ঠিক কোথায়, কী ভাবে রয়েছে টাইটানিকের ধ্বংসস্তূপ? এই নিয়ে ধোঁয়াশা কাটাতে এ বার তৈরি হচ্ছে ধ্বংসস্থলের এক সম্পূর্ণ মানচিত্র।
১৯১২ সালের ১৫ এপ্রিল অতলান্তিকের গভীরে তলিয়ে গিয়েছিল টাইটানিক। সেই অভিশপ্ত দিনটির শতবর্ষ উপলক্ষে এ বার বিজ্ঞানীরা তৈরি করতে চলেছেন একটি সম্পূর্ণ মানচিত্র। যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল, সেই সমুদ্রতলে ১৫ বর্গ মাইল এলাকার খুঁটিনাটি থাকবে এই মানচিত্রে। সূত্র, সমুদ্রতল থেকে রোবটের সাহায্যে তুলে আনা এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি ছবি।
এর আগে, ১৯৮৫ সালেও একটি মানচিত্র তৈরি করা হয়েছিল। তবে, তখন এতটা জায়গা জুড়ে এত খুঁটিয়ে কাজ করা হয়নি। বিজ্ঞানীদের আশা, এত দিন পর্যন্ত উত্তর না মেলা অনেক রহস্যের সূত্র মিলতে পারে এই মানচিত্রের সাহায্যে।
২০১০ সালে অনেকগুলি সংস্থার যৌথ উদ্যোগে ‘টাইটানিকের মহত্ব’ বাঁচিয়ে রাখতে একটি প্রকল্প শুরু হয়। তখন থেকেই টাইটানিকের ধ্বংসস্তূপের প্রচুর ছবি তোলা হচ্ছিল। কখনও উঠে এসেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা রান্নাঘরের সরঞ্জাম, কখনও বা টাইটানিকে থাকা ছ’হাজার টন কয়লার অংশবিশেষের ছবি। ১৫ এপ্রিল এই মানচিত্র নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্রটি দেখানো হবে একটি চ্যানেলে। |