ এল গোখলের বেঞ্চ আজ বলে যে, জমির দখল নিলেই হবে না। নতুন আইন বলবতের আগে বিধিসম্মত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হলে জমির মালিকানা সরকার পাবে না।

পরীক্ষা দিতে এসে মৃত্যু
ছবি: উত্তমকুমার পাল।
জীবনের দৌড় শেষ। সিআরপি-র প্রবেশিকা পরীক্ষা দিতে বাবার সঙ্গে ঢেনকানল থেকে রৌরকেলা এসেছিল ১৮ বছরের অভিষেক সাহু। শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিল ২৪ মিনিটের মধ্যে ৫ কিলোমিটার দৌড়। মঙ্গলবার সকালে সেই দৌড়ে নেমে অসুস্থ হয়ে রৌরকেলা এয়ারস্ট্রিপ রোডে পড়ে যায় অভিষেক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় এ ধরনের মৃত্যু আগেও ঘটেছে। এ বার অভিষেক। ছেলের দেহের সামনে শোকার্ত বাবা পবিত্র সাহু।

যাবজ্জীবন
বাড়ির মালিককে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক ব্যক্তির। মঙ্গলবার অসমের বঙ্গাইগাঁও জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিনোদচন্দ্র দাস ওই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম সন্তু দত্ত। বকেয়া ভাড়া দাবি করায় ২০০৬ এর ২০ নভেম্বর রাতে তিনি মালিক অধীর ঘোষকে খুন করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.